Ajker Patrika

‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর প্রচারে দিল্লিতে তারকারা

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৪: ৫১
‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর প্রচারে দিল্লিতে তারকারা

‘কেজিএফ চ্যাপ্টার ২’ মুক্তির জন্য অধীর অপেক্ষায় ভক্তরা। আগামী ১৪ এপ্রিল ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এর মধ্যে জোর প্রচারে নেমেছেন সংশ্লিষ্ট তারকারা। সবশেষ ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর প্রচারের জন্য দিল্লিতে অবস্থান করছেন যশ, সঞ্জয় দত্ত, রাভিনা টেন্ডন ও শ্রীনিধি শেঠী।

দিল্লিতে প্রচারে আসার পর তাঁদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্যাজুয়াল শার্ট-প্যান্টের সঙ্গে অ্যাংকেল বুটে বরাবরের মতো আকর্ষণীয় যশ। অন্যদিকে প্রিন্টেড পোশাক বেছে নিয়েছেন সঞ্জয় দত্ত, রাভিনা ও শ্রীনিধি।

দক্ষিণ ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ মুক্তির আগেই বেশ সাড়া ফেলেছে। গত রোববার সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারেই স্পষ্ট রেকর্ড ভাঙার ইঙ্গিত। ২ মিনিট ৫৬ সেকেন্ডের ট্রেলারটির পুরোটা জুড়েই অ্যাকশন।

 ‘কেজিএফ: চ্যাপ্টার ২ ’ এর প্রচারে দিল্লিতে যশ, সঞ্জয় দত্ত, রাভিনা টেন্ডন ও শ্রীনিধি শেঠীহিন্দি, কন্নড়, তেলুগু, তামিল, মালায়লাম মিলিয়ে মোট পাঁচটি ভাষায় প্রকাশ পাওয়া ট্রেলারটি এক দিনেই ভিউ ছাড়ায় ১০৯ মিলিয়ন, যা ভারতীয় সিনেমার ইতিহাসে আগে কখনোই দেখা যায়নি। চলচ্চিত্রবোদ্ধাদের ধারণা, মুক্তির পর বলিউড বক্স অফিসের অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। 

এর আগে ২০১৮ সালে মুক্তি পায় সিনেমার প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। সে সময় সিনেমাটি এতটাই দর্শকপ্রিয়তা পায় যে দ্বিতীয় কিস্তির অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমাপ্রেমীরা। ‘কেজিএফ’-এর কাহিনি মূলত ১৯৭০ থেকে ১৯৮০-র দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টার হওয়ার নানা কাহিনিকে ঘিরেই আবর্তিত এর চিত্রনাট্য, যেখানে মূল ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশকে দেখা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...