বিনোদন ডেস্ক
সদা হাস্যোজ্জ্বল থাকেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান। তাঁর সমসাময়িক যে কয়েকজন শিল্পী অভিনয়ে এসেছেন, খ্যাতি পেয়েছেন—সবার চেয়ে বাবিলই বেশি আন্তরিক। ভক্ত কিংবা পাপারাজ্জি, যে কারও সঙ্গেই সহজে মিশে যান তিনি। সেই বাবিলকে হঠাৎ কান্নায় ভেঙে পড়তে দেখে মন ভেঙেছে সবার। ইরফানপুত্রের জন্য উদ্বেগ জানাচ্ছেন ভক্তরা।
গতকাল একটি ভিডিও পোস্ট করা হয় বাবিলের ইনস্টাগ্রাম স্টোরিতে। তাতে দেখা গেল একেবারেই অন্য বাবিলকে। এলোমেলো চুল। গালভর্তি দাড়ি। চোখজোড়া অশ্রুসিক্ত। ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েন বাবিল খান। বলিউড নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও মুছে দেন। এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে সেই ভিডিওর অংশবিশেষ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে বাবিলকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, ‘আমি বলতে চাইছি, এখানে শানায়া কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদি, রাঘব জুয়াল, আদর্শ গৌরব ও অরিজিৎ সিংয়ের মতো মানুষ আছেন। বলিউড খুবই জঘন্য জায়গা।’ ভিডিওর আরেক অংশে তিনি বলেন, ‘বলিউড আমার দেখা সবচেয়ে ফেক ইন্ডাস্ট্রি। কিন্তু এখানে এমন কিছু মানুষও আছেন, যাঁরা ইন্ডাস্ট্রির ভালো চান। এখানে আমার আরও অনেক কিছু দেওয়ার আছে।’
তবে ঠিক কী কারণে বলিউডের প্রতি এমন ক্ষোভ প্রকাশ করলেন বাবিল খান, তা স্পষ্ট নয়। অনেকের অনুমান, বলিউডের বৈষম্য নিয়েই তিনি ভেঙে পড়েছেন। অনেকেই বাবিলের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত এ ঘটনার পর। বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে। এ ঘটনার পর বিবৃতি দেওয়া হয়েছে বাবিলের পরিবার ও টিমের পক্ষ থেকে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গত কয়েক বছরে বাবিল খান তাঁর কাজ দিয়ে দর্শকদের ব্যাপক ভালোবাসা পেয়েছেন। নিজের মানসিক স্বাস্থ্যের বিষয় নিয়ে সব সময়ই খোলামেলা কথা বলেছেন তিনি। সবারই খারাপ সময় যায়, এটিও ছিল তাঁর জীবনের খারাপ দিনগুলোর একটি। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, বাবিল নিরাপদে আছেন, শিগগির সুস্থ হয়ে উঠবেন।’
বিবৃতিতে আরও জানানো হয়, ‘তাঁর ওই ভিডিওর ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ওই ভিডিও ক্লিপে তিনি এমন কয়েকজন সহকর্মীর নাম আন্তরিকতার সঙ্গে উল্লেখ করেছেন, যাঁরা ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ উপহার দিয়েছেন। প্রশংসার জায়গা থেকেই নামগুলো এসেছে।’ বাবিলের ওই ভিডিওর অংশবিশেষ দেখে কোনো সিদ্ধান্তে না আসার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল জি ফাইভে মুক্তি পেয়েছে বাবিল অভিনীত নতুন সিনেমা ‘লগ আউট’। এতে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।
সদা হাস্যোজ্জ্বল থাকেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান। তাঁর সমসাময়িক যে কয়েকজন শিল্পী অভিনয়ে এসেছেন, খ্যাতি পেয়েছেন—সবার চেয়ে বাবিলই বেশি আন্তরিক। ভক্ত কিংবা পাপারাজ্জি, যে কারও সঙ্গেই সহজে মিশে যান তিনি। সেই বাবিলকে হঠাৎ কান্নায় ভেঙে পড়তে দেখে মন ভেঙেছে সবার। ইরফানপুত্রের জন্য উদ্বেগ জানাচ্ছেন ভক্তরা।
