ভারতীয় সিনেমা মাতিয়ে বেড়াচ্ছেন রণবীর কাপুর, রণবীর সিং, আল্লু অর্জুন, বিজয় থালাপতি, রামচরণের মতো তরুণ অভিনেতারা। অ্যাকশন সিনেমাতেও পরিচালকেরা ছক আঁকছেন সুঠামদেহী তরুণ অভিনেতাদের নিয়ে। এ দৌড়েও এগিয়ে আছেন টাইগার শ্রফ, আল্লু অর্জুন, রামচরণ, প্রভাসদের মতো তারকারা। এরই মাঝে বয়সের সীমাবদ্ধতা কিংবা সিক্স প্যাককে তুড়ি মেরে উড়িয়ে নিজস্ব অ্যাকশন স্টাইলে তাক লাগিয়ে দিলেন বুড়ো দুই অভিনেতা। ৬৫ বছর বয়সী বলিউড অভিনেতা সানি দেওল আর ৭২ বছর বয়সী দক্ষিণি সুপারস্টার রজনীকান্তের সিনেমা দেখতে বর্তমানে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ভারতের প্রতিটি রাজ্য। শুধু তা-ই নয়, ভারত ছাপিয়ে অভিনেতাদের অ্যাকশন পৌঁছে গেছে বিদেশের মাটিতেও।
২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর: এক প্রেমকথা’। সিনেমার সিক্যুয়েল ‘গদর ২’ মুক্তি পেল ১১ আগস্ট। দীর্ঘ ২২ বছর পর তারা সিং হয়ে পর্দায় দেখা দিলেন সানি দেওল। মুক্তির তিন দিনের মাথায় শুধু ভারতেই সিনেমাটি আয় করেছে ১৩৫ কোটি রুপি। চতুর্থ দিন শেষে ভারতে এর আয় পেরিয়েছে ২৩০ কোটি রুপি। আয়ের হিসাবে বলাই যায়, সানি দেওলের ৪০ বছরের ক্যারিয়ারে সেরা সিনেমা এটি। এত বছর পর সানির এমন প্রত্যাবর্তন যেন অকল্পনীয়। অবশ্য মুক্তির আগে সিনেমার অগ্রিম টিকিট বিক্রির খবর কিছুটা আভাস দিয়েছিল সানি-চমকের। সানির বিপরীতে সাকিনা চরিত্রে আছেন আমিশা প্যাটেল। সিনেমার গল্পে ছেলেকে রক্ষা করতেই ধুন্ধুমার অ্যাকশনে দেখা মেলে সানির।
অন্যদিকে ১০ আগস্ট মুক্তি পেয়েছে সুপারস্টার রজনীকান্তের ১৬৯তম সিনেমা ‘জেলার’। রজনীকান্তের সিনেমা মানেই বক্স অফিস হিট। এবারও ব্যতিক্রম ঘটেনি। মুক্তির আগেই বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, বক্স অফিসে ঝড় তুলবে সিনেমাটি। এরইমধ্যে বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি আয় করে ফেলেছে সিনেমাটি। শুধু ভারতেই পঞ্চম দিনের আয় ২০৫ কোটি রুপি। দুই বছর পর পর্দায় থালাইভার অ্যাকশন দেখতে যেন মুখিয়ে ছিলেন ভক্তরা। তাই সিনেমা মুক্তির দিন চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে ছুটির ঘোষণা দেওয়া হয়েছিল। রজনীর অ্যাকশন যে বয়সের কাছে কিছুই নয়, আবারও তার প্রমাণ দিলেন অভিনেতা। নেলসন দীলিপ কুমারের পরিচালনায় তিনি অভিনয় করেছেন পুলিশের চরিত্রে। চরিত্রের নাম টাইগার বা মুথুভেল পান্ডিয়ান। তাঁর বিপরীতে আছেন তামান্না ভাটিয়া। তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় চার হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।
ভারতীয় সিনেমা মাতিয়ে বেড়াচ্ছেন রণবীর কাপুর, রণবীর সিং, আল্লু অর্জুন, বিজয় থালাপতি, রামচরণের মতো তরুণ অভিনেতারা। অ্যাকশন সিনেমাতেও পরিচালকেরা ছক আঁকছেন সুঠামদেহী তরুণ অভিনেতাদের নিয়ে। এ দৌড়েও এগিয়ে আছেন টাইগার শ্রফ, আল্লু অর্জুন, রামচরণ, প্রভাসদের মতো তারকারা। এরই মাঝে বয়সের সীমাবদ্ধতা কিংবা সিক্স প্যাককে তুড়ি মেরে উড়িয়ে নিজস্ব অ্যাকশন স্টাইলে তাক লাগিয়ে দিলেন বুড়ো দুই অভিনেতা। ৬৫ বছর বয়সী বলিউড অভিনেতা সানি দেওল আর ৭২ বছর বয়সী দক্ষিণি সুপারস্টার রজনীকান্তের সিনেমা দেখতে বর্তমানে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ভারতের প্রতিটি রাজ্য। শুধু তা-ই নয়, ভারত ছাপিয়ে অভিনেতাদের অ্যাকশন পৌঁছে গেছে বিদেশের মাটিতেও।
২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর: এক প্রেমকথা’। সিনেমার সিক্যুয়েল ‘গদর ২’ মুক্তি পেল ১১ আগস্ট। দীর্ঘ ২২ বছর পর তারা সিং হয়ে পর্দায় দেখা দিলেন সানি দেওল। মুক্তির তিন দিনের মাথায় শুধু ভারতেই সিনেমাটি আয় করেছে ১৩৫ কোটি রুপি। চতুর্থ দিন শেষে ভারতে এর আয় পেরিয়েছে ২৩০ কোটি রুপি। আয়ের হিসাবে বলাই যায়, সানি দেওলের ৪০ বছরের ক্যারিয়ারে সেরা সিনেমা এটি। এত বছর পর সানির এমন প্রত্যাবর্তন যেন অকল্পনীয়। অবশ্য মুক্তির আগে সিনেমার অগ্রিম টিকিট বিক্রির খবর কিছুটা আভাস দিয়েছিল সানি-চমকের। সানির বিপরীতে সাকিনা চরিত্রে আছেন আমিশা প্যাটেল। সিনেমার গল্পে ছেলেকে রক্ষা করতেই ধুন্ধুমার অ্যাকশনে দেখা মেলে সানির।
অন্যদিকে ১০ আগস্ট মুক্তি পেয়েছে সুপারস্টার রজনীকান্তের ১৬৯তম সিনেমা ‘জেলার’। রজনীকান্তের সিনেমা মানেই বক্স অফিস হিট। এবারও ব্যতিক্রম ঘটেনি। মুক্তির আগেই বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, বক্স অফিসে ঝড় তুলবে সিনেমাটি। এরইমধ্যে বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি আয় করে ফেলেছে সিনেমাটি। শুধু ভারতেই পঞ্চম দিনের আয় ২০৫ কোটি রুপি। দুই বছর পর পর্দায় থালাইভার অ্যাকশন দেখতে যেন মুখিয়ে ছিলেন ভক্তরা। তাই সিনেমা মুক্তির দিন চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে ছুটির ঘোষণা দেওয়া হয়েছিল। রজনীর অ্যাকশন যে বয়সের কাছে কিছুই নয়, আবারও তার প্রমাণ দিলেন অভিনেতা। নেলসন দীলিপ কুমারের পরিচালনায় তিনি অভিনয় করেছেন পুলিশের চরিত্রে। চরিত্রের নাম টাইগার বা মুথুভেল পান্ডিয়ান। তাঁর বিপরীতে আছেন তামান্না ভাটিয়া। তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় চার হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।
সেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৫ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৫ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৫ ঘণ্টা আগে