ইন্ডাস্ট্রির গুঞ্জন, মাসখানেক হল আলাদা হয়ে গেছেন বলিউডের আলোচিত জুটি আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তেমন কিছু না বললেও, গত দু’বছরে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা মিলেছে আদিত্য-অনন্যার। এবার ভারতীয় সংবাদমাধ্যমের খবর প্রেম ভেঙেছে তাঁদের।
ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ফ্যাশন শোয়ের র্যাম্প থেকে প্রথম। পরে স্পেনে অনুরাগীর ক্যামেরায় ধরা পরেছিলেন তাঁরা। সেই থেকে লন্ডন, মালদ্বীপ একসঙ্গে বহু জায়গায় দেখা মিলেছে তাঁদের। ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতেও একসঙ্গেই যেতেন তাঁরা। মাস কয়েক আগে করণ জোহরের শোয়ে এসেও নিজেদের সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন দু’জনেই। সম্প্রতি মেয়ের পছন্দে যে মত আছে, তাও জানান চাঙ্কি পাণ্ডেও। কিন্তু এর মধ্যে কি এমন কারণে ভাঙছে সম্পর্ক তা জানা যায়নি।
গত মাসে অনন্যা ইনস্টাগ্রামে লেখেন, ‘যা একান্তই তোমার, তা তোমার কাছে ফিরে আসবেই। তুমি দুরে সরিয়ে দিলে, বারণ করে দিলেও, তা ফিরে আসবেই। এ সবই কিছু ঘটছে শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য।’ ভাঙনের জল্পনা শুরু হয় সেই থেকেই। অনন্যা-আদিত্যের কাছের বন্ধুদের বক্তব্য, মার্চেই প্রেম ভেঙেছে তারকা জুটির।
অবশ্য তাঁদের একে অপরের মধ্যে তিক্ততা তেমন নেই, বজায় রেখেছেন সৌজন্যের আদিত্য-অনন্যা সম্পর্কও। এখন অধিকাংশ সময়ই পোষ্যের সঙ্গে কাটাচ্ছেন অনন্যা। গোটা ঘটনাটি সামাল দেওয়ার চেষ্টা করছেন আদিত্যও। তবে এ বিষয়ে আদিত্য বা অনন্যা কেউই এখনো পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
এ দিকে সম্প্রতি মাঝ রাতে প্রাক্তন প্রেমিকা শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বেরোতে দেখা যায় আদিত্যকে। পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন অভিনেতা। অনুরাগীদের একাংশের আশঙ্কা, তবে কি পুরোনো প্রেমের জেরেই ভাঙল আদিত্য-অনন্যার সম্পর্ক? সে উত্তর অবশ্য মেলেনি এখনো।
ইন্ডাস্ট্রির গুঞ্জন, মাসখানেক হল আলাদা হয়ে গেছেন বলিউডের আলোচিত জুটি আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তেমন কিছু না বললেও, গত দু’বছরে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা মিলেছে আদিত্য-অনন্যার। এবার ভারতীয় সংবাদমাধ্যমের খবর প্রেম ভেঙেছে তাঁদের।
ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ফ্যাশন শোয়ের র্যাম্প থেকে প্রথম। পরে স্পেনে অনুরাগীর ক্যামেরায় ধরা পরেছিলেন তাঁরা। সেই থেকে লন্ডন, মালদ্বীপ একসঙ্গে বহু জায়গায় দেখা মিলেছে তাঁদের। ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতেও একসঙ্গেই যেতেন তাঁরা। মাস কয়েক আগে করণ জোহরের শোয়ে এসেও নিজেদের সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন দু’জনেই। সম্প্রতি মেয়ের পছন্দে যে মত আছে, তাও জানান চাঙ্কি পাণ্ডেও। কিন্তু এর মধ্যে কি এমন কারণে ভাঙছে সম্পর্ক তা জানা যায়নি।
গত মাসে অনন্যা ইনস্টাগ্রামে লেখেন, ‘যা একান্তই তোমার, তা তোমার কাছে ফিরে আসবেই। তুমি দুরে সরিয়ে দিলে, বারণ করে দিলেও, তা ফিরে আসবেই। এ সবই কিছু ঘটছে শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য।’ ভাঙনের জল্পনা শুরু হয় সেই থেকেই। অনন্যা-আদিত্যের কাছের বন্ধুদের বক্তব্য, মার্চেই প্রেম ভেঙেছে তারকা জুটির।
অবশ্য তাঁদের একে অপরের মধ্যে তিক্ততা তেমন নেই, বজায় রেখেছেন সৌজন্যের আদিত্য-অনন্যা সম্পর্কও। এখন অধিকাংশ সময়ই পোষ্যের সঙ্গে কাটাচ্ছেন অনন্যা। গোটা ঘটনাটি সামাল দেওয়ার চেষ্টা করছেন আদিত্যও। তবে এ বিষয়ে আদিত্য বা অনন্যা কেউই এখনো পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
এ দিকে সম্প্রতি মাঝ রাতে প্রাক্তন প্রেমিকা শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বেরোতে দেখা যায় আদিত্যকে। পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন অভিনেতা। অনুরাগীদের একাংশের আশঙ্কা, তবে কি পুরোনো প্রেমের জেরেই ভাঙল আদিত্য-অনন্যার সম্পর্ক? সে উত্তর অবশ্য মেলেনি এখনো।
মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। আজ শনিবার রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর ছোট মেয়ে শারমীনি আব্বাসী বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগেমুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন বাংলা পল্লিগীতির কিংবদন্তি শিল্পী, যিনি এই ধারার সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছিলেন। তাঁর চাচা আব্দুল করিম ছিলেন ভাওয়াইয়া ও ভাটিয়ালি ধারার জনপ্রিয় শিল্পী। বড় ভাই মোস্তফা কামাল...
১৬ ঘণ্টা আগেগত রোজার ঈদে ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রে হত্যা রহস্য উন্মোচন করতে দেখা গেছে মোশাররফ করিমকে। আবারও তিনি আসছেন রহস্য উদ্ঘাটন করতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর দর্শকদের জন্য তৈরি হলো মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘মির্জা’। এতেও তিনি থাকছেন গোয়েন্দা চরিত্রে; তবে প্রাইভেট গোয়েন
১৭ ঘণ্টা আগেআগামীকাল ১১ মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
১৮ ঘণ্টা আগে