Ajker Patrika

রণবীরের কোন স্বভাবে ক্ষেপে যান দীপিকা

রণবীরের কোন স্বভাবে ক্ষেপে যান দীপিকা

একটি নয়, স্বামী রণবীর সিংকে নিয়ে দুটি গুরত্বপূর্ণ তথ্য জানালেন বলিউড অভিনেতা দীপিকা পাড়ুকোন। জানালেন, রণবীরের কোন স্বভাব দেখে রেগে যান এবং কোনটি বিশেষভাবে ভালো লাগে।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘সত্যি কথা বলতে রণবীরের উপর ক্ষেপে যাবো এমন কোনও কিছু ও সাধারণত করে না। তবে হ্যা, খুব তাড়াতাড়ি খাবার খায়। এমনও হয়, ডিনার করতে বসেছি আর অর্ধেক খাওয়াও হয়নি। ওদিকে নিজের পুরো খাবার ততক্ষণে শেষ করে ফেলেছে রণবীর! তাতে বড্ড বিরক্ত হই। এছাড়া তেমন কিছু করে না রণবীর।’

তবে রণবীরের একটা ব্যাপার ভীষণ পছন্দও করেন এই অভিনেত্রী। বলেন, ‘রণবীরের যে ব্যাপারটি আমার সবচেয়ে পছন্দ তা হলো ও আবেগপ্রবণ। আর ভালোবাসার মানুষগুলোর যত্ন প্রতিদিন নিতে পারে। রণবীরের এই স্বভাবের জন্যেই ওর প্রেমে প্রতিদিন পড়ি।’

অন্যদিকে, সুযোগ পেলে বউয়ের প্রশংসা করতে হাতছাড়া করেন না রণবীর, তেমনই দীপিকার সিনেমার প্রচারেও কোনও কমতি রাখছেন না রণবীর। বুধবার প্রকাশ হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা দীপিকার ছবি ‘গেহরাইয়া’র নতুন গান ‘বেকাবু’। সেই গান চালিয়েই গাড়িতে নাচছিলেন রণবীর-দীপিকা। আর সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন দীপিকার স্বামী।

পোস্টের ক্যাপশনে রণবীর লেখেন, ‘সব কুল কিডসরা আপতত এটাই করছে!’ সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন ‘বেকাবু’ আর ‘গেহরাইয়া’। পোস্টে কমেন্ট করেছেন দীপিকা। বলেন, ‘আমার সবচেয়ে বড় চিয়ারলিডার! আই লাভ ইউ’।

আজ (শুক্রবার) ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ‘গেহরাইয়া’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত