বিনোদন ডেস্ক
এ আর রাহমানের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পাঁচ দিন পর নীরবতা ভাঙলেন সায়রা বানু। সংবাদমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে। সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা।
আজ রোববার সংবাদমাধ্যমে পাঠানো অডিও বার্তায় রাহমানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন সায়রা। ইউটিউবার ও সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন, তাঁর পরিবার ও রাহমানকে নিয়ে কোনো ধরনের মিথ্যা তথ্য না ছড়াতে। একইসঙ্গে সায়রা জানিয়েছেন, কয়েক মাস ধরে অসুস্থ তিনি। চিকিৎসার জন্য তাই মুম্বাইয়ে থাকছেন।
সায়রা বানু বলেন, ‘আমি সায়রা, বর্তমানে মুম্বাইয়ে আছি। কয়েকমাস ধরেই থাকছি এখানে। এ কারণেই রাহমানের কাছ থেকে বিরতি নিতে চেয়েছিলাম। ইউটিউবার ও মিডিয়ার প্রতি আমার অনুরোধ, তাঁকে নিয়ে খারাপ কিছু বলবেন না। সে একজন অসাধারণ মানুষ, আমার চোখে পৃথিবীর সেরা মানুষ। যেহেতু আমার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না, তাই চেন্নাইতে থাকতে পারছি না। আমি জানতাম, আমি চেন্নাইতে না থাকলে এমন কথা উঠবে যে, সায়রা কোথায়? আমার চিকিৎসা চলছে। রাহমানের ব্যস্ত শিডিউলের মাঝে চেন্নাইতে সেটা সম্ভব হতো না।’
বিচ্ছেদ পরবর্তী কঠিন সময়ে তাঁদের পাশে থাকার জন্য সায়রা অনুরোধ করেছেন সবাইকে। তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রকাশেরও অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, রাহমান ও তাঁর ভেতরে এখনো ভালোবাসা আছে, শ্রদ্ধাবোধ আছে। আর বিচ্ছেদের সিদ্ধান্ত সম্পূর্ণ দুজনের সম্মতিতেই নেওয়া হয়েছে।
সায়রা বলেন, ‘রাহমান চমৎকার একজন মানুষ। সবাইকে অনুরোধ করব, তাঁকে তাঁর মতো থাকতে দিন। আমি তাঁকে জীবন দিয়ে বিশ্বাস করি। আমি তাঁকে যতটা ভালোবাসি, সেও আমাকে ততটাই ভালোবাসে। কোনো কিছু অনুমান করা বন্ধ করুন। আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। তাঁর নামকে কলঙ্কিত করবেন না। যেটা ছড়াচ্ছে, সেটা সম্পূর্ণ বাজে কথা।’
গত মঙ্গলবার রাতে সায়রা বানুর আইনজীবী ঘোষণা দেন, দীর্ঘ ২৯ বছরের সংসার ভেঙেছে এ আর রাহমান ও সায়রার। এক্সে রাহমানও বিষয়টি নিশ্চিত করেন। ঠিক তার পরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে রাহমানের গানের দলের বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
এ নিয়ে নানা ভুল তথ্য ছড়ানো হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম ও ইউটিউবে। বিষয়টি নিয়ে রাহমান-সায়রার সন্তানেরা প্রতিবাদ জানিয়েছেন। মোহিনীও এ গুঞ্জনকে পাত্তা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আজ সায়রা বানুও অডিও বার্তা দিয়ে এমন গুঞ্জন নাকচ করে দিলেন।
অন্যদিকে, এই বিবাহবিচ্ছেদকে ঘিরে নেটিজেনদের অযাচিত সমালোচনা ও গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন এ আর রাহমান। আজ লিগ্যাল টিমের মাধ্যমে তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন; ২৪ ঘণ্টার মধ্যে সেগুলো সরিয়ে না নিলে ভারতীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এ আর রাহমানের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পাঁচ দিন পর নীরবতা ভাঙলেন সায়রা বানু। সংবাদমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে। সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা।
আজ রোববার সংবাদমাধ্যমে পাঠানো অডিও বার্তায় রাহমানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন সায়রা। ইউটিউবার ও সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন, তাঁর পরিবার ও রাহমানকে নিয়ে কোনো ধরনের মিথ্যা তথ্য না ছড়াতে। একইসঙ্গে সায়রা জানিয়েছেন, কয়েক মাস ধরে অসুস্থ তিনি। চিকিৎসার জন্য তাই মুম্বাইয়ে থাকছেন।
সায়রা বানু বলেন, ‘আমি সায়রা, বর্তমানে মুম্বাইয়ে আছি। কয়েকমাস ধরেই থাকছি এখানে। এ কারণেই রাহমানের কাছ থেকে বিরতি নিতে চেয়েছিলাম। ইউটিউবার ও মিডিয়ার প্রতি আমার অনুরোধ, তাঁকে নিয়ে খারাপ কিছু বলবেন না। সে একজন অসাধারণ মানুষ, আমার চোখে পৃথিবীর সেরা মানুষ। যেহেতু আমার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না, তাই চেন্নাইতে থাকতে পারছি না। আমি জানতাম, আমি চেন্নাইতে না থাকলে এমন কথা উঠবে যে, সায়রা কোথায়? আমার চিকিৎসা চলছে। রাহমানের ব্যস্ত শিডিউলের মাঝে চেন্নাইতে সেটা সম্ভব হতো না।’
বিচ্ছেদ পরবর্তী কঠিন সময়ে তাঁদের পাশে থাকার জন্য সায়রা অনুরোধ করেছেন সবাইকে। তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রকাশেরও অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, রাহমান ও তাঁর ভেতরে এখনো ভালোবাসা আছে, শ্রদ্ধাবোধ আছে। আর বিচ্ছেদের সিদ্ধান্ত সম্পূর্ণ দুজনের সম্মতিতেই নেওয়া হয়েছে।
সায়রা বলেন, ‘রাহমান চমৎকার একজন মানুষ। সবাইকে অনুরোধ করব, তাঁকে তাঁর মতো থাকতে দিন। আমি তাঁকে জীবন দিয়ে বিশ্বাস করি। আমি তাঁকে যতটা ভালোবাসি, সেও আমাকে ততটাই ভালোবাসে। কোনো কিছু অনুমান করা বন্ধ করুন। আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। তাঁর নামকে কলঙ্কিত করবেন না। যেটা ছড়াচ্ছে, সেটা সম্পূর্ণ বাজে কথা।’
গত মঙ্গলবার রাতে সায়রা বানুর আইনজীবী ঘোষণা দেন, দীর্ঘ ২৯ বছরের সংসার ভেঙেছে এ আর রাহমান ও সায়রার। এক্সে রাহমানও বিষয়টি নিশ্চিত করেন। ঠিক তার পরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে রাহমানের গানের দলের বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
এ নিয়ে নানা ভুল তথ্য ছড়ানো হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম ও ইউটিউবে। বিষয়টি নিয়ে রাহমান-সায়রার সন্তানেরা প্রতিবাদ জানিয়েছেন। মোহিনীও এ গুঞ্জনকে পাত্তা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আজ সায়রা বানুও অডিও বার্তা দিয়ে এমন গুঞ্জন নাকচ করে দিলেন।
অন্যদিকে, এই বিবাহবিচ্ছেদকে ঘিরে নেটিজেনদের অযাচিত সমালোচনা ও গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন এ আর রাহমান। আজ লিগ্যাল টিমের মাধ্যমে তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন; ২৪ ঘণ্টার মধ্যে সেগুলো সরিয়ে না নিলে ভারতীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে