ছোট্ট জাহ্নবীর মিষ্টি হাসির প্রশংসায় ভাসছে নেট দুনিয়া। রীতিমতো ভাইরাল বলি তারকার ছোটবেলার ছবিটি। গতকাল মঙ্গলবার ছবিটি পোস্ট করেছেন স্বয়ং জাহ্নবী কাপুরের বাবা বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্ব বনি কাপুর।
ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে বনি কাপুর পুরোনো দিনের স্মৃতিচারণ করেছেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে ‘খুশি’ সিনেমার শুটিং-এর সময় তোলা ছবি এটি। ছবির ক্যাপশনে বনি লিখেছেন, ‘আমাদের “খুশি” সিনেমার শুটিংয়ের সময় বার্লিংটনে (ভারমন্ট, যুক্তরাষ্ট্র) অর্জুন ও জাহ্নবীর মজার মুহূর্ত।
হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, জাহ্নবীর ছোটবেলার ছবিটি ভাইরাল নেট দুনিয়ায়। অনেকে শেয়ার করে লিখেছেন, ‘এখন তিনি সবাইকে কাত করছেন রূপে। আর ছোটবেলায় কাত করতেন মিষ্টি হাসিতে।’ কেউ আবার লিখেছেন, ‘দুই সময়েই তিনি সুন্দর। তবে চেহারার পরিবর্তন অবাক করা।’
শুধু জাহ্নবী নয়, ছবিতে রয়েছেন তাঁর তারকা ভাই অর্জুন কাপুরও। ভাই ও বোনের মধ্যে ছোট থেকেই খুনসুটির সম্পর্ক, তা ধরা পড়েছে ছবিতে। অনেকে মন্তব্য করেছেন, ভাই-বোনের মধ্যে যে ছোট থেকেই এমন দারুণ সম্পর্ক তা জানা ছিল না। বড় হয়েও অর্জুন-জাহ্নবীর সেই সম্পর্ক একই রকম মিষ্টি রয়ে গেছে।
উল্লেখ্য, বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান অর্জুন কাপুর আর অনশুলা কাপুর। অন্যদিকে দ্বিতীয় পক্ষের স্ত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।
ছোট্ট জাহ্নবীর মিষ্টি হাসির প্রশংসায় ভাসছে নেট দুনিয়া। রীতিমতো ভাইরাল বলি তারকার ছোটবেলার ছবিটি। গতকাল মঙ্গলবার ছবিটি পোস্ট করেছেন স্বয়ং জাহ্নবী কাপুরের বাবা বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্ব বনি কাপুর।
ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে বনি কাপুর পুরোনো দিনের স্মৃতিচারণ করেছেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে ‘খুশি’ সিনেমার শুটিং-এর সময় তোলা ছবি এটি। ছবির ক্যাপশনে বনি লিখেছেন, ‘আমাদের “খুশি” সিনেমার শুটিংয়ের সময় বার্লিংটনে (ভারমন্ট, যুক্তরাষ্ট্র) অর্জুন ও জাহ্নবীর মজার মুহূর্ত।
হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, জাহ্নবীর ছোটবেলার ছবিটি ভাইরাল নেট দুনিয়ায়। অনেকে শেয়ার করে লিখেছেন, ‘এখন তিনি সবাইকে কাত করছেন রূপে। আর ছোটবেলায় কাত করতেন মিষ্টি হাসিতে।’ কেউ আবার লিখেছেন, ‘দুই সময়েই তিনি সুন্দর। তবে চেহারার পরিবর্তন অবাক করা।’
শুধু জাহ্নবী নয়, ছবিতে রয়েছেন তাঁর তারকা ভাই অর্জুন কাপুরও। ভাই ও বোনের মধ্যে ছোট থেকেই খুনসুটির সম্পর্ক, তা ধরা পড়েছে ছবিতে। অনেকে মন্তব্য করেছেন, ভাই-বোনের মধ্যে যে ছোট থেকেই এমন দারুণ সম্পর্ক তা জানা ছিল না। বড় হয়েও অর্জুন-জাহ্নবীর সেই সম্পর্ক একই রকম মিষ্টি রয়ে গেছে।
উল্লেখ্য, বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান অর্জুন কাপুর আর অনশুলা কাপুর। অন্যদিকে দ্বিতীয় পক্ষের স্ত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে