জুটি বাঁধতে চলেছেন রিতেশ দেশমুখ ও সোনাক্ষী সিনহা। মারাঠি পরিচালক আদিত্যের পরবর্তী হিন্দি সিনেমায় একসঙ্গে দেখা যাবে রিতেশ-সোনাক্ষীকে।
অনেক দিন ধরেই মারাঠি সিনেমা পরিচালনা করছেন আদিত্য। এখন হিন্দি সিনেমায়ও ধীরে ধীরে পরিচালনার কাজ শুরু করেছেন তিনি। বেশ কিছু চিত্রনাট্য তৈরি।
আদিত্যের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মুঞ্জ্যা’ বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে। এই হরর কমেডি সিনেমা মুক্তি পেয়েছে গত শুক্রবার। বড় তারকা না থাকার পরও প্রথম দুই দিনেই প্রায় ১০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।
রিতেশ-সোনাক্ষীকে নিয়ে যে সিনেমার কাজ শুরু করতে চলেছেন আদিত্য, সেটিও একটি হরর কমেডি ঘরানার। সিনেমাটির শিরোনাম ‘কাকুড়া’। লোকগাথা অবলম্বন সিনেমাটির চিত্রনাট্য তৈরি করছেন চিরাগ গর্গ ও অবিনাশ দ্বিবেদী। সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রনি স্ক্রুওয়ালা।
শোনা যাচ্ছে, কোনো গ্রামের প্রেক্ষাপটেই তৈরি হবে এই হরর-কমেডি ঘরানার সিনেমাটি। এর আগেও আদিত্যর সঙ্গে মারাঠি সিনেমা ‘মৌলি’তে কাজ করেছেন রিতেশ।
‘কাকুড়া’ সিনেমার শুটিং শুরু হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই। পূজার আগেই মুক্তি পাওয়ার কথা রয়েছে একটি ওটিটি প্ল্যাটফরমে। তবে কোন প্ল্যাটফরমে আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
জুটি বাঁধতে চলেছেন রিতেশ দেশমুখ ও সোনাক্ষী সিনহা। মারাঠি পরিচালক আদিত্যের পরবর্তী হিন্দি সিনেমায় একসঙ্গে দেখা যাবে রিতেশ-সোনাক্ষীকে।
অনেক দিন ধরেই মারাঠি সিনেমা পরিচালনা করছেন আদিত্য। এখন হিন্দি সিনেমায়ও ধীরে ধীরে পরিচালনার কাজ শুরু করেছেন তিনি। বেশ কিছু চিত্রনাট্য তৈরি।
আদিত্যের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মুঞ্জ্যা’ বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে। এই হরর কমেডি সিনেমা মুক্তি পেয়েছে গত শুক্রবার। বড় তারকা না থাকার পরও প্রথম দুই দিনেই প্রায় ১০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।
রিতেশ-সোনাক্ষীকে নিয়ে যে সিনেমার কাজ শুরু করতে চলেছেন আদিত্য, সেটিও একটি হরর কমেডি ঘরানার। সিনেমাটির শিরোনাম ‘কাকুড়া’। লোকগাথা অবলম্বন সিনেমাটির চিত্রনাট্য তৈরি করছেন চিরাগ গর্গ ও অবিনাশ দ্বিবেদী। সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রনি স্ক্রুওয়ালা।
শোনা যাচ্ছে, কোনো গ্রামের প্রেক্ষাপটেই তৈরি হবে এই হরর-কমেডি ঘরানার সিনেমাটি। এর আগেও আদিত্যর সঙ্গে মারাঠি সিনেমা ‘মৌলি’তে কাজ করেছেন রিতেশ।
‘কাকুড়া’ সিনেমার শুটিং শুরু হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই। পূজার আগেই মুক্তি পাওয়ার কথা রয়েছে একটি ওটিটি প্ল্যাটফরমে। তবে কোন প্ল্যাটফরমে আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে