ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হিসেবে অক্ষয় কুমারের নাম রয়েছে। এত ধনী হওয়া সত্বেও সংসারের সব খরচ তাঁকে একা বহন করতে দেন না অক্ষয়ের স্ত্রী বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। সংসারের যাবতীয় খরচ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তাঁরা। টুইঙ্কেল জানান, তাঁদের দুই সন্তান আরভ এবং নিতারার পড়াশোনার যাবতীয় খরচের ভার তিনি স্বেচ্ছায় নিজের কাঁধে তুলেছেন।
টুইক ইন্ডিয়ার জন্য কাজলের সাক্ষাৎকার নিচ্ছিলেন টুইঙ্কেল। সেখানেই গল্প-আড্ডার ফাঁকে কাজলকে টুইঙ্কেল জিজ্ঞেস করেন যে কীভাবে তিনি ও তার স্বামী অজয় দেবগণ সংসারের যাবতীয় খরচ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। উদাহরণ হিসেবে নিজের প্রসঙ্গ টেনে টুইঙ্কেল বলেন,‘এই যেমন আমার দুই সন্তানের পড়াশোনার সব খরচের দায়িত্ব আমি নিয়েছি’। এরপর মজা করে তাঁর সংযোজন, ‘ভবিষ্যতে ওদের বলতে পারব যে তোরা যে আজ পড়াশোনা করে শিক্ষিত হয়েছিস, তার একমাত্র কারণ আমিই!’
সেই কথার উত্তরে কাজল জানান, তাঁর আর অজয়ের সংসারে সবরকমের অনলাইনে খরচ মেটানোর দায়িত্ব তাঁর উপর ন্যস্ত রয়েছে। অন্যদিকে, সংসারের সবরকমের অফলাইন পেমেন্ট অজয় নিজের দায়িত্বে করেন। তবে সংসার সামলাতে যে অজয় বেশ পরিপক্ক, সেকথাও জানিয়েছেনে এই বলিউড অভিনেত্রী। কাজলের কথায়, ‘আমাদের দুই সন্তানের সমস্ত খুঁটিনাটি বিষয় অজয় ভীষণভাবে খেয়াল রাখে। তাঁদের জন্য ভোরে উঠে টিফিন প্যাক করে স্কুলে পাঠানো থেকে তাঁদের হোমওয়ার্ক পর্যন্ত। স্কুলে কি রেজাল্ট আসলো তারও নিয়মিত খেয়াল রাখে অজয়।’
২০০১ সালে বিয়ে করেছেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। তাঁদের দুই সন্তান আরভ এবং নিতারা। ২০০২ সালে আরভের জন্ম, ২০১২ সালে নিতারারি জন্ম।
অন্যদিকে বলিউডের অন্যতম সেরা দম্পতি কাজল ও অজয় দেবগন। ২১ বছর ধরে একসঙ্গে পথ চলছেন তারা। তাদের সম্পর্কের রসায়ন এখনও বেশ মজবুত।
ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হিসেবে অক্ষয় কুমারের নাম রয়েছে। এত ধনী হওয়া সত্বেও সংসারের সব খরচ তাঁকে একা বহন করতে দেন না অক্ষয়ের স্ত্রী বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। সংসারের যাবতীয় খরচ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তাঁরা। টুইঙ্কেল জানান, তাঁদের দুই সন্তান আরভ এবং নিতারার পড়াশোনার যাবতীয় খরচের ভার তিনি স্বেচ্ছায় নিজের কাঁধে তুলেছেন।
টুইক ইন্ডিয়ার জন্য কাজলের সাক্ষাৎকার নিচ্ছিলেন টুইঙ্কেল। সেখানেই গল্প-আড্ডার ফাঁকে কাজলকে টুইঙ্কেল জিজ্ঞেস করেন যে কীভাবে তিনি ও তার স্বামী অজয় দেবগণ সংসারের যাবতীয় খরচ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। উদাহরণ হিসেবে নিজের প্রসঙ্গ টেনে টুইঙ্কেল বলেন,‘এই যেমন আমার দুই সন্তানের পড়াশোনার সব খরচের দায়িত্ব আমি নিয়েছি’। এরপর মজা করে তাঁর সংযোজন, ‘ভবিষ্যতে ওদের বলতে পারব যে তোরা যে আজ পড়াশোনা করে শিক্ষিত হয়েছিস, তার একমাত্র কারণ আমিই!’
সেই কথার উত্তরে কাজল জানান, তাঁর আর অজয়ের সংসারে সবরকমের অনলাইনে খরচ মেটানোর দায়িত্ব তাঁর উপর ন্যস্ত রয়েছে। অন্যদিকে, সংসারের সবরকমের অফলাইন পেমেন্ট অজয় নিজের দায়িত্বে করেন। তবে সংসার সামলাতে যে অজয় বেশ পরিপক্ক, সেকথাও জানিয়েছেনে এই বলিউড অভিনেত্রী। কাজলের কথায়, ‘আমাদের দুই সন্তানের সমস্ত খুঁটিনাটি বিষয় অজয় ভীষণভাবে খেয়াল রাখে। তাঁদের জন্য ভোরে উঠে টিফিন প্যাক করে স্কুলে পাঠানো থেকে তাঁদের হোমওয়ার্ক পর্যন্ত। স্কুলে কি রেজাল্ট আসলো তারও নিয়মিত খেয়াল রাখে অজয়।’
২০০১ সালে বিয়ে করেছেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। তাঁদের দুই সন্তান আরভ এবং নিতারা। ২০০২ সালে আরভের জন্ম, ২০১২ সালে নিতারারি জন্ম।
অন্যদিকে বলিউডের অন্যতম সেরা দম্পতি কাজল ও অজয় দেবগন। ২১ বছর ধরে একসঙ্গে পথ চলছেন তারা। তাদের সম্পর্কের রসায়ন এখনও বেশ মজবুত।
২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
২ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
২ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
২ ঘণ্টা আগে১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
২ ঘণ্টা আগে