বলিউড অভিনেতা ভিকি কৌশলের বাবা ভারতের বিখ্যাত স্টান্ট কো-অর্ডিনেটর ও অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল। ভিকি কৌশল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাবার কাছ থেকেই তিনি জীবনের অর্থ শিখেছেন। ভিকি ও তাঁর ছোট ভাই সানি কৌশলকে তাঁদের বাবা সব সময় মানসিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষা দিয়েছেন।
ভিকি বলেন, ‘বাবা শৈশব থেকেই আমাদের মানসিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষা দিয়েছেন। মন খারাপ হলে বাবা আমাদের সামনেই কাঁদতেন। কিন্তু আমিও আমার ছোট ভাইকে মানসিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষা দিতেন।’
শ্যাম কৌশল ‘দঙ্গল’, ‘বাজিরাও মাস্তানি’, ‘ক্রিশ ৩’-র মতো একাধিক বিখ্যাত বলিউড সিনেমায় স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তবে একসময় শুটিং সেটে অনেক অপমানিত হতে হতো তাঁকে।
এ নিয়ে ভিকি বলেন, ‘বাবা আমাদের খোলাখুলি বলতেন, ‘‘আজ সেটে খুব অপমানিত হয়েছি। তোদের মায়ের সামনে খুব কাঁদলাম।’’
‘মা একবার আমাদের বলেছিলেন, কিছু সিনিয়র বাবাকে পুরো সেটের সামনে বকাঝকা করেছিল। তিনি বাড়ি এসে অনেক কান্না করেন। তবে এসব আমাদের কাছে কখনোই গোপন থাকত না। তিনি আমাদের সামনেই কাঁদতেন।’ যোগ করেন ভিকি।
ভিকি আরও জানান, বাবার কাছ থেকে সব সময় উপদেশ পেয়ে এসেছেন তিনি। তাঁর কথায়, ‘বাবা সব সময় বলতেন সবকিছু আমার পক্ষে কখনো যাবে না। এর নামই জীবন।’
ভিকি কৌশল বর্তমানে তাঁর আসন্ন ফ্যামিলি ড্রামা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র প্রচারে ব্যস্ত। এই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেত্রী মানুষি ছিল্লারকেও। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত সিনেমাটি ২২ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বলিউড অভিনেতা ভিকি কৌশলের বাবা ভারতের বিখ্যাত স্টান্ট কো-অর্ডিনেটর ও অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল। ভিকি কৌশল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাবার কাছ থেকেই তিনি জীবনের অর্থ শিখেছেন। ভিকি ও তাঁর ছোট ভাই সানি কৌশলকে তাঁদের বাবা সব সময় মানসিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষা দিয়েছেন।
ভিকি বলেন, ‘বাবা শৈশব থেকেই আমাদের মানসিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষা দিয়েছেন। মন খারাপ হলে বাবা আমাদের সামনেই কাঁদতেন। কিন্তু আমিও আমার ছোট ভাইকে মানসিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষা দিতেন।’
শ্যাম কৌশল ‘দঙ্গল’, ‘বাজিরাও মাস্তানি’, ‘ক্রিশ ৩’-র মতো একাধিক বিখ্যাত বলিউড সিনেমায় স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তবে একসময় শুটিং সেটে অনেক অপমানিত হতে হতো তাঁকে।
এ নিয়ে ভিকি বলেন, ‘বাবা আমাদের খোলাখুলি বলতেন, ‘‘আজ সেটে খুব অপমানিত হয়েছি। তোদের মায়ের সামনে খুব কাঁদলাম।’’
‘মা একবার আমাদের বলেছিলেন, কিছু সিনিয়র বাবাকে পুরো সেটের সামনে বকাঝকা করেছিল। তিনি বাড়ি এসে অনেক কান্না করেন। তবে এসব আমাদের কাছে কখনোই গোপন থাকত না। তিনি আমাদের সামনেই কাঁদতেন।’ যোগ করেন ভিকি।
ভিকি আরও জানান, বাবার কাছ থেকে সব সময় উপদেশ পেয়ে এসেছেন তিনি। তাঁর কথায়, ‘বাবা সব সময় বলতেন সবকিছু আমার পক্ষে কখনো যাবে না। এর নামই জীবন।’
ভিকি কৌশল বর্তমানে তাঁর আসন্ন ফ্যামিলি ড্রামা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র প্রচারে ব্যস্ত। এই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেত্রী মানুষি ছিল্লারকেও। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত সিনেমাটি ২২ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে