২০০৭ সালে মুক্তি পাওয়া ভুল ভুলাইয়া সিনেমায় মঞ্জুলিকা নামের প্রেত্মাতার চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন বিদ্যা বালান। ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় না থাকলেও ১৭ বছর পর আবারও মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা। গতকাল ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার ট্রেলারে সবাইকে চমকে দিয়ে বিদ্যার পাশাপাশি নিজেকে মঞ্জুলিকা দাবি করলেন মাধুরী দীক্ষিত। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে দুজনকে লড়তেও দেখা গেল।
গত মাসে প্রকাশিত টিজারে বিদ্যা বলেছিলেন, তাঁর সিংহাসন দিয়ে দেওয়া হয়েছে অন্যজনকে। সেটাই স্পষ্ট হলো প্রায় চার মিনিটের ট্রেলারে। দেখা গেল সিংহাসন দখলের যুদ্ধে কীভাবে অভিশপ্ত হয়ে রয়েছে রক্তঘাটের রাজপরিবার। এর মাঝেই বিদ্যা বালান চিৎকার করে বলেন, ‘আমি মঞ্জুলিকা’। ভূত তাড়াতে হাজির হয় রুহ বাবা। এরপর আসে টুইস্ট। বলা হয়, রুহ বাবা এই রাজ্যের রাজকুমার। আর রাজপরিবারের অভিশপ্ত দরজা খুলতেই ফিরে আসে মঞ্জুলিকা। তবে বিদ্যা নয়, মঞ্জুলিকারূপে হাজির হন মাধুরী দীক্ষিত। বিদ্যাও আসেন নিজের সিংহাসন ফিরে পেতে। ফ্ল্য়াশব্যাকে আসে পুরোনো রাজদরবার। সেখানে মাধুরী-বিদ্যার নাচের যুগলবন্দী। পরে আবার দুজনে চুলের মুঠি ধরে মারামারিও করছেন। ট্রেলারের শেষ দিকে হাসতে হাসতে দুজনে একসঙ্গে রুহ বাবাকে বলছেন, ‘আমাদের মধ্যে কে মঞ্জুলিকা, এটাই চিন্তা করছ তো?’ মঞ্জুলিকা আসলে কে? সিনেমা দেখার সময় এই প্রশ্ন দর্শকের মনেও উঁকি দেবে।
এবারও রুহ বাবার চরিত্রে আছেন কার্তিক আরিয়ান। সঙ্গে আছেন তৃপ্তি দিমরি। দুজনের রোমান্টিক দৃশ্যও আছে ট্রেলারে। পাশাপাশি দারুণ কমেডিরও ইঙ্গিত পাওয়া গেল আনিস বাজমি পরিচালিত এ সিনেমায়। আরও অভিনয় করেছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, কাঞ্চন মল্লিক, মনীশ ভাদওয়ার প্রমুখ। ভুল ভুলাইয়া ৩ মুক্তি পাবে আগামী ১ নভেম্বর।
২০০৭ সালে মুক্তি পাওয়া ভুল ভুলাইয়া সিনেমায় মঞ্জুলিকা নামের প্রেত্মাতার চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন বিদ্যা বালান। ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় না থাকলেও ১৭ বছর পর আবারও মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা। গতকাল ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার ট্রেলারে সবাইকে চমকে দিয়ে বিদ্যার পাশাপাশি নিজেকে মঞ্জুলিকা দাবি করলেন মাধুরী দীক্ষিত। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে দুজনকে লড়তেও দেখা গেল।
গত মাসে প্রকাশিত টিজারে বিদ্যা বলেছিলেন, তাঁর সিংহাসন দিয়ে দেওয়া হয়েছে অন্যজনকে। সেটাই স্পষ্ট হলো প্রায় চার মিনিটের ট্রেলারে। দেখা গেল সিংহাসন দখলের যুদ্ধে কীভাবে অভিশপ্ত হয়ে রয়েছে রক্তঘাটের রাজপরিবার। এর মাঝেই বিদ্যা বালান চিৎকার করে বলেন, ‘আমি মঞ্জুলিকা’। ভূত তাড়াতে হাজির হয় রুহ বাবা। এরপর আসে টুইস্ট। বলা হয়, রুহ বাবা এই রাজ্যের রাজকুমার। আর রাজপরিবারের অভিশপ্ত দরজা খুলতেই ফিরে আসে মঞ্জুলিকা। তবে বিদ্যা নয়, মঞ্জুলিকারূপে হাজির হন মাধুরী দীক্ষিত। বিদ্যাও আসেন নিজের সিংহাসন ফিরে পেতে। ফ্ল্য়াশব্যাকে আসে পুরোনো রাজদরবার। সেখানে মাধুরী-বিদ্যার নাচের যুগলবন্দী। পরে আবার দুজনে চুলের মুঠি ধরে মারামারিও করছেন। ট্রেলারের শেষ দিকে হাসতে হাসতে দুজনে একসঙ্গে রুহ বাবাকে বলছেন, ‘আমাদের মধ্যে কে মঞ্জুলিকা, এটাই চিন্তা করছ তো?’ মঞ্জুলিকা আসলে কে? সিনেমা দেখার সময় এই প্রশ্ন দর্শকের মনেও উঁকি দেবে।
এবারও রুহ বাবার চরিত্রে আছেন কার্তিক আরিয়ান। সঙ্গে আছেন তৃপ্তি দিমরি। দুজনের রোমান্টিক দৃশ্যও আছে ট্রেলারে। পাশাপাশি দারুণ কমেডিরও ইঙ্গিত পাওয়া গেল আনিস বাজমি পরিচালিত এ সিনেমায়। আরও অভিনয় করেছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, কাঞ্চন মল্লিক, মনীশ ভাদওয়ার প্রমুখ। ভুল ভুলাইয়া ৩ মুক্তি পাবে আগামী ১ নভেম্বর।
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১০ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৮ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে