কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ বছরের অন্যতম বলিউড হিট। গত ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটিতে বলিউডের কোনো বড় মুখ ছিলেন না, এমনকি এর বাজেটও বেশি নয়। এর পরও সিনেমাটি মানুষের মন জয় করেছে। প্রেক্ষাগৃহে সফলতার পর গত ২৬ এপ্রিল ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। আর মুক্তির এক মাসেই বাজিমাত, রণবীর কাপুরের ব্লকবাস্টার ‘অ্যানিমেল’কে ছাপিয়ে গেল কিরণ পরিচালিত সিনেমাটি। নেটফ্লিক্সে দ্বিতীয় সর্বাধিক দেখা ভারতীয় ছবির তকমা পেল ‘লাপাতা লেডিস’।
সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিমেল’ নেটফ্লিক্সে মুক্তি পায় ২৬ জানুয়ারি। বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত সিনেমাটি নেটফ্লিক্সে দেখা হয়েছে ১ কোটি ৩৬ লাখ বার। অন্যদিকে কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ মাত্র এক মাসে দেখা হয়েছে ১ কোটি ৩৮ লাখ বার। চার মাস আগে মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’কে এক মাসেই টপকাল ‘লাপাতা লেডিস’।
১ কোটি ৭০ লাখের বেশি ভিউ নিয়ে এখন পর্যন্ত নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখা ভারতীয় সিনেমা হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’। অজয় দেবগনের ‘শয়তান’ বেশ সাড়া পাচ্ছে নেটফ্লিক্সে, ১৭ দিনে সিনেমাটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার। যে গতিতে ‘লাপাতা লেডিস’-এর ভিউ বাড়ছে, তাতে শিগগিরই নেটফ্লিক্সে ‘ফাইটার’-এর রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
১৩ বছর আগে ‘ধোবি ঘাট’ সিনেমা পরিচালনা করেছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৩ বছরের বিরতি শেষে আবারও পরিচালনায় ফিরে বাজিমাত করেছেন তিনি। বিপ্লব গোস্বামীর গল্প অবলম্বনে বানানো হয়েছে ‘লাপাতা লেডিস’। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্নেহা দেশাই। এটি একটি সোশ্যাল স্যাটায়ার। সিনেমাটির প্রযোজনায় রয়েছে আমির খানের প্রযোজনা সংস্থা ও কিন্ডলিং প্রোডাকশন।
২০০১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এতে দেখা গেছে, দুই কনে ট্রেনের মধ্যে অদল-বদল হয়ে যায়। সিনেমাটিতে অভিনয় করেছেন রবি কিষাণ, নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব প্রমুখ।
কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ বছরের অন্যতম বলিউড হিট। গত ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটিতে বলিউডের কোনো বড় মুখ ছিলেন না, এমনকি এর বাজেটও বেশি নয়। এর পরও সিনেমাটি মানুষের মন জয় করেছে। প্রেক্ষাগৃহে সফলতার পর গত ২৬ এপ্রিল ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। আর মুক্তির এক মাসেই বাজিমাত, রণবীর কাপুরের ব্লকবাস্টার ‘অ্যানিমেল’কে ছাপিয়ে গেল কিরণ পরিচালিত সিনেমাটি। নেটফ্লিক্সে দ্বিতীয় সর্বাধিক দেখা ভারতীয় ছবির তকমা পেল ‘লাপাতা লেডিস’।
সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিমেল’ নেটফ্লিক্সে মুক্তি পায় ২৬ জানুয়ারি। বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত সিনেমাটি নেটফ্লিক্সে দেখা হয়েছে ১ কোটি ৩৬ লাখ বার। অন্যদিকে কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ মাত্র এক মাসে দেখা হয়েছে ১ কোটি ৩৮ লাখ বার। চার মাস আগে মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’কে এক মাসেই টপকাল ‘লাপাতা লেডিস’।
১ কোটি ৭০ লাখের বেশি ভিউ নিয়ে এখন পর্যন্ত নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখা ভারতীয় সিনেমা হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’। অজয় দেবগনের ‘শয়তান’ বেশ সাড়া পাচ্ছে নেটফ্লিক্সে, ১৭ দিনে সিনেমাটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার। যে গতিতে ‘লাপাতা লেডিস’-এর ভিউ বাড়ছে, তাতে শিগগিরই নেটফ্লিক্সে ‘ফাইটার’-এর রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
১৩ বছর আগে ‘ধোবি ঘাট’ সিনেমা পরিচালনা করেছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৩ বছরের বিরতি শেষে আবারও পরিচালনায় ফিরে বাজিমাত করেছেন তিনি। বিপ্লব গোস্বামীর গল্প অবলম্বনে বানানো হয়েছে ‘লাপাতা লেডিস’। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্নেহা দেশাই। এটি একটি সোশ্যাল স্যাটায়ার। সিনেমাটির প্রযোজনায় রয়েছে আমির খানের প্রযোজনা সংস্থা ও কিন্ডলিং প্রোডাকশন।
২০০১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এতে দেখা গেছে, দুই কনে ট্রেনের মধ্যে অদল-বদল হয়ে যায়। সিনেমাটিতে অভিনয় করেছেন রবি কিষাণ, নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব প্রমুখ।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১০ ঘণ্টা আগে