গত ১২ নভেম্বর মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত যশ রাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২০০ কোটি রুপি পেরিয়েছে। আর ভারতীয় বাজারে সিনেমাটির আয় প্রায় ১৫০ কোটি রুপি।
বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, মুক্তির তৃতীয় দিনে ভারতীয় বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৪২ কোটি রুপি। প্রথম দিনের ৪৪ কোটি ৫০ লাখ রুপি ও দ্বিতীয় দিনের ৫৯ কোটি রুপিসহ তিন দিনে সিনেমাটি শুধু ভারতীয় বক্স অফিস থেকেই আয় করেছে ১৪৫ কোটি ৫০ লাখ রুপির বেশি।
গতকাল মঙ্গলবারের শোতে ‘টাইগার ৩’-এর দখল ছিল ৩৩.৫৪ শতাংশ। দিন যতই গড়িয়েছে, দর্শকের চাপ ততই বেড়েছে।
‘টাইগার থ্রি’ সব রেকর্ড ভেঙে দিয়েছে। বলিউডের ইতিহাসে এ পর্যন্ত যত সিনেমা দীপাবলিতে মুক্তি পেয়েছে, প্রথম দিনের আয়ের অঙ্কে এটিই সর্বোচ্চ। এমনকি সালমানের ব্যক্তিগত ক্যারিয়ারেও এটি সর্বোচ্চ ওপেনিং। এর আগে ২০১৯ সালে তাঁর ‘ভারত’ সিনেমাটি ভারতে প্রথম দিন আয় করেছিল ৪২ দশমিক ৩০ কোটি রুপি।
এত দিন এটিই ছিল সালমান অভিনীত সর্বোচ্চ ওপেনিংয়ের সিনেমা। এরপর রয়েছে ‘প্রেম রতন ধন পায়ো’ (৪০ দশমিক ৩৫ কোটি রুপি), ‘সুলতান’ (৩৬ দশমিক ৫৪ কোটি রুপি) ও ‘টাইগার জিন্দা হ্যায়’ (৩৪ দশমিক ১০ কোটি রুপি)। প্রথম দিনের ব্যবসার অঙ্কে টাইগার ফ্র্যাঞ্চাইজির অন্য দুই সিনেমাকেও ছাড়িয়ে গেছে ‘টাইগার থ্রি’। ‘এক থা টাইগার’-এর ওপেনিং ছিল ৩২ দশমিক ৯৩ কোটি রুপি, আর ‘টাইগার জিন্দা হ্যায়’ ৩৪ দশমিক ১০ কোটি।
প্রসঙ্গত, যশরাজ ফিল্মস যে স্পাই ইউনিভার্সকে নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে তা স্পষ্ট। এর প্রথম ঝলক পাওয়া গিয়েছিল শাহরুখের সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমায়, যেখানে ‘পাঠান’ শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন করেছিলেন টাইগার সালমান। ‘পাঠান’ সিনেমাতেই ইঙ্গিত ছিল ‘টাইগার থ্রি’তে শাহরুখকে দেখা যাবে। তবে এবার শুধু পাঠান শাহরুখ নয়, ‘ওয়ার’-এর কবিরকেও দেখা যাবে টাইগারের সঙ্গে হাতে হাত মেলাতে।
এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।
গত ১২ নভেম্বর মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত যশ রাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২০০ কোটি রুপি পেরিয়েছে। আর ভারতীয় বাজারে সিনেমাটির আয় প্রায় ১৫০ কোটি রুপি।
বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, মুক্তির তৃতীয় দিনে ভারতীয় বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৪২ কোটি রুপি। প্রথম দিনের ৪৪ কোটি ৫০ লাখ রুপি ও দ্বিতীয় দিনের ৫৯ কোটি রুপিসহ তিন দিনে সিনেমাটি শুধু ভারতীয় বক্স অফিস থেকেই আয় করেছে ১৪৫ কোটি ৫০ লাখ রুপির বেশি।
গতকাল মঙ্গলবারের শোতে ‘টাইগার ৩’-এর দখল ছিল ৩৩.৫৪ শতাংশ। দিন যতই গড়িয়েছে, দর্শকের চাপ ততই বেড়েছে।
