নেটফ্লিক্সের সাড়াজাগানো সিরিজ ‘সেক্রেড গেমস’। প্রথম সিজনের অকল্পনীয় সাফল্যের পর তৈরি হয় দ্বিতীয় সিজনও। অনেকে এ সিরিজের তৃতীয় সিজনের অপেক্ষায় আছেন। তাঁদের জন্য খারাপ খবর— আসছে না ‘সেক্রেড গেমস’-এর আর কোনো মৌসুম। এ খবর জানিয়েছেন সিরিজের অন্যতম পরিচালক অনুরাগ কাশ্যপ।
যে কারণে তৃতীয় সিজন না আসার খবর জানাতে হলো নির্মাতাকে, সেটি খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি বিজ্ঞাপন। যেখানে দেখা গেছে, সেক্রেড গেমসের নতুন সিজনের জন্য অভিনেত্রী খুঁজছেন এক কাস্টিং ডিরেক্টর।
বিজ্ঞাপনটিতে লেখা আছে, ২০ থেকে ২৮, ৩০ থেকে ৪০ ও পঞ্চাশোর্ধ—এই তিন বয়সের অভিনেত্রী দরকার সেক্রেড গেমসে অভিনয়ের জন্য। নতুন সিরিজে নাকি একাধিক সাহসী দৃশ্য থাকবে! তাই গল্পের প্রয়োজনে অভিনেত্রীদেরও সাহসী হতে হবে!
বিজ্ঞাপনটি চোখে পড়েছে নির্মাতা অনুরাগ কাশ্যপের। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সবাইকে সাবধান করলেন তিনি। জানিয়ে দিলেন, বিজ্ঞাপনটি সম্পূর্ণ ভুয়া। সেক্রেড গেমসের তৃতীয় সিজনের কোনো পরিকল্পনাই নেই তাঁদের।
অনুরাগ কাশ্যপ বলেন, ‘রাজবীর নামের ওই কাস্টিং ডিরেক্টর একেবারেই ভুয়া। এই খবরও মিথ্যে। সেক্রেড গেমস থ্রি নিয়ে কোনো পরিকল্পনা নেই। এই বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। এদের থেকে দূরত্ব বজায় রাখুন।’
নেটফ্লিক্সের সাড়াজাগানো সিরিজ ‘সেক্রেড গেমস’। প্রথম সিজনের অকল্পনীয় সাফল্যের পর তৈরি হয় দ্বিতীয় সিজনও। অনেকে এ সিরিজের তৃতীয় সিজনের অপেক্ষায় আছেন। তাঁদের জন্য খারাপ খবর— আসছে না ‘সেক্রেড গেমস’-এর আর কোনো মৌসুম। এ খবর জানিয়েছেন সিরিজের অন্যতম পরিচালক অনুরাগ কাশ্যপ।
যে কারণে তৃতীয় সিজন না আসার খবর জানাতে হলো নির্মাতাকে, সেটি খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি বিজ্ঞাপন। যেখানে দেখা গেছে, সেক্রেড গেমসের নতুন সিজনের জন্য অভিনেত্রী খুঁজছেন এক কাস্টিং ডিরেক্টর।
বিজ্ঞাপনটিতে লেখা আছে, ২০ থেকে ২৮, ৩০ থেকে ৪০ ও পঞ্চাশোর্ধ—এই তিন বয়সের অভিনেত্রী দরকার সেক্রেড গেমসে অভিনয়ের জন্য। নতুন সিরিজে নাকি একাধিক সাহসী দৃশ্য থাকবে! তাই গল্পের প্রয়োজনে অভিনেত্রীদেরও সাহসী হতে হবে!
বিজ্ঞাপনটি চোখে পড়েছে নির্মাতা অনুরাগ কাশ্যপের। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সবাইকে সাবধান করলেন তিনি। জানিয়ে দিলেন, বিজ্ঞাপনটি সম্পূর্ণ ভুয়া। সেক্রেড গেমসের তৃতীয় সিজনের কোনো পরিকল্পনাই নেই তাঁদের।
অনুরাগ কাশ্যপ বলেন, ‘রাজবীর নামের ওই কাস্টিং ডিরেক্টর একেবারেই ভুয়া। এই খবরও মিথ্যে। সেক্রেড গেমস থ্রি নিয়ে কোনো পরিকল্পনা নেই। এই বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। এদের থেকে দূরত্ব বজায় রাখুন।’
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
২০ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ দিন আগে