Ajker Patrika

প্রধান অভিনেতাদের সঙ্গে খেতে চাওয়ার আবদার, ঘাড় ধাক্কা খেয়েছিলেন নওয়াজ

আপডেট : ০৪ জুন ২০২৩, ১৪: ১৪
প্রধান অভিনেতাদের সঙ্গে খেতে চাওয়ার আবদার, ঘাড় ধাক্কা খেয়েছিলেন নওয়াজ

নওয়াজুদ্দিন সিদ্দিকি ভারতের বর্তমান অভিনেতাদের মধ্যে সেরা একজন। তবে তাঁর এই রাস্তা মোটেও সহজ ছিল না। অনেক কষ্ট ও পরিশ্রমে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের কিছু কঠিন সংগ্রামের দিন স্মরণ করেছেন তিনি। 

সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘হাজারবার আমি অপমানিত হয়েছি। শুটিং সেটে কখনো যদি স্পট বয়ের কাছ থেকে পানি চাইতাম, তারা আমাকে সম্পূর্ণ ইগনোর করত। আমার নিজের উঠে গিয়ে পানি নিয়ে আসতে হতো। এ ছাড়া একাধিক প্রযোজনা সংস্থা বিভিন্ন কলাকুশলীর জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থা রাখত। জুনিয়র আর্টিস্টরা আলাদা খেত, সাপোর্টিং আর্টিস্টরা আলাদা আবার ছবির প্রধান অভিনেতাদের জন্যও আলাদা জায়গা থাকত।’

তিনি আরও বলেন, ‘যশ রাজ ফিল্মসের মতো কিছু প্রযোজনা প্রতিষ্ঠান সবার একসঙ্গে খাওয়াদাওয়ার ব্যবস্থা করত, তবে কিছু জায়গায় আবার সেই ভেদাভেদ থাকত। আমি কখনো যদি সিনেমার প্রধান অভিনেতাদের সঙ্গে খেতে চাইতাম, আমাকে কলার ধরে টেনে নিয়ে যাওয়া হতো। ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হতো আমাকে। আমার খুব অপমানবোধ হতো তখন, রেগে যেতাম। ভাবতাম, অভিনেতা হিসেবে অন্তত কিছু সম্মান তো দেওয়া হবে! কিন্তু সেসব কিছুই হতো না।’

বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকিপ্রায় দুই দশকের পরিশ্রম ও সংগ্রামে নওয়াজুদ্দিন সিদ্দিকি নিজেকে ভারতের অন্যতম সেরা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বলিউডে তাঁর সফরটা খুব মসৃণ ছিল না। প্রাথমিকভাবে ছোটখাটো চরিত্র দিয়ে শুরু করলেও পরে একের পর এক ছক ভাঙা চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছেন।

 ‘সারফারোশ’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘মনোরমা সিক্স ফিট আন্ডার’ ইত্যাদি সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেও নওয়াজুদ্দিন তাঁর জাত চিনিয়েছেন। এরপর ধীরে ধীরে ‘স্যাক্রেড গেমস’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ইত্যাদি সিনেমায় তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।

সামনে নওয়াজুদ্দিনকে দেখা যাবে একাধিক সিনেমায়। ‘নুরানি চেহরা’, ‘হাড্ডি’, ‘টিকু ওয়েডস শেরু’ ইত্যাদি সিনেমায় দেখা যাবে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত