Ajker Patrika

ওটিটিতে পা রাখছেন মিঠুন-শ্রুতি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২০: ২৮
ওটিটিতে পা রাখছেন মিঠুন-শ্রুতি

বড় পর্দায় ইদানীং খুব একটা দেখা যায় না মিঠুন চক্রবর্তীকে। এক-আধটা ছবিতে অভিনয় করলেও বিগত কয়েক বছরে ছোট পর্দায় ডান্স রিয়েলিটি শোয়ের মঞ্চে ‘মহাগুরু’ অর্থাৎ সহজ ভাষায় বিচারকের আসনেই গুছিয়ে বসেছেন ‘ডিস্কো ড্যান্সার’। তবে ভারতীয় সংবাদমাধ্যমের মতে, পর্দায় ফিরছেন মিঠুন। তবে তা কোনো রিয়েলিটি শো নয়। একদম ওয়েব সিরিজে। তা-ও বিগ বাজেটের। সোজা কথায় ওয়েব দুনিয়ায় পা রাখছেন মিঠুন চক্রবর্তী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হবে সেই ওয়েব সিরিজের।

মিঠুনের ক্যারিয়ারে নতুন পর্বে তাঁর পাশে রয়েছেন কমল হাসানের কন্যা দক্ষিণী তারকা অভিনেত্রী শ্রুতি হাসান। জানিয়ে রাখা ভালো, এই একই ওয়েব সিরিজের সুবাদে শ্রুতির ওটিটিতে অভিষেক হচ্ছে।

শ্রুতি হাসানমিঠুন চক্রবর্তী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিগত বেশ কয়েক বছর ধরে ওয়েব সিরিজের অভিনয়ের বহু প্রস্তাব পেয়েছিলেন। তবে তখন তিনি আগ্রহ প্রকাশ করেননি। তবে এবারের ছবিটা ভিন্ন ছিল। পরিচালক মুকুল অভয়ঙ্করের এই নতুন ওয়েব সিরিজের কনসেপ্ট শুনে মিঠুন চিত্রনাট্য শুনতে রাজি হয়ে যান। এই ওয়েব সিরিজে তাঁর চরিত্রটি গুরুত্বপূর্ণ হলেও সিরিজের কেন্দ্রীয় চরিত্রে কিন্তু থাকছেন শ্রুতিই।

২০১৮ সালে মনোজ বাজপেয়ী এবং টাবুকে নিয়ে তৈরি ছবি ‘মিসিং’-এর পরিচালক ছিলেন এই মুকুল অভয়ঙ্কর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত