কিংবদন্তি অভিনেতা ইরফান খান পৃথিবী ছেড়ে চলে গেছেন বছর তিনেক আগে। তার পরও এখনো তিনি তাঁর ভক্তদের চোখে যেন জীবন্ত। মৃত্যুর তিন বছর পর আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন ইরফান। অভিনেতার তৃতীয় মৃত্যুবার্ষিকীর আগে আগামী ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইরফান অভিনীত শেষ সিনেমা ‘সংস অব স্করপিয়ন্স’। আজ বুধবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার।
অনুপ সিং নির্মিত সিনেমাটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলারে নিজের অভিনয়ের জাদু দেখিয়েছেন এই অভিনেতা। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে রাজস্থানের আদিবাসী বিচ্ছু শিল্পীদের ঘিরে। কেউ স্করপিয়ন বা বিচ্ছুর কামড়ে আহত হলে তাকে গান গেয়ে সুস্থ করে তোলা যাদের কাজ। তবে গল্পের চূড়ান্ত গন্তব্য গিয়ে ঠেকেছে প্রতিশোধে।
২০১৭ সালে সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল ‘দ্য সং অব স্করপিয়নস’। সেখানে সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি।
সিনেমাটিতে ইরফান খানের সঙ্গে আরও অভিনয় করেছেন ইরানি অভিনেত্রী গোলশিফতে ফারাহানি, ভারতের নন্দিত অভিনেত্রী ওয়াহিদা রেহমান, শশনাক আরোরা, কৃতিকা পান্ডে প্রমুখ।
উল্লেখ্য, ইরফান খানকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০২০ সালে মুক্তি পাওয়া হোমি আদজানিয়া পরিচালিত ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায়। এতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি।
২০১৮ সালে তিনি নিউরো এন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসা নেন। কিন্তু পুনরায় মলাশয়ের ক্যানসারের জটিলতায় তিনি ২০২০ সালের ২৯ এপ্রিল ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
কিংবদন্তি অভিনেতা ইরফান খান পৃথিবী ছেড়ে চলে গেছেন বছর তিনেক আগে। তার পরও এখনো তিনি তাঁর ভক্তদের চোখে যেন জীবন্ত। মৃত্যুর তিন বছর পর আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন ইরফান। অভিনেতার তৃতীয় মৃত্যুবার্ষিকীর আগে আগামী ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইরফান অভিনীত শেষ সিনেমা ‘সংস অব স্করপিয়ন্স’। আজ বুধবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার।
অনুপ সিং নির্মিত সিনেমাটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলারে নিজের অভিনয়ের জাদু দেখিয়েছেন এই অভিনেতা। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে রাজস্থানের আদিবাসী বিচ্ছু শিল্পীদের ঘিরে। কেউ স্করপিয়ন বা বিচ্ছুর কামড়ে আহত হলে তাকে গান গেয়ে সুস্থ করে তোলা যাদের কাজ। তবে গল্পের চূড়ান্ত গন্তব্য গিয়ে ঠেকেছে প্রতিশোধে।
২০১৭ সালে সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল ‘দ্য সং অব স্করপিয়নস’। সেখানে সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি।
সিনেমাটিতে ইরফান খানের সঙ্গে আরও অভিনয় করেছেন ইরানি অভিনেত্রী গোলশিফতে ফারাহানি, ভারতের নন্দিত অভিনেত্রী ওয়াহিদা রেহমান, শশনাক আরোরা, কৃতিকা পান্ডে প্রমুখ।
উল্লেখ্য, ইরফান খানকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০২০ সালে মুক্তি পাওয়া হোমি আদজানিয়া পরিচালিত ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায়। এতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি।
২০১৮ সালে তিনি নিউরো এন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসা নেন। কিন্তু পুনরায় মলাশয়ের ক্যানসারের জটিলতায় তিনি ২০২০ সালের ২৯ এপ্রিল ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে