নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এই সময়ের অন্যতম জনপ্রিয় দম্পতি বলা হত। কয়েকমাস আগে পাল্টে গিয়েছে নাগা-সামান্থার সম্পর্কের সমীকরণ। এখন তাঁরা প্রাক্তন! গত বছর অক্টোবরে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন দুজনে। যদিও তার মাস কয়েক আগে থেকেই বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল।
চার বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনে এখন নতুন পথের পথিক সামান্থা-নাগা। কিন্তু কেন ভাঙল তাঁদের সম্পর্ক? সেই নিয়ে জলঘোলা কম হয়নি। কিন্তু প্রকাশ্যে ডিভোর্স নিয়ে এতদিন মন্তব্য করেননি কেউ। অবশ্য ঘুরিয়ে ফিরিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন নাগার্জুন পুত্র। সম্প্রতি ‘বঙ্গরাজু’ ছবির প্রচারে গিয়ে বিচ্ছেদ নিয়ে মন্তব্য করেছেন নাগা চৈতন্য।
কী বলেছেন তিনি? নাগা জানান, ‘বিচ্ছেদ হওয়াটা কোনও খারাপ বিষয় নয়। সেটা একটা সম্মিলিত সিদ্ধান্ত ব্যক্তিগত সুখ-শান্তির জন্য। সে খুশি, আমিও খুশি। ওই পরিস্থিতিতে ডিভোর্সই সেরা সিদ্ধান্ত ছিল’।
কেন ভাঙল সামান্থা-নাগার ঘর? ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘পেশাই অন্তরায় হয়ে দাঁড়ায় দুজনের দাম্পত্য জীবনে। বাড়ির বউ সাহসী দৃশ্যে অভিনয় করবে, আইটেম গানে নাচবে তা চাননি নাগার্জুন ও তাঁর পরিবার। ছেলে নাগা চৈতন্য চেষ্টা করেছিল স্ত্রীকে বোঝানোর কিন্তু সমঝোতা করতে রাজি হননি। শ্বশুরবাড়ির এইসব বাধ্যবাধকতা মেনে না নেওয়ার কারণেই সংসার ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি।
‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে সামান্থার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় সহজভাবে নেয়নি আক্কিনেনি পরিবার, তা পরিষ্কার হয়েছিল নাগার কয়েক মাস আগের এক মন্তব্যে। তিনি বলেছিলেন, ‘আমি এমন কোনো কাজ করব না তা আমার পরিবারের পক্ষে সম্মানহানিকর। সেটা কেউ করবে তাও আমি মানতে পারবো না।’ স্ত্রীকেই এই বার্তা দিয়েছেন নাগা, তেমনটাই অনেকে দাবি করেন।
গত বছর ২রা অক্টোবর চার বছরের দাম্পত্য ইতি টানার ঘোষণা দেন নাগা-সামান্থা। যৌথ বিবৃতিতে তাঁরা লেখেন, ‘অনেক আলোচনা এবং চিন্তাভাবনার পর আমি এবং নাগা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক দশকেরও বেশি সময় ধরে আমরা বন্ধু। আমি বিশ্বাস করি, সেই বন্ধুত্বই আমাদের মধ্যে এক বিশেষ সম্পর্ককে বাঁচিয়ে রাখবে। এই কঠিন সময়ে আশা করি আমাদের শুভানুধ্যায়ী, বন্ধু এবং সংবাদমাধ্যম আমাদের সমর্থন করবে এবং গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করবে। পাশে থাকার জন্য ধন্যবাদ।’
ডিভোর্স নিয়ে সামান্থার কী মতামত? নায়িকা জানিয়েছিলেন, ‘ডিভোর্স একটা যন্ত্রণাদায়ক যাত্রা, দয়া করে আমাকে নিজের ক্ষত গুলো সারিয়ে তুলতে একটু একাকীত্ব থাকতে দিন। আমার উপর ব্যক্তি আক্রমণ চলছে। কিন্তু জেনে রাখুন কোনও কিছুই আমাকে ভাঙতে পারবে না’।
নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এই সময়ের অন্যতম জনপ্রিয় দম্পতি বলা হত। কয়েকমাস আগে পাল্টে গিয়েছে নাগা-সামান্থার সম্পর্কের সমীকরণ। এখন তাঁরা প্রাক্তন! গত বছর অক্টোবরে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন দুজনে। যদিও তার মাস কয়েক আগে থেকেই বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল।
চার বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনে এখন নতুন পথের পথিক সামান্থা-নাগা। কিন্তু কেন ভাঙল তাঁদের সম্পর্ক? সেই নিয়ে জলঘোলা কম হয়নি। কিন্তু প্রকাশ্যে ডিভোর্স নিয়ে এতদিন মন্তব্য করেননি কেউ। অবশ্য ঘুরিয়ে ফিরিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন নাগার্জুন পুত্র। সম্প্রতি ‘বঙ্গরাজু’ ছবির প্রচারে গিয়ে বিচ্ছেদ নিয়ে মন্তব্য করেছেন নাগা চৈতন্য।
কী বলেছেন তিনি? নাগা জানান, ‘বিচ্ছেদ হওয়াটা কোনও খারাপ বিষয় নয়। সেটা একটা সম্মিলিত সিদ্ধান্ত ব্যক্তিগত সুখ-শান্তির জন্য। সে খুশি, আমিও খুশি। ওই পরিস্থিতিতে ডিভোর্সই সেরা সিদ্ধান্ত ছিল’।
কেন ভাঙল সামান্থা-নাগার ঘর? ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘পেশাই অন্তরায় হয়ে দাঁড়ায় দুজনের দাম্পত্য জীবনে। বাড়ির বউ সাহসী দৃশ্যে অভিনয় করবে, আইটেম গানে নাচবে তা চাননি নাগার্জুন ও তাঁর পরিবার। ছেলে নাগা চৈতন্য চেষ্টা করেছিল স্ত্রীকে বোঝানোর কিন্তু সমঝোতা করতে রাজি হননি। শ্বশুরবাড়ির এইসব বাধ্যবাধকতা মেনে না নেওয়ার কারণেই সংসার ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি।
‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে সামান্থার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় সহজভাবে নেয়নি আক্কিনেনি পরিবার, তা পরিষ্কার হয়েছিল নাগার কয়েক মাস আগের এক মন্তব্যে। তিনি বলেছিলেন, ‘আমি এমন কোনো কাজ করব না তা আমার পরিবারের পক্ষে সম্মানহানিকর। সেটা কেউ করবে তাও আমি মানতে পারবো না।’ স্ত্রীকেই এই বার্তা দিয়েছেন নাগা, তেমনটাই অনেকে দাবি করেন।
গত বছর ২রা অক্টোবর চার বছরের দাম্পত্য ইতি টানার ঘোষণা দেন নাগা-সামান্থা। যৌথ বিবৃতিতে তাঁরা লেখেন, ‘অনেক আলোচনা এবং চিন্তাভাবনার পর আমি এবং নাগা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক দশকেরও বেশি সময় ধরে আমরা বন্ধু। আমি বিশ্বাস করি, সেই বন্ধুত্বই আমাদের মধ্যে এক বিশেষ সম্পর্ককে বাঁচিয়ে রাখবে। এই কঠিন সময়ে আশা করি আমাদের শুভানুধ্যায়ী, বন্ধু এবং সংবাদমাধ্যম আমাদের সমর্থন করবে এবং গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করবে। পাশে থাকার জন্য ধন্যবাদ।’
ডিভোর্স নিয়ে সামান্থার কী মতামত? নায়িকা জানিয়েছিলেন, ‘ডিভোর্স একটা যন্ত্রণাদায়ক যাত্রা, দয়া করে আমাকে নিজের ক্ষত গুলো সারিয়ে তুলতে একটু একাকীত্ব থাকতে দিন। আমার উপর ব্যক্তি আক্রমণ চলছে। কিন্তু জেনে রাখুন কোনও কিছুই আমাকে ভাঙতে পারবে না’।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৬ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২১ ঘণ্টা আগে