সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টেও দারুণ জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ‘সেক্রেড গেমস’ থেকে শুরু করে ‘সিরিয়াস ম্যান’, ‘রাত আকেলি হ্যায়’-এর মত সুপারহিট ওয়েব সিরিজে তাঁকে দেখে মুগ্ধ হয়েছে দর্শক। এবার খোদ নওয়াজুদ্দিন সিদ্দিকীর মুখেই শোনা গেল ওটিটি ছাড়ার সিদ্ধান্তের কথা!
বিনোদনের এই নতুন মাধ্যমের প্রতি এরইমধ্যে ভীষণভাবে বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন তিনি। বলেছেন, ‘আবর্জনা ফেলার জায়গা হয়ে দাঁড়িয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মগুলি।’
তাঁর যুক্তি, অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর সব ওয়েব সিরিজে ভরে উঠছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। তিনি বলেন, ‘ইদানীং এমন সব ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে যার গুণগত মান নিয়ে সত্যিই কিছু বলার নেই। কিছু সিরিজের সিক্যুয়েল তো একেবারেই অপ্রয়োজনীয়।’
ওটিটি প্ল্যাটফর্মগুলো হয়ে উঠেছে প্রযোজদের নতুন ধান্দা— উল্লেখ করে নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেন, ‘ওটিটিগুলো এখন বলিউড প্রযোজকদের ধান্ধা করার জায়গায় পরিণত হয়েছে। স্রেফ ঢালাও ব্যবসা। অজস্র ছবি বা সিরিজ পরপর মুক্তি পাচ্ছে। তার জন্য বিপুল পরিমাণ টাকা পাচ্ছেন প্রযোজকেরা। ফলে সিরিজগুলোর মান নিম্ন থেকে নিম্নতর হচ্ছে। একসময় সেক্রেড গেমস যখন করেছিলাম, তখন ওটিটি মঞ্চ নিয়ে রীতিমতো রোমাঞ্চ কাজ করত। এখন সেটা নেই। বর্তমানে কোনো ওয়েব সিরিজে সেভাবে নতুনত্ব কিছু নেই।’
‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত তারকা আরো বলেন, ‘এককথায় ওটিটির বেশিরভাগ কন্টেন্ট এখন অসহ্য। দেখতে গেলেই বিরক্তি লাগে। ওসবে অভিনয় করব কী করে!’
সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টেও দারুণ জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ‘সেক্রেড গেমস’ থেকে শুরু করে ‘সিরিয়াস ম্যান’, ‘রাত আকেলি হ্যায়’-এর মত সুপারহিট ওয়েব সিরিজে তাঁকে দেখে মুগ্ধ হয়েছে দর্শক। এবার খোদ নওয়াজুদ্দিন সিদ্দিকীর মুখেই শোনা গেল ওটিটি ছাড়ার সিদ্ধান্তের কথা!
বিনোদনের এই নতুন মাধ্যমের প্রতি এরইমধ্যে ভীষণভাবে বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন তিনি। বলেছেন, ‘আবর্জনা ফেলার জায়গা হয়ে দাঁড়িয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মগুলি।’
তাঁর যুক্তি, অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর সব ওয়েব সিরিজে ভরে উঠছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। তিনি বলেন, ‘ইদানীং এমন সব ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে যার গুণগত মান নিয়ে সত্যিই কিছু বলার নেই। কিছু সিরিজের সিক্যুয়েল তো একেবারেই অপ্রয়োজনীয়।’
ওটিটি প্ল্যাটফর্মগুলো হয়ে উঠেছে প্রযোজদের নতুন ধান্দা— উল্লেখ করে নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেন, ‘ওটিটিগুলো এখন বলিউড প্রযোজকদের ধান্ধা করার জায়গায় পরিণত হয়েছে। স্রেফ ঢালাও ব্যবসা। অজস্র ছবি বা সিরিজ পরপর মুক্তি পাচ্ছে। তার জন্য বিপুল পরিমাণ টাকা পাচ্ছেন প্রযোজকেরা। ফলে সিরিজগুলোর মান নিম্ন থেকে নিম্নতর হচ্ছে। একসময় সেক্রেড গেমস যখন করেছিলাম, তখন ওটিটি মঞ্চ নিয়ে রীতিমতো রোমাঞ্চ কাজ করত। এখন সেটা নেই। বর্তমানে কোনো ওয়েব সিরিজে সেভাবে নতুনত্ব কিছু নেই।’
‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত তারকা আরো বলেন, ‘এককথায় ওটিটির বেশিরভাগ কন্টেন্ট এখন অসহ্য। দেখতে গেলেই বিরক্তি লাগে। ওসবে অভিনয় করব কী করে!’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে