ছোট পর্দার ‘কুমকুম ভাগ্য’ থেকে এক লাফে ডেমি মুরের সঙ্গে ছবি। তারপর হৃতিক রোশনের সঙ্গে কাজ। ম্রুণাল ঠাকুরের ক্যারিয়ারের বাঁক দেখলে মনে হবে, তিনি যেন লটারি পেয়েছেন! টেলিভিশন সিরিয়াল ‘কুমকুম ভাগ্য’–এর জনপ্রিয় এই অভিনেত্রীর সামনে মুক্তি পাবে ফারহান আখতারের সঙ্গে জুটি হয়ে ‘তুফান’ ছবিটি। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্র অনন্যা। পরিচালক স্ক্রিপ্ট নিয়ে যখন ফারহানের সঙ্গে বসলেন। ফারহান জিজ্ঞেস করলেন, অনন্যা চরিত্রটা কে করছে। পরিচালক জানালেন, খুঁজছি। সঙ্গে সঙ্গে স্ক্রিপ্টে ফারহান লিখে দিলেন ‘ম্রুণাল বেস্ট’। মজার ব্যাপার, এর আগে ফারহানের সঙ্গে কখনো কথা হয়নি ম্রুণালের। তাহলে ফারহানের কেন পছন্দ হলো? ম্রুণালের ‘সুপার থার্টি’ ছবিটি দেখেছিলেন ফারহান। সেই ছবিতে চরিত্রটা এমনই পছন্দ হয়, ম্রুণালকে এই ছবিতে পছন্দ করলেন ছবির অন্যতম প্রযোজক ফারহান।
‘সবকিছুতে আমার কনফিডেন্ট কেমন যেন একটু কম। তাই ওপরওয়ালা এই সিনেমা আমার কপালে লিখেছে। এই সিনেমায় আমি আবার খুব কনফিডেন্ট একটা মেয়ে। ফারহানকে সব সময় কীভাবে মোটিভেট করা যায়, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটাই আমার চরিত্র এই সিনেমায়। চরিত্রটা করার আগে আমি বুঝতে পারছিলাম না ব্যক্তিজীবনে বিপরীত এই চরিত্রটা কীভাবে করব। তবে আমার মা খুব সাহায্য করেছেন।’ বললেন ম্রুণাল। সেটা কীভাবে? ‘ক্যারিয়ারে অনেক সময় ভেঙে পড়েছিলাম যে আমি পারব না। কিন্তু তিনি ছিলেন বলে আমি আজ বলিউডের নায়িকা। রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো পরিচালকের সঙ্গে সিনেমা করতে পারছি। আমার পরিবারের অনেকেই বলেছে যে তুমি পারবে না এই কঠিন পথে হাঁটতে। কিন্তু আমি তো পারলাম।’
ক্যারিয়ারে ছবির সংখ্যা খুব বেশি যোগ হয়নি ম্রুণালের। ‘লাভ সোনিয়া’ ছবির নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক। তার আগে অভিনয় করেছেন দুটি মারাঠি ছবিতে। এরপর জন আব্রাহামের সঙ্গে ‘বাটলা হাউস’, এন্থলজি ফিল্ম ‘গোস্ট স্টোরিজ’। সামনে মুক্তির অপেক্ষায় শহীদ কাপুরের সঙ্গে ‘জার্সি’। বোঝাই যাচ্ছে ম্রুণালের ক্যারিয়ার গ্রাফ।
ম্রুনাল অচিরেই বলিউডের সুপার সেনসেশন হিসেবে বিবেচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। টেলিভিশনে ম্রুণাল খুবই জনপ্রিয় ছিলেন। সেখানকার অভিজ্ঞতা কি তাঁকে বাড়তি সুবিধা দিয়েছে? ‘হ্যাঁ, আর এর জন্য আমি একতা কাপুরের কাছে কৃতজ্ঞ। টেলিভিশন আমাকে কনফিডেন্ট বানিয়েছে। তাই মনোজ বাজপেয়ির সঙ্গে অভিনয় করার সময় একটুও নার্ভাস হইনি।’
