প্রয়াত ভারতীয় সংগীতশিল্পী কেকের ৫৫তম জন্মবার্ষিকী ছিল গতকাল বুধবার। জন্মদিনে তাঁর না থাকার কষ্টটা যেন আরও প্রকট হয়ে ধরা দিয়েছে তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের কাছে।
কেকের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর কন্যা তামারা লিখেছেন, ‘বাবা তোমায় কতটা ভালোবাসি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রতি মুহূর্তে তোমার অভাব বোধ হয়। যদিও তুমি আমার স্বপ্নে আসো। এটাই বড় প্রাপ্তি। আশা করি আবার কোনো দিন একসঙ্গে বসে কেক খেতে পারব আমরা।’
গত বছরের ৩১ মে কলকাতায় কনসার্ট করতে গিয়ে মারা যান কেকে। দক্ষিণ কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন তিনি। নজরুল মঞ্চে চলছিল তাঁর কনসার্ট। গাইতে গাইতে অসুস্থ বোধ করছিলেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
‘তড়াপ তড়াপ’, ‘ইয়াদ আয়েঙ্গে ওহ পাল’, ‘আঁখো মে তেরি’-র মতো দর্শকপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি শ্রোতা-দর্শকদের।
গত বছর বাবার জন্মদিনে তামারা লিখেছিলেন, ‘শুভ জন্মদিন বাবা। আজ তোমাকে আর ৫০০ বার শুভেচ্ছা জানানো হবে না। ঘুম থেকে উঠে তোমার সঙ্গে কেক খাওয়া মিস করছি। আশা করি তুমি যেখানে আছ সেখানে যতটা ইচ্ছে কেক খেতে পারছ। চিন্তা করো না, আজ মাকে একটুও কষ্ট পেতে দেব না। আমরাও ওঁকে বিরক্ত করে কষ্ট দেব না। আশা করি তুমি আজ রাতে আমাদের গান শুনতে পাবে বাবা। এই দিনটা শুধুই তোমার জন্য।’
প্রয়াত ভারতীয় সংগীতশিল্পী কেকের ৫৫তম জন্মবার্ষিকী ছিল গতকাল বুধবার। জন্মদিনে তাঁর না থাকার কষ্টটা যেন আরও প্রকট হয়ে ধরা দিয়েছে তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের কাছে।
কেকের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর কন্যা তামারা লিখেছেন, ‘বাবা তোমায় কতটা ভালোবাসি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রতি মুহূর্তে তোমার অভাব বোধ হয়। যদিও তুমি আমার স্বপ্নে আসো। এটাই বড় প্রাপ্তি। আশা করি আবার কোনো দিন একসঙ্গে বসে কেক খেতে পারব আমরা।’
গত বছরের ৩১ মে কলকাতায় কনসার্ট করতে গিয়ে মারা যান কেকে। দক্ষিণ কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন তিনি। নজরুল মঞ্চে চলছিল তাঁর কনসার্ট। গাইতে গাইতে অসুস্থ বোধ করছিলেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
‘তড়াপ তড়াপ’, ‘ইয়াদ আয়েঙ্গে ওহ পাল’, ‘আঁখো মে তেরি’-র মতো দর্শকপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি শ্রোতা-দর্শকদের।
গত বছর বাবার জন্মদিনে তামারা লিখেছিলেন, ‘শুভ জন্মদিন বাবা। আজ তোমাকে আর ৫০০ বার শুভেচ্ছা জানানো হবে না। ঘুম থেকে উঠে তোমার সঙ্গে কেক খাওয়া মিস করছি। আশা করি তুমি যেখানে আছ সেখানে যতটা ইচ্ছে কেক খেতে পারছ। চিন্তা করো না, আজ মাকে একটুও কষ্ট পেতে দেব না। আমরাও ওঁকে বিরক্ত করে কষ্ট দেব না। আশা করি তুমি আজ রাতে আমাদের গান শুনতে পাবে বাবা। এই দিনটা শুধুই তোমার জন্য।’
এই সাফল্যের আনন্দ কিছুটা হলেও মলিন করে দিয়েছে নকলের অভিযোগ। অনেকে অভিযোগ করছে, ২০০৪ সালের কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর গল্প চুরি করে তৈরি হয়েছে সাইয়ারা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে কাটাছেঁড়া।
৮ ঘণ্টা আগেইদানীং হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন যদিও, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুড়ঙ্গ ২ সিনেমার শুটিং শুরুর আগে তাই নিশোকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। করাতে হবে হাঁটুর অস্ত্রোপচার।
৮ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে টিভিতে প্রচার হয়েছিল ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘বকুল ফুল’। এতে একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশের পর আবার আলোচনায় তিনি। প্রশংসিত হচ্ছে মাহির অভিনয় ও লুক। বকুল ফুল নাটকসহ অন্যান্য বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন শিহাব...
২১ ঘণ্টা আগেসেই আশির দশকের শুরুতে পরিচালনা শুরু জেমস ক্যামেরনের। বানিয়েছেন ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’, ‘টাইটানিক’সহ অনেক আলোচিত সিনেমা। তবে দেড় যুগ ধরে এই জনপ্রিয় নির্মাতা আটকে আছেন একই বিষয়ে। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’, তার পর থেকে অন্য কোনো বিষয় নিয়ে ভাবেননি।
২১ ঘণ্টা আগে