তামিল পরিচালক অ্যাটলি কুমার-এর প্রথম হিন্দি ছবির শুটিং শুরু করলেন শাহরুখ খান। ‘থেরি’, ‘মার্সাল’, ‘বিগলি’র মতো ব্লকবাস্টার তামিল ছবির পরিচালক অ্যাটলি। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুনেতে গত শনিবার থেকেই শুরু হয়েছে ‘জাওয়ান’ নামের এই ছবির শুটিং। শাহরুখের সঙ্গে শুটিংয়ে যোগ দিয়েছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা নয়নতারা। ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন তিনি। আপাতত ১০ দিনের শুটিং শিডিউল ঠিক করা হয়েছে পুনেতে। এরপর সেখান থেকে মুম্বাই যাবেন বলিউড বাদশাহ। সেখানে দ্বিতীয় দফায় শুটিং শুরু হবে। অ্যাটলির এই ছবি হতে চলেছে পুরোদস্তুর বাণিজ্যিক।
প্রায় আড়াই বছর পর বলিউডে ফিরছেন ‘অন্য রকম’ শাহরুখ। রোমান্স কিং শাহরুখ এবার ভরসা রাখছেন অ্যাকশনে। ‘পাঠান’ ছবির পাশাপাশি এই ছবিতেও দর্শকের জন্য মূল আকর্ষণ হিসেবে থাকছে শাহরুখের অ্যাকশন। ছবিতে তাঁর ডাবল রোল। বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। ছবির মূল চরিত্রে শাহরুখকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর অফিসার হিসেবে দেখা যাবে বলে জানা গেছে।
শাহরুখ-নয়নতারা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুনীল গ্রোভারকে। কাস্টিংয়ে থাকছে আরও চমক। অ্যাটলি-শাহরুখের প্রথম ভেঞ্চারে কাজ করছেন ‘দঙ্গল’খ্যাত সানিয়া মালহোত্রাও। ‘লুডু’, ‘পাগলায়েট’-এর মতো একের পর এক ছবিতে কাজ করে এই মুহূর্তে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন সানিয়া। এ ছাড়া একটি মুখ্য চরিত্রে থাকছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা প্রিয়ামণি। ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে অভিনয় করে দক্ষিণী এই জনপ্রিয় অভিনেত্রী বলিউডেও সুনাম কুড়িয়েছেন। এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে একটি গানে শাহরুখের সঙ্গে নেচেছেন এই নায়িকা।
ছবিতে খলচরিত্রে দেখা যেতে পারে ‘বাহুবলি’খ্যাত দক্ষিণী নায়ক রানা দুগ্গুবাতিকে। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মারাঠি অভিনেত্রী রাতুজা, তামিলের জনপ্রিয় কমেডিয়ান যোগি বাবু।
‘পাঠান’-এর শুটিংয়ের জন্য স্পেনে যাওয়ার আগে এই ছবির শুটিং শুরু করলেন শাহরুখ। পুনে ছাড়াও মুম্বাই ও দুবাইয়ের বেশ কিছু লোকেশনে হবে শুটিং। ছবির বাজেট প্রায় ২০০ কোটি রুপি। তবে কলাকুশলীরা সবাই মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু গোপন খবর আর গোপন থাকেনি যখন শুটিংয়ের কিছু স্টিল ফটো ভাইরাল হয়েছে।
তামিল পরিচালক অ্যাটলি কুমার-এর প্রথম হিন্দি ছবির শুটিং শুরু করলেন শাহরুখ খান। ‘থেরি’, ‘মার্সাল’, ‘বিগলি’র মতো ব্লকবাস্টার তামিল ছবির পরিচালক অ্যাটলি। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুনেতে গত শনিবার থেকেই শুরু হয়েছে ‘জাওয়ান’ নামের এই ছবির শুটিং। শাহরুখের সঙ্গে শুটিংয়ে যোগ দিয়েছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা নয়নতারা। ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন তিনি। আপাতত ১০ দিনের শুটিং শিডিউল ঠিক করা হয়েছে পুনেতে। এরপর সেখান থেকে মুম্বাই যাবেন বলিউড বাদশাহ। সেখানে দ্বিতীয় দফায় শুটিং শুরু হবে। অ্যাটলির এই ছবি হতে চলেছে পুরোদস্তুর বাণিজ্যিক।
প্রায় আড়াই বছর পর বলিউডে ফিরছেন ‘অন্য রকম’ শাহরুখ। রোমান্স কিং শাহরুখ এবার ভরসা রাখছেন অ্যাকশনে। ‘পাঠান’ ছবির পাশাপাশি এই ছবিতেও দর্শকের জন্য মূল আকর্ষণ হিসেবে থাকছে শাহরুখের অ্যাকশন। ছবিতে তাঁর ডাবল রোল। বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। ছবির মূল চরিত্রে শাহরুখকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর অফিসার হিসেবে দেখা যাবে বলে জানা গেছে।
শাহরুখ-নয়নতারা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুনীল গ্রোভারকে। কাস্টিংয়ে থাকছে আরও চমক। অ্যাটলি-শাহরুখের প্রথম ভেঞ্চারে কাজ করছেন ‘দঙ্গল’খ্যাত সানিয়া মালহোত্রাও। ‘লুডু’, ‘পাগলায়েট’-এর মতো একের পর এক ছবিতে কাজ করে এই মুহূর্তে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন সানিয়া। এ ছাড়া একটি মুখ্য চরিত্রে থাকছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা প্রিয়ামণি। ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে অভিনয় করে দক্ষিণী এই জনপ্রিয় অভিনেত্রী বলিউডেও সুনাম কুড়িয়েছেন। এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে একটি গানে শাহরুখের সঙ্গে নেচেছেন এই নায়িকা।
ছবিতে খলচরিত্রে দেখা যেতে পারে ‘বাহুবলি’খ্যাত দক্ষিণী নায়ক রানা দুগ্গুবাতিকে। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মারাঠি অভিনেত্রী রাতুজা, তামিলের জনপ্রিয় কমেডিয়ান যোগি বাবু।
‘পাঠান’-এর শুটিংয়ের জন্য স্পেনে যাওয়ার আগে এই ছবির শুটিং শুরু করলেন শাহরুখ। পুনে ছাড়াও মুম্বাই ও দুবাইয়ের বেশ কিছু লোকেশনে হবে শুটিং। ছবির বাজেট প্রায় ২০০ কোটি রুপি। তবে কলাকুশলীরা সবাই মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু গোপন খবর আর গোপন থাকেনি যখন শুটিংয়ের কিছু স্টিল ফটো ভাইরাল হয়েছে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১০ ঘণ্টা আগে