মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত বলিউড সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ঈদ উপলক্ষে আগামী ১০ এপ্রিল মুক্তি পেতে যাওয়া সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতারা। এরই মাঝে গতকাল মঙ্গলবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেলার। মুক্তির মাত্র একদিনেই ইউটিউবে সিনেমাটির হিন্দি ভার্সনের ট্রেলার দেখা হয়েছে, কোটি বারের বেশি।
ধুন্ধুমার অ্যাকশন ভুরপুর ট্রেলারে নজর কেরেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। ট্রেলারেই স্পষ্ট যে সিনেমাটি অ্যাকশনে ভরপুর। আর বাস্তবে অক্ষয় ও টাইগার দুই অভিনেতাই মার্শাল আর্টে দক্ষ। আর এমন দুই অভিনেতা এমন একটা অ্যাকশন প্যাকড সিনেমায় ঠিক কী কী করতে চলেছেন, তা জানতে উদ্গ্রীব সিনেমাপ্রেমীরা।
আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমাটির ট্রেলারটি প্রকাশ্যে আসার পরই নেটিজনদের প্রশংসা কুড়িয়েছে। ট্রেলারটির প্রশংসা করেছেন বলিউড ভাইজান সালমান খান ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফসহ একাধিক বলিউড তারকারা।
আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘সুলতান’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন সালমান খান। ইনস্টাগ্রামে সিনেমাটির ট্রেলার শেয়ার করে এর প্রশংসা করেছেন বলিউড ভাইজান।
ট্রেলার শেয়ার করে সালমান লিখেছেন, ‘বড়ে মিয়া ছোটে মিয়া, আক্কি (অক্ষয় কুমার) এবং টাইগারের সিনেমাটি ব্যবসায়িক সফলতা পাবে। ট্রেলারটি বেশ ভালো হয়েছে। আলি (আলি আব্বাস জাফর) এটার মাধ্যমে তোমাকে টাইগার এবং সুলতানের রেকর্ড ভাঙতে হবে।’
আলি আব্বাস জাফরের প্রিয় বন্ধুদের একজন ক্যাটরিনা কাইফ। তিনিও পরিচালকের আসন্ন সিনেমার প্রশংসা করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেলারটি শেয়ার করে ক্যাটরিনা কাইফ লিখেছেন,—‘বন্ধু আলি আব্বাস জাফর, তোমার জন্য খুব গর্বিত, দারুণ ব্যাপার। অক্ষয় তো আগুন লাগিয়ে দিয়েছে। টাইগার শ্রফও অসাধারণ’।
আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমাটি মুম্বাই, লন্ডন, আবুধাবি, স্কটল্যান্ড ও জর্ডানে লোকেশনে শুট করা হয়েছে। এতে অক্ষয়-টাইগার ছাড়াও আরও অভিনয় করেছেন—পৃথ্বীরাজ সুকুমারন, সোনাক্ষী সিনহা, মানুসি চিল্লার ও আলিয়া এফ।
মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত বলিউড সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ঈদ উপলক্ষে আগামী ১০ এপ্রিল মুক্তি পেতে যাওয়া সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতারা। এরই মাঝে গতকাল মঙ্গলবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেলার। মুক্তির মাত্র একদিনেই ইউটিউবে সিনেমাটির হিন্দি ভার্সনের ট্রেলার দেখা হয়েছে, কোটি বারের বেশি।
ধুন্ধুমার অ্যাকশন ভুরপুর ট্রেলারে নজর কেরেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। ট্রেলারেই স্পষ্ট যে সিনেমাটি অ্যাকশনে ভরপুর। আর বাস্তবে অক্ষয় ও টাইগার দুই অভিনেতাই মার্শাল আর্টে দক্ষ। আর এমন দুই অভিনেতা এমন একটা অ্যাকশন প্যাকড সিনেমায় ঠিক কী কী করতে চলেছেন, তা জানতে উদ্গ্রীব সিনেমাপ্রেমীরা।
আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমাটির ট্রেলারটি প্রকাশ্যে আসার পরই নেটিজনদের প্রশংসা কুড়িয়েছে। ট্রেলারটির প্রশংসা করেছেন বলিউড ভাইজান সালমান খান ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফসহ একাধিক বলিউড তারকারা।
আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘সুলতান’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন সালমান খান। ইনস্টাগ্রামে সিনেমাটির ট্রেলার শেয়ার করে এর প্রশংসা করেছেন বলিউড ভাইজান।
ট্রেলার শেয়ার করে সালমান লিখেছেন, ‘বড়ে মিয়া ছোটে মিয়া, আক্কি (অক্ষয় কুমার) এবং টাইগারের সিনেমাটি ব্যবসায়িক সফলতা পাবে। ট্রেলারটি বেশ ভালো হয়েছে। আলি (আলি আব্বাস জাফর) এটার মাধ্যমে তোমাকে টাইগার এবং সুলতানের রেকর্ড ভাঙতে হবে।’
আলি আব্বাস জাফরের প্রিয় বন্ধুদের একজন ক্যাটরিনা কাইফ। তিনিও পরিচালকের আসন্ন সিনেমার প্রশংসা করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেলারটি শেয়ার করে ক্যাটরিনা কাইফ লিখেছেন,—‘বন্ধু আলি আব্বাস জাফর, তোমার জন্য খুব গর্বিত, দারুণ ব্যাপার। অক্ষয় তো আগুন লাগিয়ে দিয়েছে। টাইগার শ্রফও অসাধারণ’।
আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমাটি মুম্বাই, লন্ডন, আবুধাবি, স্কটল্যান্ড ও জর্ডানে লোকেশনে শুট করা হয়েছে। এতে অক্ষয়-টাইগার ছাড়াও আরও অভিনয় করেছেন—পৃথ্বীরাজ সুকুমারন, সোনাক্ষী সিনহা, মানুসি চিল্লার ও আলিয়া এফ।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৯ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৯ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
২০ ঘণ্টা আগে