Ajker Patrika

সিদ্ধার্থ–কিয়ারার বিয়ের মেনুতে কী থাকছে? 

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ২৩
সিদ্ধার্থ–কিয়ারার বিয়ের মেনুতে কী থাকছে? 

বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘদিন ধরেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও বিয়ের খবর নিয়ে শুরু থেকেই গোপনীয়তা রক্ষা করে আসছিলেন তাঁরা। এবার আর তথ্য গোপন রইল না। জনপ্রিয় এই প্রেমিকযুগল কবে বিয়ে করছেন, তাঁদের বিয়ের ভেন্যু এবং বিয়েতে কী কী খাবার থাকছে সেসব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা।

পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের জয়সালমীরে বসছে কিয়ারা সিদ্ধার্থের বিয়ের আসর। আগামী ৪-৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিয়ের অনুষ্ঠান। চলতি সপ্তাহের প্রথমদিকে কিয়ারাকে ভারতীয় জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা গেছে। তখনই কানাঘুষা শোনা যায়, বিয়ের লেহেঙ্গার ফিটিং করাতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে সিদ্ধার্থকে দিল্লিতে যেতে দেখা যায়।

রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় প্রাসাদ।পিঙ্কভিলা জানায়, জয়সালমীরের সূর্যগড় প্রাসাদে এরই মধ্যে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। জয়সালমীরের সূর্যগড় প্রাসাদের সূত্র অনুযায়ী, আগামী ৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এই জুটি।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ৫ ফেব্রুয়ারি সংগীত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের উৎসবের শুরু হবে। ৬ তারিখে সাত পাকের পর আগামী ৭ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এই তিন দিনের আয়োজনে অতিথিরা রাজস্থানী সংস্কৃতির আভাস পাবেন। রাজস্থানের ১৫০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী পুতুল নাচ ‘কাঠপুটলি’ ও রাজস্থানের মরুভূমির বিখ্যাত মাঙ্গানিয়ার শিল্পীরা পারফর্ম করবেন। খাবার মেনুতে থাকছে, উপমহাদেশীয় ও ভারতীয় ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের ছড়াছড়ি। এছাড়াও থাকছে রাজস্থানী খাবার—যেমন ‘বাজরে কি রুটি’, ‘বাজরে কা সোয়তা’।

যদিও এর আগে শোনা গিয়েছিল, চণ্ডীগড়ের ‘দি ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসোর্ট’-এ বসবে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের আসর। যেই পাঁচতারা হোটেলে বিয়ে করেন রাজকুমার রাও-পত্রলেখা। তবে চণ্ডীগড় নয় বরং নতুন যুগলের পছন্দ এখন রাজস্থান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত