কয়েক মাসের ব্যবধানে দুই সিনেমায় একসঙ্গে দেখা গেছে শাহরুখ খান ও সালমান খানকে। শাহরুখের ‘পাঠান’ সিনেমায় টাইগার চরিত্রে সালমানের ক্যামিও আর টাইগার সিনেমায় পাঠান চরিত্রে হাজির হয়েছিলেন শাহরুখ। কিন্তু সালমানকে হয়তো আর ক্যামিও চরিত্রে দেখা যাবে না। কারণ, ‘পাঠান ২’ ও ‘ওয়ার ২’— যশরাজের পরবর্তী এই দুই সিনেমায় থাকছে না ‘টাইগার’ সালমানের ক্যামিও।
পাঠান সিনেমায় সালমানের ক্যামিও নজর কেড়েছিল দর্শকদের। পাঠানের শেষ দৃশ্যে দুই খানের কথোপকথন দর্শকদের থেকে বাহবা কুড়িয়েছে। তাই অনেকেই আশা করছিলেন, ‘পাঠান ২’ সিনেমাতেও সালমান খানের ক্যামিও থাকবে।
তবে বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, সালমান খান ‘ওয়ার ২’ এবং ‘পাঠান ২’ সিনেমায় কোনও ক্যামিও চরিত্রে ধরা দেবেন না। সূত্রের বরাত দিয়ে আরও জানানো হয়েছে, প্রযোজক আদিত্য চোপড়া চান না টাইগার ফ্র্যাঞ্চাইজির সিনেমা ছাড়া অন্য কোথাও সালমানের উপস্থিতি বেশি হোক। এতে টাইগার চরিত্রটির মাধুর্য বা আকর্ষণ নষ্ট হতে পারে।
বলিউড হাঙ্গামা আরও জানিয়েছে, এটা কেবল নির্মাতাদের সিদ্ধান্ত নয়। সালমান খান নিজেও আর ক্যামিও চরিত্রে অভিনয় করতে চান না।
প্রসঙ্গত, বর্তমানে ‘ওয়ার ২’ সিনেমার শুটিং চলেছে। যশরাজ ইউনিভার্সের পরবর্তী সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটিতে দেখা যাবে—হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরকে। এ ছাড়া ‘পাঠান ২’, ‘পাঠান ভার্সেস টাইগার’ সিনেমার কথাও শোনা যাচ্ছে।
কয়েক মাসের ব্যবধানে দুই সিনেমায় একসঙ্গে দেখা গেছে শাহরুখ খান ও সালমান খানকে। শাহরুখের ‘পাঠান’ সিনেমায় টাইগার চরিত্রে সালমানের ক্যামিও আর টাইগার সিনেমায় পাঠান চরিত্রে হাজির হয়েছিলেন শাহরুখ। কিন্তু সালমানকে হয়তো আর ক্যামিও চরিত্রে দেখা যাবে না। কারণ, ‘পাঠান ২’ ও ‘ওয়ার ২’— যশরাজের পরবর্তী এই দুই সিনেমায় থাকছে না ‘টাইগার’ সালমানের ক্যামিও।
পাঠান সিনেমায় সালমানের ক্যামিও নজর কেড়েছিল দর্শকদের। পাঠানের শেষ দৃশ্যে দুই খানের কথোপকথন দর্শকদের থেকে বাহবা কুড়িয়েছে। তাই অনেকেই আশা করছিলেন, ‘পাঠান ২’ সিনেমাতেও সালমান খানের ক্যামিও থাকবে।
তবে বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, সালমান খান ‘ওয়ার ২’ এবং ‘পাঠান ২’ সিনেমায় কোনও ক্যামিও চরিত্রে ধরা দেবেন না। সূত্রের বরাত দিয়ে আরও জানানো হয়েছে, প্রযোজক আদিত্য চোপড়া চান না টাইগার ফ্র্যাঞ্চাইজির সিনেমা ছাড়া অন্য কোথাও সালমানের উপস্থিতি বেশি হোক। এতে টাইগার চরিত্রটির মাধুর্য বা আকর্ষণ নষ্ট হতে পারে।
বলিউড হাঙ্গামা আরও জানিয়েছে, এটা কেবল নির্মাতাদের সিদ্ধান্ত নয়। সালমান খান নিজেও আর ক্যামিও চরিত্রে অভিনয় করতে চান না।
প্রসঙ্গত, বর্তমানে ‘ওয়ার ২’ সিনেমার শুটিং চলেছে। যশরাজ ইউনিভার্সের পরবর্তী সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটিতে দেখা যাবে—হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরকে। এ ছাড়া ‘পাঠান ২’, ‘পাঠান ভার্সেস টাইগার’ সিনেমার কথাও শোনা যাচ্ছে।
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
৬ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
৭ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
৯ ঘণ্টা আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২০ ঘণ্টা আগে