‘টাইগার থ্রি’ সব রেকর্ড ভেঙে দিয়েছে। বলিউডের ইতিহাসে এ পর্যন্ত যত সিনেমা দীপাবলিতে মুক্তি পেয়েছে, প্রথম দিনের আয়ের অঙ্কে এটিই সর্বোচ্চ। এমনকি সালমানের ব্যক্তিগত ক্যারিয়ারেও এটি সর্বোচ্চ ওপেনিং। এর আগে ২০১৯ সালে তাঁর ‘ভারত’ সিনেমাটি ভারতে প্রথম দিন আয় করেছিল ৪২ দশমিক ৩০ কোটি রুপি।
এত দিন এটিই ছিল সালমান অভিনীত সর্বোচ্চ ওপেনিংয়ের সিনেমা। এরপর রয়েছে ‘প্রেম রতন ধন পায়ো’ (৪০ দশমিক ৩৫ কোটি রুপি), ‘সুলতান’ (৩৬ দশমিক ৫৪ কোটি রুপি) ও ‘টাইগার জিন্দা হ্যায়’ (৩৪ দশমিক ১০ কোটি রুপি)। প্রথম দিনের ব্যবসার অঙ্কে টাইগার ফ্র্যাঞ্চাইজির অন্য দুই সিনেমাকেও ছাড়িয়ে গেছে ‘টাইগার থ্রি’। ‘এক থা টাইগার’-এর ওপেনিং ছিল ৩২ দশমিক ৯৩ কোটি রুপি, আর ‘টাইগার জিন্দা হ্যায়’ ৩৪ দশমিক ১০ কোটি।
প্রসঙ্গত, যশরাজ ফিল্মস যে স্পাই ইউনিভার্সকে নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে তা স্পষ্ট। এর প্রথম ঝলক পাওয়া গিয়েছিল শাহরুখের সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমায়, যেখানে ‘পাঠান’ শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন করেছিলেন টাইগার সালমান। ‘পাঠান’ সিনেমাতেই ইঙ্গিত ছিল ‘টাইগার থ্রি’তে শাহরুখকে দেখা যাবে। তবে এবার শুধু পাঠান শাহরুখ নয়, ‘ওয়ার’-এর কবিরকেও দেখা যাবে টাইগারের সঙ্গে হাতে হাত মেলাতে।
এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।
এ বছর অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। গতকাল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এক সংবাদ সম্মেলনে বাড়ির নাম শাহানা চলচ্চিত্রকে অস্কারে পাঠানোর ঘোষণা দেয়।
১২ ঘণ্টা আগেআট বছর আগে জোড়া সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল রুনা খানের। ২০১৭ সালের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তৌকীর আহমেদের ‘হালদা’ ও সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’। তবে রুনা খান এর আগে অভিনয় করেন আরও দুটি সিনেমায়।
২০ ঘণ্টা আগেনাট্যনির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন তাছলিমা খাতুন আয়েশা নামের এক অভিনয়শিল্পী। তাঁর দাবি, অভিনয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে গিয়ে নাসির উদ্দিন আহমেদ মাসুদ, তাঁর সহযোগী বাবর ও অজ্ঞাতনামা একজন ধর্ষণ ও মারধর করেন। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন নির্মাত
২০ ঘণ্টা আগেব্যক্তিগত প্লেলিস্ট থেকে সোশ্যাল মিডিয়ার রিলস—সবখানে সবার পছন্দের গান ‘আপাতে’। দক্ষিণ কোরিয়ার নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য রোজের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। এই জুটির আপাতে প্রকাশিত হয় গত বছরের ১৮ অক্টোবর। তখন থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে রাজত্ব করছে গ
২০ ঘণ্টা আগে