জীবনে হাজারো সমস্যার মাঝেই বন্ধুদের খেয়াল রাখা জরুরি। এটাই যেন প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ব্যক্তিগত সমস্যার মাঝেই মা সুনন্দা শেঠিকে নিয়ে বন্ধু সালমানের খবর নিতে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গেলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার শিল্পা শেঠি আর স্বামী রাজ কুন্দ্রার প্রায় ৯৮ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। আরও অনেক কিছুর সঙ্গে এই সম্পত্তির তালিকায় আছে নায়িকার জুহুর ফ্ল্যাট, রাজ কুন্দ্রার পুনের বাংলো। রাজ বা শিল্পা কেউই এ বিষয়ে মুখ না খুললেও তাঁদের আইনজীবী জানিয়েছেন, তাঁরা আইন মেনে সব ব্যবস্থা নেবেন।
সকাল থেকে যখন এই নিয়ে চর্চা, এর মাঝেই সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন শিল্পা আর তাঁর মা সুনন্দা শেঠি। যদিও কেন তাঁরা দেখা করতে গিয়েছিলেন সে বিষয়ে জানাননি কেউই। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কদিন আগে বন্ধু সালমানের বাড়ির সামনে গুলি চলার জেরেই এই সাক্ষাৎ।
শিল্পা আর সালমানের বন্ধুত্ব অনেক পুরোনো। তাঁদের পরিবারও খুব ঘনিষ্ঠ। সব সময় একে অন্যের সমস্যায় পাশে থেকেছেন। যে কারও দরকারে এগিয়ে আসেন বলে সালমানের সুনাম আছে। তাই হয়তো নিজের বিপদের মাঝেও বন্ধুর খবর নিতে গেলেন শিল্পা।
উল্লেখ্য, ‘অউজার’, ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’, ‘ফির মিলেঙ্গে’, ‘শাদি করকে ফাঁস গ্যায়া ইয়ার’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে দেখা গেছে শিল্পা-সালমানকে।
জীবনে হাজারো সমস্যার মাঝেই বন্ধুদের খেয়াল রাখা জরুরি। এটাই যেন প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ব্যক্তিগত সমস্যার মাঝেই মা সুনন্দা শেঠিকে নিয়ে বন্ধু সালমানের খবর নিতে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গেলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার শিল্পা শেঠি আর স্বামী রাজ কুন্দ্রার প্রায় ৯৮ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। আরও অনেক কিছুর সঙ্গে এই সম্পত্তির তালিকায় আছে নায়িকার জুহুর ফ্ল্যাট, রাজ কুন্দ্রার পুনের বাংলো। রাজ বা শিল্পা কেউই এ বিষয়ে মুখ না খুললেও তাঁদের আইনজীবী জানিয়েছেন, তাঁরা আইন মেনে সব ব্যবস্থা নেবেন।
সকাল থেকে যখন এই নিয়ে চর্চা, এর মাঝেই সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন শিল্পা আর তাঁর মা সুনন্দা শেঠি। যদিও কেন তাঁরা দেখা করতে গিয়েছিলেন সে বিষয়ে জানাননি কেউই। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কদিন আগে বন্ধু সালমানের বাড়ির সামনে গুলি চলার জেরেই এই সাক্ষাৎ।
শিল্পা আর সালমানের বন্ধুত্ব অনেক পুরোনো। তাঁদের পরিবারও খুব ঘনিষ্ঠ। সব সময় একে অন্যের সমস্যায় পাশে থেকেছেন। যে কারও দরকারে এগিয়ে আসেন বলে সালমানের সুনাম আছে। তাই হয়তো নিজের বিপদের মাঝেও বন্ধুর খবর নিতে গেলেন শিল্পা।
উল্লেখ্য, ‘অউজার’, ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’, ‘ফির মিলেঙ্গে’, ‘শাদি করকে ফাঁস গ্যায়া ইয়ার’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে দেখা গেছে শিল্পা-সালমানকে।
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১২ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৮ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে