Ajker Patrika

তবে কি সত্যি হৃতিকের প্রেমিকা সাবা!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ১৮
তবে কি সত্যি হৃতিকের প্রেমিকা সাবা!

বলিউডপাড়ায় এই সময়ে অন্যতম আলোচ্য বিষয় হৃতিক রোশন এবং সাবা আজাদের প্রেম। সম্প্রতি দুজনকে রেস্তোরাঁ থেকে হাত ধরে বের হতে দেখা যায়। তাতেই গুঞ্জন শুরু হয়, প্রেম করছেন নাকি হৃতিক রোশন আর সাবা আজাদ। এবার এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য টাইমস অব ইন্ডিয়া যোগাযোগ করে সাবার সাবেক প্রেমিক নাসিরউদ্দিন শাহের ছেলে ইমাদের সঙ্গে। এর আগে নাসিরউদ্দিন শাহর ছেলে ইমাদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাবার। ২০১৩ সাল থেকে তাঁরা লিভ-ইনের সম্পর্কে ছিলেন। ২০২০ সালে সেই সম্পর্কে ইতি টানেন তাঁরা।

সাবা আজাদসংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাদের পক্ষ থেকে ইমাদ-কে ফোন করা হলে তিনি প্রথম সাধারণ কথাবার্তা বলেন। যেইমুহূর্তে সাবার প্রসঙ্গ ওঠে এবং হৃতিকের সঙ্গে সাবার ছবি সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হয়, সঙ্গে সঙ্গে জবাব আসে যে একটি মিটিংয়ের মাঝে রয়েছেন তিনি। তাই এইমুহূর্তে আর কোনও কথা বলতে পারছেন না তিনি। এর পরে আরও কয়েকবার ইমাদকে ফোন করা হয়েছিল। তবে তিনি আর ফোন তোলেননি।

সাবা আজাদসাবাকে ফোন করা হলে তিনি বেশ শান্ত স্বরেই কথা বলেন। তবে তারপর যখন প্রশ্ন করা হয় হৃতিকের ব্যাপারে তখন বলে বসেন, ‘আমি একটা কাজের মধ্যে আছি, আপনাকে পরে ফোন করছি’। সেদিন হৃতিকের সাথে তিনিই ছিলেন কি না জানতে চাওয়া হলে জানান, ‘আমি পরে ফোন করব’। সাবা একবারও হৃতিকের সাথে থাকার কথা অস্বীকার করেননি।

সাবা আজাদের আসল নাম সাবা সিং গ্রেওয়াল। সাবা একজন মডেল, সিঙ্গার ও অভিনেতা। ২০০৮ সালে বলিউডের সিনেমা ‘দিল কাবাডি’ দিয়ে অভিষেক। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে অভিনয় করেছেন ‘ফিলস লাইক ইশক’ ছবিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত