গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘সেলফি’। কিন্তু বক্স অফিসে হতাশ করছে সিনেমাটি। প্রথম দিনে ‘সেলফি’ আয় করেছে মাত্র ৩ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
তরুণের টুইট অনুযায়ী পিভিআর থেকে আয় ৬৪ লাখ রুপি, ইনক্স থেকে ৪৩ লাখ রুপি, সিনেপোলিস থেকে ২৩ লাখ রুপি আয় করেছে ছবিটি। অর্থাৎ মাল্টিপ্লেক্স চেইনগুলো থেকে মাত্র ১ কোটি ৩০ লাখ রুপি আয় করেছে ছবিটি। বেশ কিছু জায়গায় দর্শক একেবারে কম থাকায় শো বাতিলও করতে হয়। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে পুরো ভারত এবং বিশ্বের অন্যান্য জায়গা মিলে ছবির আয় ৩ কোটি রুপির বেশি নয়।
এত এত আলোচনা, প্রচার, রেকর্ড কিছুতেই ভাগ্য ফেরেনি অক্ষয়ের। সেলফি যদি অক্ষয় কুমারের ভাগ্য না ফেরাতে পারে তবে এটি হবে তাঁর একটানা ৯ম ফ্লপ সিনেমা। সিনেমাটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সমালোচনায় ভেসেছে সামাজিক মাধ্যমগুলো। দর্শকেরা অনেকেই মনে করছেন রিমেক ছবিতে কাজ করার থেকে বিরতি নেওয়া উচিত অক্ষয় কুমারের।
রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ মালায়লাম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক। এই সিনেমায় অক্ষয়–ইমরান ছাড়াও আরও অভিনয় করেছেন–নুসরাত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়াও অতিথি চরিত্রে দেখা গেছে ম্রুনাল ঠাকুরকে। সিনেমাটির প্রযোজনা করেছে ধর্ম প্রোডাকশন, পৃথ্বীরাজ প্রোডাকশন, ম্যাজিক ফ্রেম এবং কেপ অফ গুড ফিল্মস।
গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘সেলফি’। কিন্তু বক্স অফিসে হতাশ করছে সিনেমাটি। প্রথম দিনে ‘সেলফি’ আয় করেছে মাত্র ৩ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
তরুণের টুইট অনুযায়ী পিভিআর থেকে আয় ৬৪ লাখ রুপি, ইনক্স থেকে ৪৩ লাখ রুপি, সিনেপোলিস থেকে ২৩ লাখ রুপি আয় করেছে ছবিটি। অর্থাৎ মাল্টিপ্লেক্স চেইনগুলো থেকে মাত্র ১ কোটি ৩০ লাখ রুপি আয় করেছে ছবিটি। বেশ কিছু জায়গায় দর্শক একেবারে কম থাকায় শো বাতিলও করতে হয়। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে পুরো ভারত এবং বিশ্বের অন্যান্য জায়গা মিলে ছবির আয় ৩ কোটি রুপির বেশি নয়।
এত এত আলোচনা, প্রচার, রেকর্ড কিছুতেই ভাগ্য ফেরেনি অক্ষয়ের। সেলফি যদি অক্ষয় কুমারের ভাগ্য না ফেরাতে পারে তবে এটি হবে তাঁর একটানা ৯ম ফ্লপ সিনেমা। সিনেমাটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সমালোচনায় ভেসেছে সামাজিক মাধ্যমগুলো। দর্শকেরা অনেকেই মনে করছেন রিমেক ছবিতে কাজ করার থেকে বিরতি নেওয়া উচিত অক্ষয় কুমারের।
রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ মালায়লাম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক। এই সিনেমায় অক্ষয়–ইমরান ছাড়াও আরও অভিনয় করেছেন–নুসরাত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়াও অতিথি চরিত্রে দেখা গেছে ম্রুনাল ঠাকুরকে। সিনেমাটির প্রযোজনা করেছে ধর্ম প্রোডাকশন, পৃথ্বীরাজ প্রোডাকশন, ম্যাজিক ফ্রেম এবং কেপ অফ গুড ফিল্মস।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৮ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৬ ঘণ্টা আগে