যশরাজ ফিল্মসের ছবি দিয়ে বাণী কাপুরের বলিউডজীবন শুরু। এই প্রযোজনা প্রতিষ্ঠানের হয়েই একের পর এক ছবিতে কাজ করেছেন তিনি। রণবীর সিং, সুশান্ত সিং রাজপুতের পর হৃতিক রোশন, টাইগার শ্রফের মতো নায়কদের সঙ্গে অভিনয় করেছেন বাণী।
সর্বশেষ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ ছবিতে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী বাণী কাপুরকে। এতে তাঁর বিপরীতে ছিলেন হৃতিক রোশন। আবারও অ্যাকশন ছবিতে দেখা যাবে বাণীকে। তবে এবার অক্ষয় কুমারের সঙ্গে। ছবির নাম ‘বেল বটম’। ১৯ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি। পরিচালনা করছেন রণজিত তিওয়ারি। ছবিতে কাজ করতে পেরে ‘রোমাঞ্চিত’ বলে জানিয়েছেন বাণী। এতে তাঁর চরিত্রটি সংক্ষিপ্ত হলেও বেশ গুরুত্বপূর্ণ বলে অভিমত অভিনেত্রীর।
বাণী বলছেন, ‘আমি খুবই ভাগ্যবান যে হিন্দি ছবির অন্যতম আইকন অক্ষয় কুমারের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। আমার ওপর ভরসা রাখার জন্য আমি কৃতজ্ঞ। ছবিতে আমি খুবই ছোট চরিত্রে অভিনয় করেছি। ক্যারিয়ারের এই সময়ে কেউ এত ছোট চরিত্র করার মতো রিস্ক নেবে না। কিন্তু আমি নিয়েছি। কারণ অক্ষয় কুমার। তাকে না করতে পারিনি। তবে আমি আশাবাদী, এই ছোট চরিত্রের জন্যও দর্শকের প্রশংসা পাব।’
বাণী কাপুর আরও জানান, তাঁর বাবাও অক্ষয় কুমারের ভক্ত। মেয়ে অক্ষয়ের সঙ্গে কাজ করছেন শুনে তিনিও খুব আনন্দিত। নায়িকার কথায় জানা গেল, যখনই তাঁর বাবা শুনেছেন যে মেয়ের কাছে অক্ষয়ের সঙ্গে অভিনয়ের প্রস্তাব এসেছে, তিনি নাকি শিশুর মতো আনন্দিত হয়ে পড়েন। বাবার এই আনন্দ দেখে আর একমুহূর্ত দেরি না করে ছবিতে কাজ করার সম্মতি জানিয়ে দেন বাণী।
বাণী জানান, শুটিংয়ের সময় তাঁর বাবাও সঙ্গে ছিলেন। অক্ষয়ের সঙ্গে আড্ডার সুযোগ পেয়ে ভীষণ খুশি তিনি। সব মিলিয়ে ‘বেল বটম’ ছবিটা বাণীর জন্য আলাদা অভিজ্ঞতা হয়ে থাকবে। এখন বাণীর অপেক্ষা দর্শকদের প্রতিক্রিয়া জানার।
বেশ কিছু বিজ্ঞাপনের সুবাদে মডেলিংয়ের দুনিয়ায় পরিচিত এক মুখ হয়ে উঠেছেন বাণী। তাঁকে দেখা গিয়েছিল যশরাজ ফিল্মসের মিউজিক ভিডিও ‘ম্যায় ইয়ার মনানা নি’তেও। ‘ম্যাক্সিম’, ‘কসমোপলিটন’, ‘এল’, ‘ভোগ’সহ বিখ্যাত লাইফস্টাইল পত্রিকার প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন তিনি। ব্যক্তিজীবন নিয়েও এই নায়িকা কম আলোচিত নন। প্রথমে ফ্যাশন ডিজাইনার নিখিল থাম্পি এবং পরে পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে বাণীর প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে দুটি সম্পর্কের কথাই অস্বীকার করেছেন তিনি।
পোশাক নিয়েও বাণীকে চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল একবার। তাঁর নামে দায়ের করা হয়েছিল এফআইআর। ২০১৯ সারের নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছিলেন বাণী। সেখানে তিনি একটি খোলামেলা টপ পরেছিলেন। কাপড়টিতে ‘রাম’ নাম লেখা ছিল। এরপর বাণীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। বাণীকে ক্ষমা চাইতে হবে এমন দাবি ওঠে। ক্ষমা না চাইলেও শেষ পর্যন্ত তুমুল সমালোচনায় ছবিটি প্রোফাইল থেকে সরিয়ে দেন বাণী।
