অনলাই ডেস্ক
দক্ষিণী পরিচালক অ্যাটলি মানেই বক্স অফিসে রেকর্ড ব্যবসা। গত বছর শাহরুখের ‘জওয়ান’-এর প্রমাণ। এবার অ্য়াটলির সঙ্গে জুটি বাঁধলেন বলিউডের সুপারস্টার সালমান খান। অ্য়াটলির সিনেমায় দেখা যাবে ভাইজানকে। শুধু তাই-ই নয়, ভাইজানের সঙ্গে রজনীকান্ত, কমল হাসানকেও দেখা যাবে এমন খবর শোনা যাচ্ছে।
জানা গেছে, সালমান খান, রজনীকান্ত, কমল হাসানকে অ্য়াটলির নতুন সিনেমায় এক ফ্রেমে দেখা যাবে। ইতিমধ্যে এই তিন তারকার চিত্রনাট্য পড়া শেষ। এমনকি অন্যান্য কাস্টিং কাজও শুরু হয়ে গেছে। নতুন বছরেই শুরু হবে সিনেমার কাজ। এমনকি সিনেমার জন্য সালমান একেবারেই রাজি। তবে এখনো রজনীকান্ত ও কমল হাসান নিশ্চিত করেননি। তবে অ্যাটলি ঘনিষ্ঠ সূত্র বলছেন, রজনী বা কমলের মধ্যে কেউ একজন হ্যাঁ করলেই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। জওয়ান-২ হিসেবেই নাকি তৈরি হচ্ছে সিনেমাটি। এমনকি, নামও নাকি রাখা হবে তাই।
আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে অ্যাটলির প্রযোজনায় ‘বেবিজন’। এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও জ্যাকি শ্রফ। ইতিমধ্যে হইচই ফেলে দিয়েছে সিনেমার ট্রেলার। এরই মধ্যে নতুন ছবির ঘোষণা করে ফেললেন অ্য়াটলি।
সালমান এখন ব্যস্ত রয়েছে তাঁর নতুন ছবি ‘সিকন্দর’-এর শুটিংয়ে। এই সিনেমায় রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধছেন ভাইজান। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেঠিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি তিনিও রয়েছেন প্রযোজনায়।
দক্ষিণী পরিচালক অ্যাটলি মানেই বক্স অফিসে রেকর্ড ব্যবসা। গত বছর শাহরুখের ‘জওয়ান’-এর প্রমাণ। এবার অ্য়াটলির সঙ্গে জুটি বাঁধলেন বলিউডের সুপারস্টার সালমান খান। অ্য়াটলির সিনেমায় দেখা যাবে ভাইজানকে। শুধু তাই-ই নয়, ভাইজানের সঙ্গে রজনীকান্ত, কমল হাসানকেও দেখা যাবে এমন খবর শোনা যাচ্ছে।
জানা গেছে, সালমান খান, রজনীকান্ত, কমল হাসানকে অ্য়াটলির নতুন সিনেমায় এক ফ্রেমে দেখা যাবে। ইতিমধ্যে এই তিন তারকার চিত্রনাট্য পড়া শেষ। এমনকি অন্যান্য কাস্টিং কাজও শুরু হয়ে গেছে। নতুন বছরেই শুরু হবে সিনেমার কাজ। এমনকি সিনেমার জন্য সালমান একেবারেই রাজি। তবে এখনো রজনীকান্ত ও কমল হাসান নিশ্চিত করেননি। তবে অ্যাটলি ঘনিষ্ঠ সূত্র বলছেন, রজনী বা কমলের মধ্যে কেউ একজন হ্যাঁ করলেই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। জওয়ান-২ হিসেবেই নাকি তৈরি হচ্ছে সিনেমাটি। এমনকি, নামও নাকি রাখা হবে তাই।
আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে অ্যাটলির প্রযোজনায় ‘বেবিজন’। এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও জ্যাকি শ্রফ। ইতিমধ্যে হইচই ফেলে দিয়েছে সিনেমার ট্রেলার। এরই মধ্যে নতুন ছবির ঘোষণা করে ফেললেন অ্য়াটলি।
সালমান এখন ব্যস্ত রয়েছে তাঁর নতুন ছবি ‘সিকন্দর’-এর শুটিংয়ে। এই সিনেমায় রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধছেন ভাইজান। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেঠিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি তিনিও রয়েছেন প্রযোজনায়।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
২ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৭ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে