আট কোটি রুপি মূল্যের নতুন গাড়ি কিনলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এই জেট-ব্ল্যাক বেন্টলি কন্টিনেন্টাল গাড়ির ছবি দেখেই প্রেমে পড়েছেন নেটিজেনরা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় নিজের নতুন গাড়ি চালিয়ে যাচ্ছেন রণবীর। বাড়ির কাছে বান্দ্রা এলাকায় গাড়ি চালাচ্ছিলেন তিনি।
গাড়ির প্রতি রণবীরের প্রেম নতুন কিছু নয়। তাঁর গাড়ির সংগ্রহশালায় রয়েছে বিশ্বের দামি ও জনপ্রিয় কিছু মডেল। নায়কের একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি আছে। যার দাম প্রায় সাড়ে তিন কোটি রুপি। প্রায় দু’ কোটি রুপি দামের অওডি রয়েছে তাঁর।
এ ছাড়া রণবীরের প্রায় আড়াই কোটি রুপি দামের একটি মার্সিডিজ আছে। অওডি আরএইট আছে যার দাম প্রায় তিন কোটি রুপি।
শুধু রণবীর নন, আলিয়াও লাক্সারি কার পছন্দ করেন। নায়িকার রেঞ্জ রোভার ভোগ আছে, যার দাম প্রায় তিন কোটি রুপি। অওডি এ৬ আছে যার দাম ৭০ লাখ রুপি। প্রায় দু’ কোটি রুপি মূল্যের বিএমডব্লিউ ৭-সিরিজ আছে। আর আছে অওডি কিউ ৫ (৭৯ লাখ রুপি) আর অওডি কিউ ৭ (৯৪ লাখ রুপি)।
গাড়ির পাশাপাশি বাড়ির শখও আছে দম্পতির। বান্দ্রায় ‘বাস্তু’তে আপাতত থাকলেও নতুন বাংলো বানাচ্ছেন তাঁরা। কিছুদিন আগে রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে বাড়ির কাজ দেখতেও গিয়েছিলেন রণবীর-আলিয়া।
‘অ্যানিমেল’ ব্লকবাস্টার হিট হওয়ার পর বেশ খোশমেজাজেই আছেন রণবীর। আনুষ্ঠানিকভাবে নতুন কোনও সিনেমার শুটিং এর ঘোষণা হয়নি এখনো। তাই অনুরাগীরাও অপেক্ষায় আছেন তাঁকে কবে আবার বড়পর্দায় দেখা যাবে তা জানার জন্য।
সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ফের জুটি বাঁধবেন রণবীর আর আলিয়া ভাট, তা অবশ্য জানা গিয়েছে ইতিমধ্যেই। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহও রয়েছে। এতে আরও অভিনয় করবেন ভিকি কৌশল।
আট কোটি রুপি মূল্যের নতুন গাড়ি কিনলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এই জেট-ব্ল্যাক বেন্টলি কন্টিনেন্টাল গাড়ির ছবি দেখেই প্রেমে পড়েছেন নেটিজেনরা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় নিজের নতুন গাড়ি চালিয়ে যাচ্ছেন রণবীর। বাড়ির কাছে বান্দ্রা এলাকায় গাড়ি চালাচ্ছিলেন তিনি।
গাড়ির প্রতি রণবীরের প্রেম নতুন কিছু নয়। তাঁর গাড়ির সংগ্রহশালায় রয়েছে বিশ্বের দামি ও জনপ্রিয় কিছু মডেল। নায়কের একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি আছে। যার দাম প্রায় সাড়ে তিন কোটি রুপি। প্রায় দু’ কোটি রুপি দামের অওডি রয়েছে তাঁর।
এ ছাড়া রণবীরের প্রায় আড়াই কোটি রুপি দামের একটি মার্সিডিজ আছে। অওডি আরএইট আছে যার দাম প্রায় তিন কোটি রুপি।
শুধু রণবীর নন, আলিয়াও লাক্সারি কার পছন্দ করেন। নায়িকার রেঞ্জ রোভার ভোগ আছে, যার দাম প্রায় তিন কোটি রুপি। অওডি এ৬ আছে যার দাম ৭০ লাখ রুপি। প্রায় দু’ কোটি রুপি মূল্যের বিএমডব্লিউ ৭-সিরিজ আছে। আর আছে অওডি কিউ ৫ (৭৯ লাখ রুপি) আর অওডি কিউ ৭ (৯৪ লাখ রুপি)।
গাড়ির পাশাপাশি বাড়ির শখও আছে দম্পতির। বান্দ্রায় ‘বাস্তু’তে আপাতত থাকলেও নতুন বাংলো বানাচ্ছেন তাঁরা। কিছুদিন আগে রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে বাড়ির কাজ দেখতেও গিয়েছিলেন রণবীর-আলিয়া।
‘অ্যানিমেল’ ব্লকবাস্টার হিট হওয়ার পর বেশ খোশমেজাজেই আছেন রণবীর। আনুষ্ঠানিকভাবে নতুন কোনও সিনেমার শুটিং এর ঘোষণা হয়নি এখনো। তাই অনুরাগীরাও অপেক্ষায় আছেন তাঁকে কবে আবার বড়পর্দায় দেখা যাবে তা জানার জন্য।
সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ফের জুটি বাঁধবেন রণবীর আর আলিয়া ভাট, তা অবশ্য জানা গিয়েছে ইতিমধ্যেই। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহও রয়েছে। এতে আরও অভিনয় করবেন ভিকি কৌশল।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৫ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৬ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৭ ঘণ্টা আগে