গতকাল একটি ভিডিও পোস্ট করা হয় বাবিলের ইনস্টাগ্রাম স্টোরিতে। তাতে দেখা গেল একেবারেই অন্য বাবিলকে। এলোমেলো চুল। গালভর্তি দাড়ি। চোখজোড়া অশ্রুসিক্ত। ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েন বাবিল খান। বলিউড নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও মুছে দেন। এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে সেই ভিডিওর অংশবিশেষ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে বাবিলকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, ‘আমি বলতে চাইছি, এখানে শানায়া কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদি, রাঘব জুয়াল, আদর্শ গৌরব ও অরিজিৎ সিংয়ের মতো মানুষ আছেন। বলিউড খুবই জঘন্য জায়গা।’ ভিডিওর আরেক অংশে তিনি বলেন, ‘বলিউড আমার দেখা সবচেয়ে ফেক ইন্ডাস্ট্রি। কিন্তু এখানে এমন কিছু মানুষও আছেন, যাঁরা ইন্ডাস্ট্রির ভালো চান। এখানে আমার আরও অনেক কিছু দেওয়ার আছে।’
তবে ঠিক কী কারণে বলিউডের প্রতি এমন ক্ষোভ প্রকাশ করলেন বাবিল খান, তা স্পষ্ট নয়। অনেকের অনুমান, বলিউডের বৈষম্য নিয়েই তিনি ভেঙে পড়েছেন। অনেকেই বাবিলের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত এ ঘটনার পর। বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে। এ ঘটনার পর বিবৃতি দেওয়া হয়েছে বাবিলের পরিবার ও টিমের পক্ষ থেকে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গত কয়েক বছরে বাবিল খান তাঁর কাজ দিয়ে দর্শকদের ব্যাপক ভালোবাসা পেয়েছেন। নিজের মানসিক স্বাস্থ্যের বিষয় নিয়ে সব সময়ই খোলামেলা কথা বলেছেন তিনি। সবারই খারাপ সময় যায়, এটিও ছিল তাঁর জীবনের খারাপ দিনগুলোর একটি। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, বাবিল নিরাপদে আছেন, শিগগির সুস্থ হয়ে উঠবেন।’
বিবৃতিতে আরও জানানো হয়, ‘তাঁর ওই ভিডিওর ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ওই ভিডিও ক্লিপে তিনি এমন কয়েকজন সহকর্মীর নাম আন্তরিকতার সঙ্গে উল্লেখ করেছেন, যাঁরা ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ উপহার দিয়েছেন। প্রশংসার জায়গা থেকেই নামগুলো এসেছে।’ বাবিলের ওই ভিডিওর অংশবিশেষ দেখে কোনো সিদ্ধান্তে না আসার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল জি ফাইভে মুক্তি পেয়েছে বাবিল অভিনীত নতুন সিনেমা ‘লগ আউট’। এতে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।
ট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং যুক্তরাষ্ট্রে আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
৩ ঘণ্টা আগেকণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আছেন কানাডায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তাঁর ছেলে নিবিড়। সেই থেকে ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে কুমার বিশ্বজিৎ। গান ছেড়েছেন, দেশ ছেড়েছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতালে ছেলের পাশে থেকেছেন। বিশ্বজিৎ জানালেন...
৫ ঘণ্টা আগেহলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগেনাট্যদল এথিক মঞ্চে আনছে কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্র নাটক ‘সুড়ঙ্গ’। এটি এথিকের ১৪তম প্রযোজনা। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সহযোগী নির্দেশক মনি কানচন। নাটকটির প্রযোজনা অধিকর্তা রেজানুর রহমান। ২৩ মে সন্ধ্যা ৭টায় ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে সুড়ঙ্গ নাটকের উদ্বোধনী
৫ ঘণ্টা আগে