Ajker Patrika

অন্তঃসত্ত্বা নন, অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সোনাক্ষী

আপডেট : ৩০ জুন ২০২৪, ২০: ৫২
অন্তঃসত্ত্বা নন, অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সোনাক্ষী

কদিন আগেই বিয়ে হয়েছে মেয়ে সোনাক্ষীর। এরই মাঝে সিনহা পরিবারে দুঃসংবাদ। হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিনহাকে।

শত্রুঘ্ন সিনহা ছেলে লাভ সিনহা সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ভাইরাস জ্বর ও শারীরিক দুর্বলতার কারণে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সূত্র সংবাদমাধ্যমটিকে আরও জানিয়েছে, জ্বর ছাড়াও অভিনেতার অন্য কোন সমস্যা আছে কি না তা জানতে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিয়ের ছবিতে বাবার সঙ্গে সোনাক্ষী ও বর জহির। ছবি: সংগৃহীতভারতীয় সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, বর্ষীয়ান অভিনেতার বন্ধু পহেলাজ নিহালানি শত্রুঘ্ন সিনহাকে দেখতে হাসপাতালে যান, তিনিই সংবাদমাধ্যমকে শত্রুঘ্ন সিনহার হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানান। তিনি বলেন, ‘হ্যাঁ, শত্রু (শত্রুঘ্ন) হাসপাতালে ভর্তি আছে। তবে এখন ভালো আছে। সোমবার বিকেলে ও বাড়ি ফিরবে।’

প্রসঙ্গত, গত ২৩ জুন অভিনেতা জহির ইকবালের সঙ্গে মেয়ে সোনাক্ষীর বিয়ে হয়। এরপর গত ২৫ জুনই শত্রুঘ্ন সিনহার এই পড়ে যাওয়ার ঘটনা ঘটে। গতকাল শনিবার (২৯ জুন) বাবাকে দেখতেই হাসপাতালে পৌঁছেছিলেন সোনাক্ষী সিনহা ও জামাই জহির ইকবাল। তখন একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়ায় সোনাক্ষী অন্তঃসত্ত্বা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত