কয়েক মাসের ব্যবধানে দুই সিনেমায় একসঙ্গে দেখা গেছে শাহরুখ খান ও সালমান খানকে। শাহরুখের ‘পাঠান’ সিনেমায় টাইগার চরিত্রে সালমানের ক্যামিও আর টাইগার সিনেমায় পাঠান চরিত্রে হাজির হয়েছিলেন শাহরুখ। কিন্তু সালমানকে হয়তো আর ক্যামিও চরিত্রে দেখা যাবে না। কারণ, ‘পাঠান ২’ ও ‘ওয়ার ২’— যশরাজের পরবর্তী এই দুই সিনেমায় থাকছে না ‘টাইগার’ সালমানের ক্যামিও।
পাঠান সিনেমায় সালমানের ক্যামিও নজর কেড়েছিল দর্শকদের। পাঠানের শেষ দৃশ্যে দুই খানের কথোপকথন দর্শকদের থেকে বাহবা কুড়িয়েছে। তাই অনেকেই আশা করছিলেন, ‘পাঠান ২’ সিনেমাতেও সালমান খানের ক্যামিও থাকবে।
তবে বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, সালমান খান ‘ওয়ার ২’ এবং ‘পাঠান ২’ সিনেমায় কোনও ক্যামিও চরিত্রে ধরা দেবেন না। সূত্রের বরাত দিয়ে আরও জানানো হয়েছে, প্রযোজক আদিত্য চোপড়া চান না টাইগার ফ্র্যাঞ্চাইজির সিনেমা ছাড়া অন্য কোথাও সালমানের উপস্থিতি বেশি হোক। এতে টাইগার চরিত্রটির মাধুর্য বা আকর্ষণ নষ্ট হতে পারে।
বলিউড হাঙ্গামা আরও জানিয়েছে, এটা কেবল নির্মাতাদের সিদ্ধান্ত নয়। সালমান খান নিজেও আর ক্যামিও চরিত্রে অভিনয় করতে চান না।
প্রসঙ্গত, বর্তমানে ‘ওয়ার ২’ সিনেমার শুটিং চলেছে। যশরাজ ইউনিভার্সের পরবর্তী সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটিতে দেখা যাবে—হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরকে। এ ছাড়া ‘পাঠান ২’, ‘পাঠান ভার্সেস টাইগার’ সিনেমার কথাও শোনা যাচ্ছে।
কয়েক মাসের ব্যবধানে দুই সিনেমায় একসঙ্গে দেখা গেছে শাহরুখ খান ও সালমান খানকে। শাহরুখের ‘পাঠান’ সিনেমায় টাইগার চরিত্রে সালমানের ক্যামিও আর টাইগার সিনেমায় পাঠান চরিত্রে হাজির হয়েছিলেন শাহরুখ। কিন্তু সালমানকে হয়তো আর ক্যামিও চরিত্রে দেখা যাবে না। কারণ, ‘পাঠান ২’ ও ‘ওয়ার ২’— যশরাজের পরবর্তী এই দুই সিনেমায় থাকছে না ‘টাইগার’ সালমানের ক্যামিও।
পাঠান সিনেমায় সালমানের ক্যামিও নজর কেড়েছিল দর্শকদের। পাঠানের শেষ দৃশ্যে দুই খানের কথোপকথন দর্শকদের থেকে বাহবা কুড়িয়েছে। তাই অনেকেই আশা করছিলেন, ‘পাঠান ২’ সিনেমাতেও সালমান খানের ক্যামিও থাকবে।
তবে বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, সালমান খান ‘ওয়ার ২’ এবং ‘পাঠান ২’ সিনেমায় কোনও ক্যামিও চরিত্রে ধরা দেবেন না। সূত্রের বরাত দিয়ে আরও জানানো হয়েছে, প্রযোজক আদিত্য চোপড়া চান না টাইগার ফ্র্যাঞ্চাইজির সিনেমা ছাড়া অন্য কোথাও সালমানের উপস্থিতি বেশি হোক। এতে টাইগার চরিত্রটির মাধুর্য বা আকর্ষণ নষ্ট হতে পারে।
বলিউড হাঙ্গামা আরও জানিয়েছে, এটা কেবল নির্মাতাদের সিদ্ধান্ত নয়। সালমান খান নিজেও আর ক্যামিও চরিত্রে অভিনয় করতে চান না।
প্রসঙ্গত, বর্তমানে ‘ওয়ার ২’ সিনেমার শুটিং চলেছে। যশরাজ ইউনিভার্সের পরবর্তী সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটিতে দেখা যাবে—হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরকে। এ ছাড়া ‘পাঠান ২’, ‘পাঠান ভার্সেস টাইগার’ সিনেমার কথাও শোনা যাচ্ছে।
অকারণে হর্ন না বাজাতে চালকদের সচেতন করার লক্ষ্যে তৈরি হয়েছে ওভিসি। এতে বাস ড্রাইভার চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তাঁর সঙ্গে হেলপার চরিত্রে রয়েছেন ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। ২ মে সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর থেকে সাড়া ফেলেছে ওভিসিটি। প্রথম ৬ দিনে ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে বিজ্ঞাপনটি।
৬ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ মিনিট আগেপেহেলগামে হামলার ঘটনার জেরে গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় অনেক তারকাই এ হামলার সমর্থন জানিয়েছেন। তবে হামলা নিয়ে নিজের ভিন্ন ভাবনার কথা বলেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। এবার ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন...
৯ ঘণ্টা আগেবছর দু্য়েক আগে প্রোডাকশন বয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বিতর্কিত হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। এবার এই অভিনেতার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে শামীম হাসান নিজের সম্পর্কে...
১ দিন আগে