আট কোটি রুপি মূল্যের নতুন গাড়ি কিনলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এই জেট-ব্ল্যাক বেন্টলি কন্টিনেন্টাল গাড়ির ছবি দেখেই প্রেমে পড়েছেন নেটিজেনরা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় নিজের নতুন গাড়ি চালিয়ে যাচ্ছেন রণবীর। বাড়ির কাছে বান্দ্রা এলাকায় গাড়ি চালাচ্ছিলেন তিনি।
গাড়ির প্রতি রণবীরের প্রেম নতুন কিছু নয়। তাঁর গাড়ির সংগ্রহশালায় রয়েছে বিশ্বের দামি ও জনপ্রিয় কিছু মডেল। নায়কের একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি আছে। যার দাম প্রায় সাড়ে তিন কোটি রুপি। প্রায় দু’ কোটি রুপি দামের অওডি রয়েছে তাঁর।
এ ছাড়া রণবীরের প্রায় আড়াই কোটি রুপি দামের একটি মার্সিডিজ আছে। অওডি আরএইট আছে যার দাম প্রায় তিন কোটি রুপি।
শুধু রণবীর নন, আলিয়াও লাক্সারি কার পছন্দ করেন। নায়িকার রেঞ্জ রোভার ভোগ আছে, যার দাম প্রায় তিন কোটি রুপি। অওডি এ৬ আছে যার দাম ৭০ লাখ রুপি। প্রায় দু’ কোটি রুপি মূল্যের বিএমডব্লিউ ৭-সিরিজ আছে। আর আছে অওডি কিউ ৫ (৭৯ লাখ রুপি) আর অওডি কিউ ৭ (৯৪ লাখ রুপি)।
গাড়ির পাশাপাশি বাড়ির শখও আছে দম্পতির। বান্দ্রায় ‘বাস্তু’তে আপাতত থাকলেও নতুন বাংলো বানাচ্ছেন তাঁরা। কিছুদিন আগে রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে বাড়ির কাজ দেখতেও গিয়েছিলেন রণবীর-আলিয়া।
‘অ্যানিমেল’ ব্লকবাস্টার হিট হওয়ার পর বেশ খোশমেজাজেই আছেন রণবীর। আনুষ্ঠানিকভাবে নতুন কোনও সিনেমার শুটিং এর ঘোষণা হয়নি এখনো। তাই অনুরাগীরাও অপেক্ষায় আছেন তাঁকে কবে আবার বড়পর্দায় দেখা যাবে তা জানার জন্য।
সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ফের জুটি বাঁধবেন রণবীর আর আলিয়া ভাট, তা অবশ্য জানা গিয়েছে ইতিমধ্যেই। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহও রয়েছে। এতে আরও অভিনয় করবেন ভিকি কৌশল।
আট কোটি রুপি মূল্যের নতুন গাড়ি কিনলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এই জেট-ব্ল্যাক বেন্টলি কন্টিনেন্টাল গাড়ির ছবি দেখেই প্রেমে পড়েছেন নেটিজেনরা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় নিজের নতুন গাড়ি চালিয়ে যাচ্ছেন রণবীর। বাড়ির কাছে বান্দ্রা এলাকায় গাড়ি চালাচ্ছিলেন তিনি।
গাড়ির প্রতি রণবীরের প্রেম নতুন কিছু নয়। তাঁর গাড়ির সংগ্রহশালায় রয়েছে বিশ্বের দামি ও জনপ্রিয় কিছু মডেল। নায়কের একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি আছে। যার দাম প্রায় সাড়ে তিন কোটি রুপি। প্রায় দু’ কোটি রুপি দামের অওডি রয়েছে তাঁর।
এ ছাড়া রণবীরের প্রায় আড়াই কোটি রুপি দামের একটি মার্সিডিজ আছে। অওডি আরএইট আছে যার দাম প্রায় তিন কোটি রুপি।
শুধু রণবীর নন, আলিয়াও লাক্সারি কার পছন্দ করেন। নায়িকার রেঞ্জ রোভার ভোগ আছে, যার দাম প্রায় তিন কোটি রুপি। অওডি এ৬ আছে যার দাম ৭০ লাখ রুপি। প্রায় দু’ কোটি রুপি মূল্যের বিএমডব্লিউ ৭-সিরিজ আছে। আর আছে অওডি কিউ ৫ (৭৯ লাখ রুপি) আর অওডি কিউ ৭ (৯৪ লাখ রুপি)।
গাড়ির পাশাপাশি বাড়ির শখও আছে দম্পতির। বান্দ্রায় ‘বাস্তু’তে আপাতত থাকলেও নতুন বাংলো বানাচ্ছেন তাঁরা। কিছুদিন আগে রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে বাড়ির কাজ দেখতেও গিয়েছিলেন রণবীর-আলিয়া।
‘অ্যানিমেল’ ব্লকবাস্টার হিট হওয়ার পর বেশ খোশমেজাজেই আছেন রণবীর। আনুষ্ঠানিকভাবে নতুন কোনও সিনেমার শুটিং এর ঘোষণা হয়নি এখনো। তাই অনুরাগীরাও অপেক্ষায় আছেন তাঁকে কবে আবার বড়পর্দায় দেখা যাবে তা জানার জন্য।
সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ফের জুটি বাঁধবেন রণবীর আর আলিয়া ভাট, তা অবশ্য জানা গিয়েছে ইতিমধ্যেই। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহও রয়েছে। এতে আরও অভিনয় করবেন ভিকি কৌশল।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১০ ঘণ্টা আগে