বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর। তাঁর সাফল্যের গল্প সবার জানা। অবশ্য নিজের সংগ্রামের দিনগুলোর কথা স্মরণ করতেও দ্বিধা করেন না অভিনেতা। এক সময় মাথা গোঁজার ঠাঁইটুকুও সংস্থান করতে পারেননি তিনি। পরিবার নিয়ে রণবীর কাপুরদের গ্যারেজে থাকতেন।
অনিল কাপুরের বাবা সুরিন্দর কাপুর ছিলেন পৃথ্বীরাজ কাপুরের চাচাতো ভাই। আর পৃথ্বীরাজ হলেন রণবীর কাপুরের বাবা ঋষি কাপুরের দাদা। অনিল যখন তাঁর পরিবারের সঙ্গে মুম্বাইতে চলে আসেন, তখন থাকার জায়গা ছিল। পরিবার নিয়ে কয়েক বছর পৃথ্বীরাজের গ্যারেজে থাকেন। পরে একটি ভাড়া বাসায় চলে যান। সেখানেই দীর্ঘদিন বসবাস করেছেন।
অনিল কাপুর অনেকবার এ নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি শুধু টাকার জন্য প্রথম কয়েকটি চলচ্চিত্রে স্বাক্ষর করেছিলাম। কারণ আমার পরিবারের গুরুতর আর্থিক সংকট ছিল। আমার দায়িত্ববোধ থেকে বেঁচে থাকার জন্য যা করতে হয়েছিল তা–ই করেছিলাম।’
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে অনিল কাপুর বলেন, ‘আমার পরিবার ও আমি ভাগ্যবান যে, সেই সময়গুলো পেছনে ফেলে আসতে পেরেছি। এরপর থেকে আমাদের পরিস্থিতি ভালো হতে শুরু করে। কিন্তু যদি আমাদের ভাগ্য আবার পরিবর্তন হয় এবং আমরা আবার খারাপ সময়ের মুখোমুখি হই, তাহলে আমার পরিবারের যত্ন নেওয়ার জন্য যা যা করা দরকার তা করার বিষয়ে আমি দুবার ভাবব না।’
অনিল কাপুরকে সর্বশেষ গত বছর রাজ মেহতার ‘জুগ জুগ জিয়ো’ সিনেমায় নীতু কাপুরের সঙ্গে পর্দা ভাগ করতে দেখা গেছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি।
এ বছর মুক্তি পাবে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত অনিল কাপুরের সিনেমা ‘অ্যানিমেল’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। এতে আরও অভিনয় করেছেন ববি দেওল ও পরিণীতি চোপড়া।
বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর। তাঁর সাফল্যের গল্প সবার জানা। অবশ্য নিজের সংগ্রামের দিনগুলোর কথা স্মরণ করতেও দ্বিধা করেন না অভিনেতা। এক সময় মাথা গোঁজার ঠাঁইটুকুও সংস্থান করতে পারেননি তিনি। পরিবার নিয়ে রণবীর কাপুরদের গ্যারেজে থাকতেন।
অনিল কাপুরের বাবা সুরিন্দর কাপুর ছিলেন পৃথ্বীরাজ কাপুরের চাচাতো ভাই। আর পৃথ্বীরাজ হলেন রণবীর কাপুরের বাবা ঋষি কাপুরের দাদা। অনিল যখন তাঁর পরিবারের সঙ্গে মুম্বাইতে চলে আসেন, তখন থাকার জায়গা ছিল। পরিবার নিয়ে কয়েক বছর পৃথ্বীরাজের গ্যারেজে থাকেন। পরে একটি ভাড়া বাসায় চলে যান। সেখানেই দীর্ঘদিন বসবাস করেছেন।
অনিল কাপুর অনেকবার এ নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি শুধু টাকার জন্য প্রথম কয়েকটি চলচ্চিত্রে স্বাক্ষর করেছিলাম। কারণ আমার পরিবারের গুরুতর আর্থিক সংকট ছিল। আমার দায়িত্ববোধ থেকে বেঁচে থাকার জন্য যা করতে হয়েছিল তা–ই করেছিলাম।’
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে অনিল কাপুর বলেন, ‘আমার পরিবার ও আমি ভাগ্যবান যে, সেই সময়গুলো পেছনে ফেলে আসতে পেরেছি। এরপর থেকে আমাদের পরিস্থিতি ভালো হতে শুরু করে। কিন্তু যদি আমাদের ভাগ্য আবার পরিবর্তন হয় এবং আমরা আবার খারাপ সময়ের মুখোমুখি হই, তাহলে আমার পরিবারের যত্ন নেওয়ার জন্য যা যা করা দরকার তা করার বিষয়ে আমি দুবার ভাবব না।’
অনিল কাপুরকে সর্বশেষ গত বছর রাজ মেহতার ‘জুগ জুগ জিয়ো’ সিনেমায় নীতু কাপুরের সঙ্গে পর্দা ভাগ করতে দেখা গেছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি।
এ বছর মুক্তি পাবে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত অনিল কাপুরের সিনেমা ‘অ্যানিমেল’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। এতে আরও অভিনয় করেছেন ববি দেওল ও পরিণীতি চোপড়া।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১১ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে