নওয়াজুদ্দিন সিদ্দিকি ভারতের বর্তমান অভিনেতাদের মধ্যে সেরা একজন। তবে তাঁর এই রাস্তা মোটেও সহজ ছিল না। অনেক কষ্ট ও পরিশ্রমে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের কিছু কঠিন সংগ্রামের দিন স্মরণ করেছেন তিনি।
সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘হাজারবার আমি অপমানিত হয়েছি। শুটিং সেটে কখনো যদি স্পট বয়ের কাছ থেকে পানি চাইতাম, তারা আমাকে সম্পূর্ণ ইগনোর করত। আমার নিজের উঠে গিয়ে পানি নিয়ে আসতে হতো। এ ছাড়া একাধিক প্রযোজনা সংস্থা বিভিন্ন কলাকুশলীর জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থা রাখত। জুনিয়র আর্টিস্টরা আলাদা খেত, সাপোর্টিং আর্টিস্টরা আলাদা আবার ছবির প্রধান অভিনেতাদের জন্যও আলাদা জায়গা থাকত।’
তিনি আরও বলেন, ‘যশ রাজ ফিল্মসের মতো কিছু প্রযোজনা প্রতিষ্ঠান সবার একসঙ্গে খাওয়াদাওয়ার ব্যবস্থা করত, তবে কিছু জায়গায় আবার সেই ভেদাভেদ থাকত। আমি কখনো যদি সিনেমার প্রধান অভিনেতাদের সঙ্গে খেতে চাইতাম, আমাকে কলার ধরে টেনে নিয়ে যাওয়া হতো। ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হতো আমাকে। আমার খুব অপমানবোধ হতো তখন, রেগে যেতাম। ভাবতাম, অভিনেতা হিসেবে অন্তত কিছু সম্মান তো দেওয়া হবে! কিন্তু সেসব কিছুই হতো না।’
প্রায় দুই দশকের পরিশ্রম ও সংগ্রামে নওয়াজুদ্দিন সিদ্দিকি নিজেকে ভারতের অন্যতম সেরা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বলিউডে তাঁর সফরটা খুব মসৃণ ছিল না। প্রাথমিকভাবে ছোটখাটো চরিত্র দিয়ে শুরু করলেও পরে একের পর এক ছক ভাঙা চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছেন।
‘সারফারোশ’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘মনোরমা সিক্স ফিট আন্ডার’ ইত্যাদি সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেও নওয়াজুদ্দিন তাঁর জাত চিনিয়েছেন। এরপর ধীরে ধীরে ‘স্যাক্রেড গেমস’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ইত্যাদি সিনেমায় তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।
সামনে নওয়াজুদ্দিনকে দেখা যাবে একাধিক সিনেমায়। ‘নুরানি চেহরা’, ‘হাড্ডি’, ‘টিকু ওয়েডস শেরু’ ইত্যাদি সিনেমায় দেখা যাবে তাঁকে।
নওয়াজুদ্দিন সিদ্দিকি ভারতের বর্তমান অভিনেতাদের মধ্যে সেরা একজন। তবে তাঁর এই রাস্তা মোটেও সহজ ছিল না। অনেক কষ্ট ও পরিশ্রমে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের কিছু কঠিন সংগ্রামের দিন স্মরণ করেছেন তিনি।
সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘হাজারবার আমি অপমানিত হয়েছি। শুটিং সেটে কখনো যদি স্পট বয়ের কাছ থেকে পানি চাইতাম, তারা আমাকে সম্পূর্ণ ইগনোর করত। আমার নিজের উঠে গিয়ে পানি নিয়ে আসতে হতো। এ ছাড়া একাধিক প্রযোজনা সংস্থা বিভিন্ন কলাকুশলীর জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থা রাখত। জুনিয়র আর্টিস্টরা আলাদা খেত, সাপোর্টিং আর্টিস্টরা আলাদা আবার ছবির প্রধান অভিনেতাদের জন্যও আলাদা জায়গা থাকত।’
তিনি আরও বলেন, ‘যশ রাজ ফিল্মসের মতো কিছু প্রযোজনা প্রতিষ্ঠান সবার একসঙ্গে খাওয়াদাওয়ার ব্যবস্থা করত, তবে কিছু জায়গায় আবার সেই ভেদাভেদ থাকত। আমি কখনো যদি সিনেমার প্রধান অভিনেতাদের সঙ্গে খেতে চাইতাম, আমাকে কলার ধরে টেনে নিয়ে যাওয়া হতো। ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হতো আমাকে। আমার খুব অপমানবোধ হতো তখন, রেগে যেতাম। ভাবতাম, অভিনেতা হিসেবে অন্তত কিছু সম্মান তো দেওয়া হবে! কিন্তু সেসব কিছুই হতো না।’
প্রায় দুই দশকের পরিশ্রম ও সংগ্রামে নওয়াজুদ্দিন সিদ্দিকি নিজেকে ভারতের অন্যতম সেরা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বলিউডে তাঁর সফরটা খুব মসৃণ ছিল না। প্রাথমিকভাবে ছোটখাটো চরিত্র দিয়ে শুরু করলেও পরে একের পর এক ছক ভাঙা চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছেন।
‘সারফারোশ’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘মনোরমা সিক্স ফিট আন্ডার’ ইত্যাদি সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেও নওয়াজুদ্দিন তাঁর জাত চিনিয়েছেন। এরপর ধীরে ধীরে ‘স্যাক্রেড গেমস’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ইত্যাদি সিনেমায় তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।
সামনে নওয়াজুদ্দিনকে দেখা যাবে একাধিক সিনেমায়। ‘নুরানি চেহরা’, ‘হাড্ডি’, ‘টিকু ওয়েডস শেরু’ ইত্যাদি সিনেমায় দেখা যাবে তাঁকে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে