Ajker Patrika

ইরফান খানের রেখে যাওয়া সিনেমায় কার্তিক আরিয়ান

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৫: ৩২
ইরফান খানের রেখে যাওয়া সিনেমায় কার্তিক আরিয়ান

কোভিড-পূর্ববর্তী সময়ে বেশ কিছু গল্প নিয়ে ইরফান খানের সঙ্গে আলোচনা চালিয়েছিলেন নির্মাতা বিশাল ভরদ্বাজ। এর মধ্যে একটি গল্প চূড়ান্ত হলেও কোভিড মহামারি ও ইরফান খানের মৃত্যুর পর সিনেমাটির নির্মাণ শুরু হয়নি। টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরের শেষে সিনেমাটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। আর ইরফান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন কার্তিক আরিয়ান।

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটির নাম ‘অর্জুন উস্তারা’। সিনেমাটি বিগ বাজেটের হতে চলেছে। এর বাজেট ১৫০ কোটি রুপির বেশি। স্পেন, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন প্রান্তে এর শুটিং হওয়ার কথা রয়েছে। চলতি বছরের দীপাবলির সময় থেকে ‘অর্জুন উস্তারা’র শুটিং শুরুর কথা রয়েছে। ২০২৫ সালের শেষে মুক্তি পাবে সিনেমাটি।

ইরফান খানের কথা মাথায় রেখে গল্পটি তৈরি হলেও, এখন কার্তিকের চরিত্রটিতে বেশ কিছু অদলবদল এনে নতুনভাবে তৈরি করা হচ্ছে। সিনেমাটির গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এতে প্রচুর অ্যাকশন থাকবে।

কার্তিক আরিয়ানএদিকে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে কার্তিক গত বছর ‘সত্য প্রেম কি কথা’তেও কাজ করেছেন। আবার সাজিদের প্রযোজনায় ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতেও কাজ করে ফেলেছেন কার্তিক। যদিও সেই ছবি এখনো মুক্তি পায়নি। তারই আগে কার্তিককে নিয়ে আরও একটা ছবির কথা ঘোষণা করে ফেললেন নির্মাতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...