মুম্বাইয়ের কাছে খান্ডালায় থাকেন অভিনেতা সুনীল শেঠি। সেখানেই রয়েছে তাঁর বিলাসবহুল বাংলো ‘জাহান’। ইউটিউব শো ‘হোয়্যার দ্য হার্ট ইজ’-এ পাহাড়ের কোলে নিজের বাংলো ঘুরিয়ে দেখালেন এই বলিউড অভিনেতা।
ভিডিওর শুরুতে সুনীল শেঠিকে নিজের বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এরপরই বাড়ির বসার ঘর থেকে শুরু করে বাড়ির কোণা কোণা ঘুরে দেখান তিনি। নিজের বাড়ির অন্দরসজ্জায় সবুজের ছোঁয়া রেখেছেন। বিভিন্ন মূর্তি, সোফা, টেবিল-চেয়ার, উঁচু সিলিং, বুদ্ধ মূর্তির দেখা মিলেছে। তিনি জানান, নিজেকে মূলত প্রকৃতির কাছে রাখতে ভালোবাসেন অভিনেতা। তাই তো বাড়ির সজ্জাতেও রয়েছে সেই সবুজের ছোঁয়া।
ডাইনিং রুমে রয়েছে বড় কাঁচের টেবিল। বাড়ির ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। কাঁচ দিয়ে ঘেরা বাড়ির বেশিরভাগ জানালা। বাড়ির একটি ঘরের সিলিং পুরোপুরি খোলা যায়। ফলে সেখানে বসে যেমন প্রচুর সূর্যের আলো পাওয়া যায়। তেমনি সিলিং সরিয়ে রাতের চকচকে আকাশ, তারা সবটাই উপভোগ করা যায়।
বাড়ির একটা ঘরে আছে সিনেমার ছোঁয়া। বাড়ির ইন্টেরিয়ার ডিজাইন চোখ ধাঁধাবে আপনার। রয়েছে বড় সুইমিং পুলও। খান্ডালায় এই আলিশান বাংলোয় পরিবারকে সঙ্গে নিয়ে থাকেন অভিনেতা। পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে তাঁর এই বাংলো। রয়েছে বিরাট বাগান। মনের মতো করে নিজের বাংলো সাজিয়ে তুলেছেন অভিনেতা।
মুম্বাইয়ের কাছে খান্ডালায় থাকেন অভিনেতা সুনীল শেঠি। সেখানেই রয়েছে তাঁর বিলাসবহুল বাংলো ‘জাহান’। ইউটিউব শো ‘হোয়্যার দ্য হার্ট ইজ’-এ পাহাড়ের কোলে নিজের বাংলো ঘুরিয়ে দেখালেন এই বলিউড অভিনেতা।
ভিডিওর শুরুতে সুনীল শেঠিকে নিজের বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এরপরই বাড়ির বসার ঘর থেকে শুরু করে বাড়ির কোণা কোণা ঘুরে দেখান তিনি। নিজের বাড়ির অন্দরসজ্জায় সবুজের ছোঁয়া রেখেছেন। বিভিন্ন মূর্তি, সোফা, টেবিল-চেয়ার, উঁচু সিলিং, বুদ্ধ মূর্তির দেখা মিলেছে। তিনি জানান, নিজেকে মূলত প্রকৃতির কাছে রাখতে ভালোবাসেন অভিনেতা। তাই তো বাড়ির সজ্জাতেও রয়েছে সেই সবুজের ছোঁয়া।
ডাইনিং রুমে রয়েছে বড় কাঁচের টেবিল। বাড়ির ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। কাঁচ দিয়ে ঘেরা বাড়ির বেশিরভাগ জানালা। বাড়ির একটি ঘরের সিলিং পুরোপুরি খোলা যায়। ফলে সেখানে বসে যেমন প্রচুর সূর্যের আলো পাওয়া যায়। তেমনি সিলিং সরিয়ে রাতের চকচকে আকাশ, তারা সবটাই উপভোগ করা যায়।
বাড়ির একটা ঘরে আছে সিনেমার ছোঁয়া। বাড়ির ইন্টেরিয়ার ডিজাইন চোখ ধাঁধাবে আপনার। রয়েছে বড় সুইমিং পুলও। খান্ডালায় এই আলিশান বাংলোয় পরিবারকে সঙ্গে নিয়ে থাকেন অভিনেতা। পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে তাঁর এই বাংলো। রয়েছে বিরাট বাগান। মনের মতো করে নিজের বাংলো সাজিয়ে তুলেছেন অভিনেতা।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৩৬ মিনিট আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১০ ঘণ্টা আগে