যশরাজ ফিল্মসের ছবি দিয়ে বাণী কাপুরের বলিউডজীবন শুরু। এই প্রযোজনা প্রতিষ্ঠানের হয়েই একের পর এক ছবিতে কাজ করেছেন তিনি। রণবীর সিং, সুশান্ত সিং রাজপুতের পর হৃতিক রোশন, টাইগার শ্রফের মতো নায়কদের সঙ্গে অভিনয় করেছেন বাণী।
সর্বশেষ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ ছবিতে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী বাণী কাপুরকে। এতে তাঁর বিপরীতে ছিলেন হৃতিক রোশন। আবারও অ্যাকশন ছবিতে দেখা যাবে বাণীকে। তবে এবার অক্ষয় কুমারের সঙ্গে। ছবির নাম ‘বেল বটম’। ১৯ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি। পরিচালনা করছেন রণজিত তিওয়ারি। ছবিতে কাজ করতে পেরে ‘রোমাঞ্চিত’ বলে জানিয়েছেন বাণী। এতে তাঁর চরিত্রটি সংক্ষিপ্ত হলেও বেশ গুরুত্বপূর্ণ বলে অভিমত অভিনেত্রীর।
বাণী বলছেন, ‘আমি খুবই ভাগ্যবান যে হিন্দি ছবির অন্যতম আইকন অক্ষয় কুমারের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। আমার ওপর ভরসা রাখার জন্য আমি কৃতজ্ঞ। ছবিতে আমি খুবই ছোট চরিত্রে অভিনয় করেছি। ক্যারিয়ারের এই সময়ে কেউ এত ছোট চরিত্র করার মতো রিস্ক নেবে না। কিন্তু আমি নিয়েছি। কারণ অক্ষয় কুমার। তাকে না করতে পারিনি। তবে আমি আশাবাদী, এই ছোট চরিত্রের জন্যও দর্শকের প্রশংসা পাব।’
বাণী কাপুর আরও জানান, তাঁর বাবাও অক্ষয় কুমারের ভক্ত। মেয়ে অক্ষয়ের সঙ্গে কাজ করছেন শুনে তিনিও খুব আনন্দিত। নায়িকার কথায় জানা গেল, যখনই তাঁর বাবা শুনেছেন যে মেয়ের কাছে অক্ষয়ের সঙ্গে অভিনয়ের প্রস্তাব এসেছে, তিনি নাকি শিশুর মতো আনন্দিত হয়ে পড়েন। বাবার এই আনন্দ দেখে আর একমুহূর্ত দেরি না করে ছবিতে কাজ করার সম্মতি জানিয়ে দেন বাণী।
বাণী জানান, শুটিংয়ের সময় তাঁর বাবাও সঙ্গে ছিলেন। অক্ষয়ের সঙ্গে আড্ডার সুযোগ পেয়ে ভীষণ খুশি তিনি। সব মিলিয়ে ‘বেল বটম’ ছবিটা বাণীর জন্য আলাদা অভিজ্ঞতা হয়ে থাকবে। এখন বাণীর অপেক্ষা দর্শকদের প্রতিক্রিয়া জানার।
বেশ কিছু বিজ্ঞাপনের সুবাদে মডেলিংয়ের দুনিয়ায় পরিচিত এক মুখ হয়ে উঠেছেন বাণী। তাঁকে দেখা গিয়েছিল যশরাজ ফিল্মসের মিউজিক ভিডিও ‘ম্যায় ইয়ার মনানা নি’তেও। ‘ম্যাক্সিম’, ‘কসমোপলিটন’, ‘এল’, ‘ভোগ’সহ বিখ্যাত লাইফস্টাইল পত্রিকার প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন তিনি। ব্যক্তিজীবন নিয়েও এই নায়িকা কম আলোচিত নন। প্রথমে ফ্যাশন ডিজাইনার নিখিল থাম্পি এবং পরে পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে বাণীর প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে দুটি সম্পর্কের কথাই অস্বীকার করেছেন তিনি।
পোশাক নিয়েও বাণীকে চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল একবার। তাঁর নামে দায়ের করা হয়েছিল এফআইআর। ২০১৯ সারের নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছিলেন বাণী। সেখানে তিনি একটি খোলামেলা টপ পরেছিলেন। কাপড়টিতে ‘রাম’ নাম লেখা ছিল। এরপর বাণীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। বাণীকে ক্ষমা চাইতে হবে এমন দাবি ওঠে। ক্ষমা না চাইলেও শেষ পর্যন্ত তুমুল সমালোচনায় ছবিটি প্রোফাইল থেকে সরিয়ে দেন বাণী।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১১ ঘণ্টা আগে