ছোট পর্দার ‘কুমকুম ভাগ্য’ থেকে এক লাফে ডেমি মুরের সঙ্গে ছবি। তারপর হৃতিক রোশনের সঙ্গে কাজ। ম্রুণাল ঠাকুরের ক্যারিয়ারের বাঁক দেখলে মনে হবে, তিনি যেন লটারি পেয়েছেন! টেলিভিশন সিরিয়াল ‘কুমকুম ভাগ্য’–এর জনপ্রিয় এই অভিনেত্রীর সামনে মুক্তি পাবে ফারহান আখতারের সঙ্গে জুটি হয়ে ‘তুফান’ ছবিটি। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্র অনন্যা। পরিচালক স্ক্রিপ্ট নিয়ে যখন ফারহানের সঙ্গে বসলেন। ফারহান জিজ্ঞেস করলেন, অনন্যা চরিত্রটা কে করছে। পরিচালক জানালেন, খুঁজছি। সঙ্গে সঙ্গে স্ক্রিপ্টে ফারহান লিখে দিলেন ‘ম্রুণাল বেস্ট’। মজার ব্যাপার, এর আগে ফারহানের সঙ্গে কখনো কথা হয়নি ম্রুণালের। তাহলে ফারহানের কেন পছন্দ হলো? ম্রুণালের ‘সুপার থার্টি’ ছবিটি দেখেছিলেন ফারহান। সেই ছবিতে চরিত্রটা এমনই পছন্দ হয়, ম্রুণালকে এই ছবিতে পছন্দ করলেন ছবির অন্যতম প্রযোজক ফারহান।
‘সবকিছুতে আমার কনফিডেন্ট কেমন যেন একটু কম। তাই ওপরওয়ালা এই সিনেমা আমার কপালে লিখেছে। এই সিনেমায় আমি আবার খুব কনফিডেন্ট একটা মেয়ে। ফারহানকে সব সময় কীভাবে মোটিভেট করা যায়, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটাই আমার চরিত্র এই সিনেমায়। চরিত্রটা করার আগে আমি বুঝতে পারছিলাম না ব্যক্তিজীবনে বিপরীত এই চরিত্রটা কীভাবে করব। তবে আমার মা খুব সাহায্য করেছেন।’ বললেন ম্রুণাল। সেটা কীভাবে? ‘ক্যারিয়ারে অনেক সময় ভেঙে পড়েছিলাম যে আমি পারব না। কিন্তু তিনি ছিলেন বলে আমি আজ বলিউডের নায়িকা। রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো পরিচালকের সঙ্গে সিনেমা করতে পারছি। আমার পরিবারের অনেকেই বলেছে যে তুমি পারবে না এই কঠিন পথে হাঁটতে। কিন্তু আমি তো পারলাম।’
ক্যারিয়ারে ছবির সংখ্যা খুব বেশি যোগ হয়নি ম্রুণালের। ‘লাভ সোনিয়া’ ছবির নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক। তার আগে অভিনয় করেছেন দুটি মারাঠি ছবিতে। এরপর জন আব্রাহামের সঙ্গে ‘বাটলা হাউস’, এন্থলজি ফিল্ম ‘গোস্ট স্টোরিজ’। সামনে মুক্তির অপেক্ষায় শহীদ কাপুরের সঙ্গে ‘জার্সি’। বোঝাই যাচ্ছে ম্রুণালের ক্যারিয়ার গ্রাফ।
ম্রুনাল অচিরেই বলিউডের সুপার সেনসেশন হিসেবে বিবেচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। টেলিভিশনে ম্রুণাল খুবই জনপ্রিয় ছিলেন। সেখানকার অভিজ্ঞতা কি তাঁকে বাড়তি সুবিধা দিয়েছে? ‘হ্যাঁ, আর এর জন্য আমি একতা কাপুরের কাছে কৃতজ্ঞ। টেলিভিশন আমাকে কনফিডেন্ট বানিয়েছে। তাই মনোজ বাজপেয়ির সঙ্গে অভিনয় করার সময় একটুও নার্ভাস হইনি।’
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১৩ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১৬ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১ দিন আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১ দিন আগে