সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টেও দারুণ জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ‘সেক্রেড গেমস’ থেকে শুরু করে ‘সিরিয়াস ম্যান’, ‘রাত আকেলি হ্যায়’-এর মত সুপারহিট ওয়েব সিরিজে তাঁকে দেখে মুগ্ধ হয়েছে দর্শক। এবার খোদ নওয়াজুদ্দিন সিদ্দিকীর মুখেই শোনা গেল ওটিটি ছাড়ার সিদ্ধান্তের কথা!
বিনোদনের এই নতুন মাধ্যমের প্রতি এরইমধ্যে ভীষণভাবে বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন তিনি। বলেছেন, ‘আবর্জনা ফেলার জায়গা হয়ে দাঁড়িয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মগুলি।’
তাঁর যুক্তি, অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর সব ওয়েব সিরিজে ভরে উঠছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। তিনি বলেন, ‘ইদানীং এমন সব ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে যার গুণগত মান নিয়ে সত্যিই কিছু বলার নেই। কিছু সিরিজের সিক্যুয়েল তো একেবারেই অপ্রয়োজনীয়।’
ওটিটি প্ল্যাটফর্মগুলো হয়ে উঠেছে প্রযোজদের নতুন ধান্দা— উল্লেখ করে নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেন, ‘ওটিটিগুলো এখন বলিউড প্রযোজকদের ধান্ধা করার জায়গায় পরিণত হয়েছে। স্রেফ ঢালাও ব্যবসা। অজস্র ছবি বা সিরিজ পরপর মুক্তি পাচ্ছে। তার জন্য বিপুল পরিমাণ টাকা পাচ্ছেন প্রযোজকেরা। ফলে সিরিজগুলোর মান নিম্ন থেকে নিম্নতর হচ্ছে। একসময় সেক্রেড গেমস যখন করেছিলাম, তখন ওটিটি মঞ্চ নিয়ে রীতিমতো রোমাঞ্চ কাজ করত। এখন সেটা নেই। বর্তমানে কোনো ওয়েব সিরিজে সেভাবে নতুনত্ব কিছু নেই।’
‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত তারকা আরো বলেন, ‘এককথায় ওটিটির বেশিরভাগ কন্টেন্ট এখন অসহ্য। দেখতে গেলেই বিরক্তি লাগে। ওসবে অভিনয় করব কী করে!’
সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টেও দারুণ জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ‘সেক্রেড গেমস’ থেকে শুরু করে ‘সিরিয়াস ম্যান’, ‘রাত আকেলি হ্যায়’-এর মত সুপারহিট ওয়েব সিরিজে তাঁকে দেখে মুগ্ধ হয়েছে দর্শক। এবার খোদ নওয়াজুদ্দিন সিদ্দিকীর মুখেই শোনা গেল ওটিটি ছাড়ার সিদ্ধান্তের কথা!
বিনোদনের এই নতুন মাধ্যমের প্রতি এরইমধ্যে ভীষণভাবে বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন তিনি। বলেছেন, ‘আবর্জনা ফেলার জায়গা হয়ে দাঁড়িয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মগুলি।’
তাঁর যুক্তি, অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর সব ওয়েব সিরিজে ভরে উঠছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। তিনি বলেন, ‘ইদানীং এমন সব ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে যার গুণগত মান নিয়ে সত্যিই কিছু বলার নেই। কিছু সিরিজের সিক্যুয়েল তো একেবারেই অপ্রয়োজনীয়।’
ওটিটি প্ল্যাটফর্মগুলো হয়ে উঠেছে প্রযোজদের নতুন ধান্দা— উল্লেখ করে নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেন, ‘ওটিটিগুলো এখন বলিউড প্রযোজকদের ধান্ধা করার জায়গায় পরিণত হয়েছে। স্রেফ ঢালাও ব্যবসা। অজস্র ছবি বা সিরিজ পরপর মুক্তি পাচ্ছে। তার জন্য বিপুল পরিমাণ টাকা পাচ্ছেন প্রযোজকেরা। ফলে সিরিজগুলোর মান নিম্ন থেকে নিম্নতর হচ্ছে। একসময় সেক্রেড গেমস যখন করেছিলাম, তখন ওটিটি মঞ্চ নিয়ে রীতিমতো রোমাঞ্চ কাজ করত। এখন সেটা নেই। বর্তমানে কোনো ওয়েব সিরিজে সেভাবে নতুনত্ব কিছু নেই।’
‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত তারকা আরো বলেন, ‘এককথায় ওটিটির বেশিরভাগ কন্টেন্ট এখন অসহ্য। দেখতে গেলেই বিরক্তি লাগে। ওসবে অভিনয় করব কী করে!’
এ বছর অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। গতকাল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এক সংবাদ সম্মেলনে বাড়ির নাম শাহানা চলচ্চিত্রকে অস্কারে পাঠানোর ঘোষণা দেয়।
১২ ঘণ্টা আগেআট বছর আগে জোড়া সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল রুনা খানের। ২০১৭ সালের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তৌকীর আহমেদের ‘হালদা’ ও সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’। তবে রুনা খান এর আগে অভিনয় করেন আরও দুটি সিনেমায়।
২০ ঘণ্টা আগেনাট্যনির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন তাছলিমা খাতুন আয়েশা নামের এক অভিনয়শিল্পী। তাঁর দাবি, অভিনয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে গিয়ে নাসির উদ্দিন আহমেদ মাসুদ, তাঁর সহযোগী বাবর ও অজ্ঞাতনামা একজন ধর্ষণ ও মারধর করেন। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন নির্মাত
২০ ঘণ্টা আগেব্যক্তিগত প্লেলিস্ট থেকে সোশ্যাল মিডিয়ার রিলস—সবখানে সবার পছন্দের গান ‘আপাতে’। দক্ষিণ কোরিয়ার নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য রোজের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। এই জুটির আপাতে প্রকাশিত হয় গত বছরের ১৮ অক্টোবর। তখন থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে রাজত্ব করছে গ
২১ ঘণ্টা আগে