বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ মারাত্মক আকার ধারণ করেছে। কয়েকদিন আগে নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন আলিয়া। এবার আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে আলিয়াকে না খাইয়ে রাখা ও গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন।
আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকীর অভিযোগ, তাঁর মক্কেল আলিয়াকে সাত দিন ধরে না খাইয়ে রেখেছেন নওয়াজ। এ ছাড়া নওয়াজ ও তাঁর পরিবার আলিয়াকে গ্রেপ্তারের হুমকিও দিয়েছেন। তাঁরা আলিয়ার ওপর নানা অত্যাচার করছেন।
আইনজীবী আরও জানিয়েছেন, আলিয়াকে শোয়ার জন্য বিছানা পর্যন্ত দেওয়া হয়নি। শুধু তাই নয়, আলিয়াকে শৌচাগার ব্যবহারের অনুমতি পর্যন্ত দেওয়া হচ্ছে না। এমনকি আলিয়ার ঘরে সিসিটিভি স্থাপন করা হয়েছে। নওয়াজ তাঁর স্ত্রীর ঘরের বাইরে ২৪ ঘণ্টা কয়েকজন পুরুষ দেহরক্ষী মোতায়েন করেছেন।
পুলিশের কাছ থেকেও কোনো সাহাজ্য পাওয়া যায়নি জানিয়ে আলিয়ার আইনজীবী বলেন, ‘যদিও আমি সরাসরি পুলিশ বিভাগের কর্তব্য ও ব্যর্থতার জন্য তাঁদের দায়ী করতে চাই না, তবুও সত্যটি হলো কোনো পুলিশ অফিসার আমার মক্কেলের অধিকার রক্ষা করতে আসেননি।’
নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে আলিয়ার আইনজীবী অভিযোগ করে আরও বলেন, ‘তাঁরা আমার মক্কেলের সঙ্গে কিছুতেই দেখা করতে দিচ্ছেন না। তবে আমি ও আমার টিম কৌশলে অভিযোগপত্রে আলিয়ার সাক্ষর নিতে পেরেছি।’
তবে আলিয়ার আইনজীবীর এ অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত নওয়াজ ও তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত কয়েক বছর ধরেই নওয়াজ-আলিয়া দম্পতি সম্পর্কের অবনতি নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে আসেছেন। ইতিমধ্যে আলিয়া ও নওয়াজের দাম্পত্য কলহ আদালত পর্যন্ত গড়িয়েছে। গত সপ্তাহেই নওয়াজউদ্দিন সিদ্দিকীর মা আলিয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন।
আলিয়া বর্তমানে তাঁর সন্তান ইয়ানি এবং শোরাকে নিয়ে আন্ধেরিতে নওয়াজের বাড়িতেই অবস্থান করছেন। কিছুদিন আগেই নওয়াজের মা মেহরুন্নিসা সিদ্দিকী আলিয়ার বিরুদ্ধে এফআইআর করেছিলেন।
বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ মারাত্মক আকার ধারণ করেছে। কয়েকদিন আগে নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন আলিয়া। এবার আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে আলিয়াকে না খাইয়ে রাখা ও গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন।
আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকীর অভিযোগ, তাঁর মক্কেল আলিয়াকে সাত দিন ধরে না খাইয়ে রেখেছেন নওয়াজ। এ ছাড়া নওয়াজ ও তাঁর পরিবার আলিয়াকে গ্রেপ্তারের হুমকিও দিয়েছেন। তাঁরা আলিয়ার ওপর নানা অত্যাচার করছেন।
আইনজীবী আরও জানিয়েছেন, আলিয়াকে শোয়ার জন্য বিছানা পর্যন্ত দেওয়া হয়নি। শুধু তাই নয়, আলিয়াকে শৌচাগার ব্যবহারের অনুমতি পর্যন্ত দেওয়া হচ্ছে না। এমনকি আলিয়ার ঘরে সিসিটিভি স্থাপন করা হয়েছে। নওয়াজ তাঁর স্ত্রীর ঘরের বাইরে ২৪ ঘণ্টা কয়েকজন পুরুষ দেহরক্ষী মোতায়েন করেছেন।
পুলিশের কাছ থেকেও কোনো সাহাজ্য পাওয়া যায়নি জানিয়ে আলিয়ার আইনজীবী বলেন, ‘যদিও আমি সরাসরি পুলিশ বিভাগের কর্তব্য ও ব্যর্থতার জন্য তাঁদের দায়ী করতে চাই না, তবুও সত্যটি হলো কোনো পুলিশ অফিসার আমার মক্কেলের অধিকার রক্ষা করতে আসেননি।’
নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে আলিয়ার আইনজীবী অভিযোগ করে আরও বলেন, ‘তাঁরা আমার মক্কেলের সঙ্গে কিছুতেই দেখা করতে দিচ্ছেন না। তবে আমি ও আমার টিম কৌশলে অভিযোগপত্রে আলিয়ার সাক্ষর নিতে পেরেছি।’
তবে আলিয়ার আইনজীবীর এ অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত নওয়াজ ও তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত কয়েক বছর ধরেই নওয়াজ-আলিয়া দম্পতি সম্পর্কের অবনতি নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে আসেছেন। ইতিমধ্যে আলিয়া ও নওয়াজের দাম্পত্য কলহ আদালত পর্যন্ত গড়িয়েছে। গত সপ্তাহেই নওয়াজউদ্দিন সিদ্দিকীর মা আলিয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন।
আলিয়া বর্তমানে তাঁর সন্তান ইয়ানি এবং শোরাকে নিয়ে আন্ধেরিতে নওয়াজের বাড়িতেই অবস্থান করছেন। কিছুদিন আগেই নওয়াজের মা মেহরুন্নিসা সিদ্দিকী আলিয়ার বিরুদ্ধে এফআইআর করেছিলেন।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৬ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৭ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৭ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৭ ঘণ্টা আগে