সালমান খান ও গায়ক অভিজিৎ ভট্টাচার্যের দ্বন্দ্ব বেশ পুরোনো। পাকিস্তানি শিল্পীদের সুযোগ দেন বলে সালমানের বিরুদ্ধে একসময় ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিজিৎ। বলিউড ভাইজানের জন্য আর কোনো দিন গাইবেন না—এমন কথাও জানিয়েছিলেন তিনি। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সালমানের জন্য আবার গাইতে পারেন তিনি, তবে এর জন্য দিয়েছেন এক শর্ত।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিতের কাছে প্রশ্ন রাখা হয় সালমানের জন্য কি আর কোনো দিন গাইবেন তিনি? এই প্রশ্নের জবাবে জানান, সালমানের জন্য তিনি নিশ্চয়ই গাইবেন, যদি কিছু শর্ত মানা হয়। অভিজিতের কথায়, ‘কেন গাইব না? তবে হ্যাঁ, কোনো পাকিস্তানি শিল্পীকে ডেকে যেন ডাবিং করিয়ে না নেওয়া হয়!’
সালমান অভিনীত ‘জুড়ওয়া’ সিনেমায় অভিজিৎ ভট্টাচার্য গেয়েছিলেন ‘তান তানা তান’ গানটি। পরে সালমানের আর কোনো সিনেমায় গান করেননি তিনি। পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার সুযোগ দেন সালমান, আর এর জন্যই বলিউড ভাইজানের ওপর তাঁর ক্ষোভ জমতে থাকে।
অরিজিৎ সিংয়ের বদলে সালমান যখন রাহাত ফাতেহ আলি খানকে দিয়ে গান করান, তখনো সমালোচনা করেছিলেন অভিজিৎ।
তবে খানদের মধ্যে শাহরুখ খানই একমাত্র প্রকৃত দেশপ্রেমী—এমনটাই মনে করেন অভিজিৎ। যখন শাহরুখকে ‘অ্যান্টি ন্যাশনাল’ বলে আক্রমণ করা হয়েছিল, তখন শাহরুখের পক্ষে কথা বলেছিলেন অভিজিৎ। হিন্দি সিনেমায় একসময় শাহরুখ খানের কণ্ঠ বলা হতো গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে। দীর্ঘদিন ধরে শাহরুখের গানে এই গায়ক অনুপস্থিত।
তবে এর জন্য তিনি দায়ী করছেন ইন্ডাস্ট্রির সুরকারদের। অভিজিতের কথায়, ‘কিছু সুরকার আছেন, যাঁরা শাহরুখের সিনেমায় কাজের সুযোগ পেলেই ঠিক করে রাখেন আমাকে বাদ দেবেন বলে। তাঁরা আবার আমার বন্ধু। কারণ এ ভাবেই ইন্ডাস্ট্রি চলে।’
সালমান খান ও গায়ক অভিজিৎ ভট্টাচার্যের দ্বন্দ্ব বেশ পুরোনো। পাকিস্তানি শিল্পীদের সুযোগ দেন বলে সালমানের বিরুদ্ধে একসময় ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিজিৎ। বলিউড ভাইজানের জন্য আর কোনো দিন গাইবেন না—এমন কথাও জানিয়েছিলেন তিনি। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সালমানের জন্য আবার গাইতে পারেন তিনি, তবে এর জন্য দিয়েছেন এক শর্ত।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিতের কাছে প্রশ্ন রাখা হয় সালমানের জন্য কি আর কোনো দিন গাইবেন তিনি? এই প্রশ্নের জবাবে জানান, সালমানের জন্য তিনি নিশ্চয়ই গাইবেন, যদি কিছু শর্ত মানা হয়। অভিজিতের কথায়, ‘কেন গাইব না? তবে হ্যাঁ, কোনো পাকিস্তানি শিল্পীকে ডেকে যেন ডাবিং করিয়ে না নেওয়া হয়!’
সালমান অভিনীত ‘জুড়ওয়া’ সিনেমায় অভিজিৎ ভট্টাচার্য গেয়েছিলেন ‘তান তানা তান’ গানটি। পরে সালমানের আর কোনো সিনেমায় গান করেননি তিনি। পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার সুযোগ দেন সালমান, আর এর জন্যই বলিউড ভাইজানের ওপর তাঁর ক্ষোভ জমতে থাকে।
অরিজিৎ সিংয়ের বদলে সালমান যখন রাহাত ফাতেহ আলি খানকে দিয়ে গান করান, তখনো সমালোচনা করেছিলেন অভিজিৎ।
তবে খানদের মধ্যে শাহরুখ খানই একমাত্র প্রকৃত দেশপ্রেমী—এমনটাই মনে করেন অভিজিৎ। যখন শাহরুখকে ‘অ্যান্টি ন্যাশনাল’ বলে আক্রমণ করা হয়েছিল, তখন শাহরুখের পক্ষে কথা বলেছিলেন অভিজিৎ। হিন্দি সিনেমায় একসময় শাহরুখ খানের কণ্ঠ বলা হতো গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে। দীর্ঘদিন ধরে শাহরুখের গানে এই গায়ক অনুপস্থিত।
তবে এর জন্য তিনি দায়ী করছেন ইন্ডাস্ট্রির সুরকারদের। অভিজিতের কথায়, ‘কিছু সুরকার আছেন, যাঁরা শাহরুখের সিনেমায় কাজের সুযোগ পেলেই ঠিক করে রাখেন আমাকে বাদ দেবেন বলে। তাঁরা আবার আমার বন্ধু। কারণ এ ভাবেই ইন্ডাস্ট্রি চলে।’
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
১ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
১ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
১ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
১ ঘণ্টা আগে