বিনোদন ডেস্ক
যেকোনো সিনেমার সাফল্যের পেছনে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হয় পাইরেসিকে। প্রযোজকদের কোটি কোটি টাকার ক্ষতিরও কারণ এই পাইরেসি। প্রায়ই দেখা যায়, হলে সিনেমা মুক্তির কয়েক দিনের মধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়ে পাইরেটেড কপি। তাতে হলে দর্শকসংখ্যা কমে যায়, নির্মাতাদের মাথায় হাত ওঠে। তবে এই পাইরেসি আশীর্বাদ হয়ে এসেছিল আমির খানের জীবনে। আমির অকপটে স্বীকার করলেন তাঁর তারকাখ্যাতির পেছনে পাইরেসির ভূমিকা অনেক।
এবিপি নেটওয়ার্ক আয়োজিত ‘আইডিয়াস অব ইন্ডিয়া সামিট’ অনুষ্ঠানে গত শনিবার অংশ নেন আমির খান। সেখানে তাঁর ক্যারিয়ার ও সাফল্য-ব্যর্থতা নিয়ে ৪০ মিনিটের বেশি সময় আলোচনা করেন। সেখানেই জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে পাইরেসি। কীভাবে? গল্পে গল্পে আমির ফিরে গেলেন ২০০৯ সালে।
সে বছর আমিরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তি পায়। ভারতে সিনেমাটি তুমুল সাফল্য পায়। কয়েক মাস পর অনেকের মারফত খবর পেলেন, চীনেও থ্রি ইডিয়টস নিয়ে আলোচনা তুঙ্গে। সেখানকার তরুণ প্রজন্ম বলতে গেলে এ সিনেমায় বুঁদ তখন। অথচ তখনো চীনের হলে থ্রি ইডিয়টস মুক্তি পায়নি। মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এ সিনেমার সুনাম। ব্যাপকসংখ্যক তরুণ থ্রি ইডিয়টস পাইরেসি করে উপভোগ করছিল। আমির বলেন, ‘পাইরেসির কল্যাণে চীনে আমার নাম ছড়িয়ে পড়ল। পাইরেসিই আমাকে সেখানে তারকা বানিয়ে দিয়েছে। এই কৃতিত্ব অবশ্যই চীনের দর্শকদের, ভিন্ন ভাষা ও সংস্কৃতির সিনেমা হওয়া সত্ত্বেও যাঁরা থ্রি ইডিয়টস এতটা উপভোগ করেছেন।’
বছর দুয়েক পর চীনে থ্রি ইডিয়টস মুক্তি দেওয়া হয়। যদিও তত দিনে ব্যাপকসংখ্যক দর্শক দেখে ফেলেছেন, তবু চীনের হলে ভালোই সাড়া পেয়েছিলেন নির্মাতারা। দেশটিতে থ্রি ইডিয়টসের এ সাফল্যে চীনে ভারতীয় সিনেমার দুয়ার খুলে যায়। বিশেষ করে আমিরের সিনেমা নিয়ে মুখিয়ে থাকেন সেখানকার দর্শক।
পরবর্তী সময়ে তাঁর ‘পিকে’, ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ চীনের হলে ব্যাপক জনপ্রিয়তা পায়। সিক্রেট সুপারস্টার শুধু চীনের বাজার থেকে আয় করে প্রায় আড়াই শ কোটি রুপি।
যেকোনো সিনেমার সাফল্যের পেছনে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হয় পাইরেসিকে। প্রযোজকদের কোটি কোটি টাকার ক্ষতিরও কারণ এই পাইরেসি। প্রায়ই দেখা যায়, হলে সিনেমা মুক্তির কয়েক দিনের মধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়ে পাইরেটেড কপি। তাতে হলে দর্শকসংখ্যা কমে যায়, নির্মাতাদের মাথায় হাত ওঠে। তবে এই পাইরেসি আশীর্বাদ হয়ে এসেছিল আমির খানের জীবনে। আমির অকপটে স্বীকার করলেন তাঁর তারকাখ্যাতির পেছনে পাইরেসির ভূমিকা অনেক।
এবিপি নেটওয়ার্ক আয়োজিত ‘আইডিয়াস অব ইন্ডিয়া সামিট’ অনুষ্ঠানে গত শনিবার অংশ নেন আমির খান। সেখানে তাঁর ক্যারিয়ার ও সাফল্য-ব্যর্থতা নিয়ে ৪০ মিনিটের বেশি সময় আলোচনা করেন। সেখানেই জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে পাইরেসি। কীভাবে? গল্পে গল্পে আমির ফিরে গেলেন ২০০৯ সালে।
সে বছর আমিরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তি পায়। ভারতে সিনেমাটি তুমুল সাফল্য পায়। কয়েক মাস পর অনেকের মারফত খবর পেলেন, চীনেও থ্রি ইডিয়টস নিয়ে আলোচনা তুঙ্গে। সেখানকার তরুণ প্রজন্ম বলতে গেলে এ সিনেমায় বুঁদ তখন। অথচ তখনো চীনের হলে থ্রি ইডিয়টস মুক্তি পায়নি। মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এ সিনেমার সুনাম। ব্যাপকসংখ্যক তরুণ থ্রি ইডিয়টস পাইরেসি করে উপভোগ করছিল। আমির বলেন, ‘পাইরেসির কল্যাণে চীনে আমার নাম ছড়িয়ে পড়ল। পাইরেসিই আমাকে সেখানে তারকা বানিয়ে দিয়েছে। এই কৃতিত্ব অবশ্যই চীনের দর্শকদের, ভিন্ন ভাষা ও সংস্কৃতির সিনেমা হওয়া সত্ত্বেও যাঁরা থ্রি ইডিয়টস এতটা উপভোগ করেছেন।’
বছর দুয়েক পর চীনে থ্রি ইডিয়টস মুক্তি দেওয়া হয়। যদিও তত দিনে ব্যাপকসংখ্যক দর্শক দেখে ফেলেছেন, তবু চীনের হলে ভালোই সাড়া পেয়েছিলেন নির্মাতারা। দেশটিতে থ্রি ইডিয়টসের এ সাফল্যে চীনে ভারতীয় সিনেমার দুয়ার খুলে যায়। বিশেষ করে আমিরের সিনেমা নিয়ে মুখিয়ে থাকেন সেখানকার দর্শক।
পরবর্তী সময়ে তাঁর ‘পিকে’, ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ চীনের হলে ব্যাপক জনপ্রিয়তা পায়। সিক্রেট সুপারস্টার শুধু চীনের বাজার থেকে আয় করে প্রায় আড়াই শ কোটি রুপি।
সিনেমায় তিন খানের একসঙ্গে দেখা পেতে হলে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তবে আমির, সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখার সুযোগ এসে গেছে। এ মাসেই সৌদি আরবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।
৩ ঘণ্টা আগেবাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
১৫ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
১৫ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
১৫ ঘণ্টা আগে