Ajker Patrika

যে কারণে পার্টিতে যান না নওয়াজউদ্দিন সিদ্দিকি

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ২১: ০৫
যে কারণে পার্টিতে যান না নওয়াজউদ্দিন সিদ্দিকি

বলিউডের প্রথম সারির অভিনেতা হয়েও কোনো বলিউডের পার্টিতে তেমন দেখা পাওয়া যায় না নওয়াজউদ্দিন সিদ্দিকির। কেন বলিউডের পার্টিতে হাজির থাকেন না নওয়াজ? নিজেই জবাব দিয়েছেন ‘গ্যাং অব ওয়াসিপুর’ অভিনেতা। জানিয়েছেন, এসব পার্টিতে ‘প্রাণের বড্ড অভাব। পাশাপাশি ভণ্ডামিতে ভরা।’

‘সারফারোশ’ ছবিতে ছোট চরিত্র থেকে বর্তমানে বলিউডের প্রথম সারির অন্যতম তারকা হয়ে ওঠা নওয়াজ আজও থেকে গিয়েছেন সেই পুরোনো নওয়াজেই। ‘বেশির ভাগ ছবিতে যে ধরনের চরিত্রে দেখা যায় আমাকে, বাস্তবেও আমি ঠিক সে রকমই ছাপোষা। সবাই বলে ছবিতে আমার অভিনীত চরিত্রগুলো নাকি বেশ বাস্তবোচিত। এর পেছনে কারণও রয়েছে। বলা হয়, বাস্তবে তুমি যতটা সাধারণ থাকবে, মাটির কাছাকাছি থাকবে তত আরও আন্তর্জাতিক হয়ে উঠবে।’ এক সাক্ষাৎকারে কথাগুলো বলেন নওয়াজ।

নওয়াজউদ্দিন সিদ্দিকিএখানেই থামেননি নওয়াজ। কোনো লুকোছাপা না করেই জানান যে ভণ্ডামি ব্যাপারটিকে তিনি কোনোকালেই বরদাস্ত করতে পারেন না। আর ঠিক এ কারণেই বলিউডের পার্টিতে হাজির হতে অনীহা তাঁর। তিনি বলেন, ‘পর্দায় আমার অভিনীত চরিত্রগুলোর মতো বাস্তবেও ভীষণ সাধারণ আমি। তাই তো বলিউডের ঝাঁ-চকচকে পার্টির মধ্যে থাকার তুলনায় সাধারণ মানুষের সঙ্গে মিশতে বেশি ভালো লাগে আমার। আর তাই কাজ ছাড়া তাদের সঙ্গেই বেশি সময় কাটাই। বলিউড পাড়ার পার্টিগুলোতে প্রাণের বড্ড অভাব। মিথ্যে ব্যাপারস্যাপার এবং ভণ্ডামিতে ভরা, যা আমার একদমই পছন্দ না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত