Ajker Patrika

বন্ধুত্বের প্রমাণ দিলেন শিল্পা শেঠি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৪: ২৫
বন্ধুত্বের প্রমাণ দিলেন শিল্পা শেঠি

জীবনে হাজারো সমস্যার মাঝেই বন্ধুদের খেয়াল রাখা জরুরি। এটাই যেন প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ব্যক্তিগত সমস্যার মাঝেই মা সুনন্দা শেঠিকে নিয়ে বন্ধু সালমানের খবর নিতে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গেলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার শিল্পা শেঠি আর স্বামী রাজ কুন্দ্রার প্রায় ৯৮ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। আরও অনেক কিছুর সঙ্গে এই সম্পত্তির তালিকায় আছে নায়িকার জুহুর ফ্ল্যাট, রাজ কুন্দ্রার পুনের বাংলো। রাজ বা শিল্পা কেউই এ বিষয়ে মুখ না খুললেও তাঁদের আইনজীবী জানিয়েছেন, তাঁরা আইন মেনে সব ব্যবস্থা নেবেন।

সকাল থেকে যখন এই নিয়ে চর্চা, এর মাঝেই সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন শিল্পা আর তাঁর মা সুনন্দা শেঠি। যদিও কেন তাঁরা দেখা করতে গিয়েছিলেন সে বিষয়ে জানাননি কেউই। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কদিন আগে বন্ধু সালমানের বাড়ির সামনে গুলি চলার জেরেই এই সাক্ষাৎ।

শিল্পা আর সালমানের বন্ধুত্ব অনেক পুরোনো। তাঁদের পরিবারও খুব ঘনিষ্ঠ। সব সময় একে অন্যের সমস্যায় পাশে থেকেছেন। যে কারও দরকারে এগিয়ে আসেন বলে সালমানের সুনাম আছে। তাই হয়তো নিজের বিপদের মাঝেও বন্ধুর খবর নিতে গেলেন শিল্পা।

উল্লেখ্য, ‘অউজার’, ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’, ‘ফির মিলেঙ্গে’, ‘শাদি করকে ফাঁস গ্যায়া ইয়ার’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে দেখা গেছে শিল্পা-সালমানকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত