আট কোটি রুপি মূল্যের নতুন গাড়ি কিনলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এই জেট-ব্ল্যাক বেন্টলি কন্টিনেন্টাল গাড়ির ছবি দেখেই প্রেমে পড়েছেন নেটিজেনরা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় নিজের নতুন গাড়ি চালিয়ে যাচ্ছেন রণবীর। বাড়ির কাছে বান্দ্রা এলাকায় গাড়ি চালাচ্ছিলেন তিনি।
গাড়ির প্রতি রণবীরের প্রেম নতুন কিছু নয়। তাঁর গাড়ির সংগ্রহশালায় রয়েছে বিশ্বের দামি ও জনপ্রিয় কিছু মডেল। নায়কের একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি আছে। যার দাম প্রায় সাড়ে তিন কোটি রুপি। প্রায় দু’ কোটি রুপি দামের অওডি রয়েছে তাঁর।
এ ছাড়া রণবীরের প্রায় আড়াই কোটি রুপি দামের একটি মার্সিডিজ আছে। অওডি আরএইট আছে যার দাম প্রায় তিন কোটি রুপি।
শুধু রণবীর নন, আলিয়াও লাক্সারি কার পছন্দ করেন। নায়িকার রেঞ্জ রোভার ভোগ আছে, যার দাম প্রায় তিন কোটি রুপি। অওডি এ৬ আছে যার দাম ৭০ লাখ রুপি। প্রায় দু’ কোটি রুপি মূল্যের বিএমডব্লিউ ৭-সিরিজ আছে। আর আছে অওডি কিউ ৫ (৭৯ লাখ রুপি) আর অওডি কিউ ৭ (৯৪ লাখ রুপি)।
গাড়ির পাশাপাশি বাড়ির শখও আছে দম্পতির। বান্দ্রায় ‘বাস্তু’তে আপাতত থাকলেও নতুন বাংলো বানাচ্ছেন তাঁরা। কিছুদিন আগে রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে বাড়ির কাজ দেখতেও গিয়েছিলেন রণবীর-আলিয়া।
‘অ্যানিমেল’ ব্লকবাস্টার হিট হওয়ার পর বেশ খোশমেজাজেই আছেন রণবীর। আনুষ্ঠানিকভাবে নতুন কোনও সিনেমার শুটিং এর ঘোষণা হয়নি এখনো। তাই অনুরাগীরাও অপেক্ষায় আছেন তাঁকে কবে আবার বড়পর্দায় দেখা যাবে তা জানার জন্য।
সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ফের জুটি বাঁধবেন রণবীর আর আলিয়া ভাট, তা অবশ্য জানা গিয়েছে ইতিমধ্যেই। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহও রয়েছে। এতে আরও অভিনয় করবেন ভিকি কৌশল।
আট কোটি রুপি মূল্যের নতুন গাড়ি কিনলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এই জেট-ব্ল্যাক বেন্টলি কন্টিনেন্টাল গাড়ির ছবি দেখেই প্রেমে পড়েছেন নেটিজেনরা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় নিজের নতুন গাড়ি চালিয়ে যাচ্ছেন রণবীর। বাড়ির কাছে বান্দ্রা এলাকায় গাড়ি চালাচ্ছিলেন তিনি।
গাড়ির প্রতি রণবীরের প্রেম নতুন কিছু নয়। তাঁর গাড়ির সংগ্রহশালায় রয়েছে বিশ্বের দামি ও জনপ্রিয় কিছু মডেল। নায়কের একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি আছে। যার দাম প্রায় সাড়ে তিন কোটি রুপি। প্রায় দু’ কোটি রুপি দামের অওডি রয়েছে তাঁর।
এ ছাড়া রণবীরের প্রায় আড়াই কোটি রুপি দামের একটি মার্সিডিজ আছে। অওডি আরএইট আছে যার দাম প্রায় তিন কোটি রুপি।
শুধু রণবীর নন, আলিয়াও লাক্সারি কার পছন্দ করেন। নায়িকার রেঞ্জ রোভার ভোগ আছে, যার দাম প্রায় তিন কোটি রুপি। অওডি এ৬ আছে যার দাম ৭০ লাখ রুপি। প্রায় দু’ কোটি রুপি মূল্যের বিএমডব্লিউ ৭-সিরিজ আছে। আর আছে অওডি কিউ ৫ (৭৯ লাখ রুপি) আর অওডি কিউ ৭ (৯৪ লাখ রুপি)।
গাড়ির পাশাপাশি বাড়ির শখও আছে দম্পতির। বান্দ্রায় ‘বাস্তু’তে আপাতত থাকলেও নতুন বাংলো বানাচ্ছেন তাঁরা। কিছুদিন আগে রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে বাড়ির কাজ দেখতেও গিয়েছিলেন রণবীর-আলিয়া।
‘অ্যানিমেল’ ব্লকবাস্টার হিট হওয়ার পর বেশ খোশমেজাজেই আছেন রণবীর। আনুষ্ঠানিকভাবে নতুন কোনও সিনেমার শুটিং এর ঘোষণা হয়নি এখনো। তাই অনুরাগীরাও অপেক্ষায় আছেন তাঁকে কবে আবার বড়পর্দায় দেখা যাবে তা জানার জন্য।
সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ফের জুটি বাঁধবেন রণবীর আর আলিয়া ভাট, তা অবশ্য জানা গিয়েছে ইতিমধ্যেই। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহও রয়েছে। এতে আরও অভিনয় করবেন ভিকি কৌশল।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৫ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২০ ঘণ্টা আগে