একটি নয়, স্বামী রণবীর সিংকে নিয়ে দুটি গুরত্বপূর্ণ তথ্য জানালেন বলিউড অভিনেতা দীপিকা পাড়ুকোন। জানালেন, রণবীরের কোন স্বভাব দেখে রেগে যান এবং কোনটি বিশেষভাবে ভালো লাগে।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘সত্যি কথা বলতে রণবীরের উপর ক্ষেপে যাবো এমন কোনও কিছু ও সাধারণত করে না। তবে হ্যা, খুব তাড়াতাড়ি খাবার খায়। এমনও হয়, ডিনার করতে বসেছি আর অর্ধেক খাওয়াও হয়নি। ওদিকে নিজের পুরো খাবার ততক্ষণে শেষ করে ফেলেছে রণবীর! তাতে বড্ড বিরক্ত হই। এছাড়া তেমন কিছু করে না রণবীর।’
তবে রণবীরের একটা ব্যাপার ভীষণ পছন্দও করেন এই অভিনেত্রী। বলেন, ‘রণবীরের যে ব্যাপারটি আমার সবচেয়ে পছন্দ তা হলো ও আবেগপ্রবণ। আর ভালোবাসার মানুষগুলোর যত্ন প্রতিদিন নিতে পারে। রণবীরের এই স্বভাবের জন্যেই ওর প্রেমে প্রতিদিন পড়ি।’
অন্যদিকে, সুযোগ পেলে বউয়ের প্রশংসা করতে হাতছাড়া করেন না রণবীর, তেমনই দীপিকার সিনেমার প্রচারেও কোনও কমতি রাখছেন না রণবীর। বুধবার প্রকাশ হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা দীপিকার ছবি ‘গেহরাইয়া’র নতুন গান ‘বেকাবু’। সেই গান চালিয়েই গাড়িতে নাচছিলেন রণবীর-দীপিকা। আর সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন দীপিকার স্বামী।
পোস্টের ক্যাপশনে রণবীর লেখেন, ‘সব কুল কিডসরা আপতত এটাই করছে!’ সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন ‘বেকাবু’ আর ‘গেহরাইয়া’। পোস্টে কমেন্ট করেছেন দীপিকা। বলেন, ‘আমার সবচেয়ে বড় চিয়ারলিডার! আই লাভ ইউ’।
আজ (শুক্রবার) ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ‘গেহরাইয়া’।
একটি নয়, স্বামী রণবীর সিংকে নিয়ে দুটি গুরত্বপূর্ণ তথ্য জানালেন বলিউড অভিনেতা দীপিকা পাড়ুকোন। জানালেন, রণবীরের কোন স্বভাব দেখে রেগে যান এবং কোনটি বিশেষভাবে ভালো লাগে।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘সত্যি কথা বলতে রণবীরের উপর ক্ষেপে যাবো এমন কোনও কিছু ও সাধারণত করে না। তবে হ্যা, খুব তাড়াতাড়ি খাবার খায়। এমনও হয়, ডিনার করতে বসেছি আর অর্ধেক খাওয়াও হয়নি। ওদিকে নিজের পুরো খাবার ততক্ষণে শেষ করে ফেলেছে রণবীর! তাতে বড্ড বিরক্ত হই। এছাড়া তেমন কিছু করে না রণবীর।’
তবে রণবীরের একটা ব্যাপার ভীষণ পছন্দও করেন এই অভিনেত্রী। বলেন, ‘রণবীরের যে ব্যাপারটি আমার সবচেয়ে পছন্দ তা হলো ও আবেগপ্রবণ। আর ভালোবাসার মানুষগুলোর যত্ন প্রতিদিন নিতে পারে। রণবীরের এই স্বভাবের জন্যেই ওর প্রেমে প্রতিদিন পড়ি।’
অন্যদিকে, সুযোগ পেলে বউয়ের প্রশংসা করতে হাতছাড়া করেন না রণবীর, তেমনই দীপিকার সিনেমার প্রচারেও কোনও কমতি রাখছেন না রণবীর। বুধবার প্রকাশ হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা দীপিকার ছবি ‘গেহরাইয়া’র নতুন গান ‘বেকাবু’। সেই গান চালিয়েই গাড়িতে নাচছিলেন রণবীর-দীপিকা। আর সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন দীপিকার স্বামী।
পোস্টের ক্যাপশনে রণবীর লেখেন, ‘সব কুল কিডসরা আপতত এটাই করছে!’ সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন ‘বেকাবু’ আর ‘গেহরাইয়া’। পোস্টে কমেন্ট করেছেন দীপিকা। বলেন, ‘আমার সবচেয়ে বড় চিয়ারলিডার! আই লাভ ইউ’।
আজ (শুক্রবার) ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ‘গেহরাইয়া’।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে