মুম্বাইয়ের কাছে খান্ডালায় থাকেন অভিনেতা সুনীল শেঠি। সেখানেই রয়েছে তাঁর বিলাসবহুল বাংলো ‘জাহান’। ইউটিউব শো ‘হোয়্যার দ্য হার্ট ইজ’-এ পাহাড়ের কোলে নিজের বাংলো ঘুরিয়ে দেখালেন এই বলিউড অভিনেতা।
ভিডিওর শুরুতে সুনীল শেঠিকে নিজের বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এরপরই বাড়ির বসার ঘর থেকে শুরু করে বাড়ির কোণা কোণা ঘুরে দেখান তিনি। নিজের বাড়ির অন্দরসজ্জায় সবুজের ছোঁয়া রেখেছেন। বিভিন্ন মূর্তি, সোফা, টেবিল-চেয়ার, উঁচু সিলিং, বুদ্ধ মূর্তির দেখা মিলেছে। তিনি জানান, নিজেকে মূলত প্রকৃতির কাছে রাখতে ভালোবাসেন অভিনেতা। তাই তো বাড়ির সজ্জাতেও রয়েছে সেই সবুজের ছোঁয়া।
ডাইনিং রুমে রয়েছে বড় কাঁচের টেবিল। বাড়ির ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। কাঁচ দিয়ে ঘেরা বাড়ির বেশিরভাগ জানালা। বাড়ির একটি ঘরের সিলিং পুরোপুরি খোলা যায়। ফলে সেখানে বসে যেমন প্রচুর সূর্যের আলো পাওয়া যায়। তেমনি সিলিং সরিয়ে রাতের চকচকে আকাশ, তারা সবটাই উপভোগ করা যায়।
বাড়ির একটা ঘরে আছে সিনেমার ছোঁয়া। বাড়ির ইন্টেরিয়ার ডিজাইন চোখ ধাঁধাবে আপনার। রয়েছে বড় সুইমিং পুলও। খান্ডালায় এই আলিশান বাংলোয় পরিবারকে সঙ্গে নিয়ে থাকেন অভিনেতা। পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে তাঁর এই বাংলো। রয়েছে বিরাট বাগান। মনের মতো করে নিজের বাংলো সাজিয়ে তুলেছেন অভিনেতা।
মুম্বাইয়ের কাছে খান্ডালায় থাকেন অভিনেতা সুনীল শেঠি। সেখানেই রয়েছে তাঁর বিলাসবহুল বাংলো ‘জাহান’। ইউটিউব শো ‘হোয়্যার দ্য হার্ট ইজ’-এ পাহাড়ের কোলে নিজের বাংলো ঘুরিয়ে দেখালেন এই বলিউড অভিনেতা।
ভিডিওর শুরুতে সুনীল শেঠিকে নিজের বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এরপরই বাড়ির বসার ঘর থেকে শুরু করে বাড়ির কোণা কোণা ঘুরে দেখান তিনি। নিজের বাড়ির অন্দরসজ্জায় সবুজের ছোঁয়া রেখেছেন। বিভিন্ন মূর্তি, সোফা, টেবিল-চেয়ার, উঁচু সিলিং, বুদ্ধ মূর্তির দেখা মিলেছে। তিনি জানান, নিজেকে মূলত প্রকৃতির কাছে রাখতে ভালোবাসেন অভিনেতা। তাই তো বাড়ির সজ্জাতেও রয়েছে সেই সবুজের ছোঁয়া।
ডাইনিং রুমে রয়েছে বড় কাঁচের টেবিল। বাড়ির ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। কাঁচ দিয়ে ঘেরা বাড়ির বেশিরভাগ জানালা। বাড়ির একটি ঘরের সিলিং পুরোপুরি খোলা যায়। ফলে সেখানে বসে যেমন প্রচুর সূর্যের আলো পাওয়া যায়। তেমনি সিলিং সরিয়ে রাতের চকচকে আকাশ, তারা সবটাই উপভোগ করা যায়।
বাড়ির একটা ঘরে আছে সিনেমার ছোঁয়া। বাড়ির ইন্টেরিয়ার ডিজাইন চোখ ধাঁধাবে আপনার। রয়েছে বড় সুইমিং পুলও। খান্ডালায় এই আলিশান বাংলোয় পরিবারকে সঙ্গে নিয়ে থাকেন অভিনেতা। পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে তাঁর এই বাংলো। রয়েছে বিরাট বাগান। মনের মতো করে নিজের বাংলো সাজিয়ে তুলেছেন অভিনেতা।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৮ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৬ ঘণ্টা আগে