শেষ যাত্রায় ভক্তের ঢল, কাছের মানুষ, বলিউড তারকা থেকে রাজনৈতিক নেতা—সকলে ছিলেন লতা মঙ্গেশকরের অন্তিম যাত্রায়। আজ রোববার সকালেই সকলকে কাঁদিয়ে চলে যান লতা মঙ্গেশকর। দিনভর সকলের শোকবার্তায় ভরে উঠেছে অনলাইন দুনিয়া, রাষ্ট্রীয় সম্মানে হবে শেষকৃত্য। মরদেহ নেওয়া হয়েছে শিবাজি পার্কে।
রোববার দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত এই কিংবদন্তির বাসভবন প্রভূকুঞ্জে শেষ শ্রদ্ধা জানানো হয়। হাতজোড় করে প্রণাম করে বিদায় জানিয়েছেন বোন আশা ভোঁসলেও। এর পর অন্তিম যাত্রা শুরু হয়। সন্ধ্যা ৬টায় লতা মঙ্গেশকরকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে শেষ শ্রদ্ধা জানানো হয়। শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাই আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাড়িতে তাঁকে পতাকায় জড়িয়ে সম্মান দেওয়া হয়। পাশাপাশি তাঁর শ্রদ্ধায় সাজানো ছিল পুরো মুম্বাই শহরের রাজপথ। ফুল দিয়ে সাজানো বাড়ি, সকলে মিলে লতা মঙ্গেশকরের সঙ্গে ছিলেন শেষযাত্রায়, গাড়ির পিছু পিছু বহু মানুষ হাঁটতে শুরু করেন। একবার শেষ দর্শনের আশায় রাস্তার দুধারে ভিড় চোখে পড়ে এদিন। চোখের জলে ভেসেছে সকলেই।
শুধু ভারতে নয়, সারা বিশ্বে তাঁর কোটি কোটি ভক্ত। কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরের মৃত্যুর পর শিল্প, সাহিত্য, সিনেমা, খেলাধুলা জগতসহ সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন। ভারতে দুদিনের জাতীয় শোক পালন করা হবে এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাহ করা হবে।
লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:
শেষ যাত্রায় ভক্তের ঢল, কাছের মানুষ, বলিউড তারকা থেকে রাজনৈতিক নেতা—সকলে ছিলেন লতা মঙ্গেশকরের অন্তিম যাত্রায়। আজ রোববার সকালেই সকলকে কাঁদিয়ে চলে যান লতা মঙ্গেশকর। দিনভর সকলের শোকবার্তায় ভরে উঠেছে অনলাইন দুনিয়া, রাষ্ট্রীয় সম্মানে হবে শেষকৃত্য। মরদেহ নেওয়া হয়েছে শিবাজি পার্কে।
রোববার দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত এই কিংবদন্তির বাসভবন প্রভূকুঞ্জে শেষ শ্রদ্ধা জানানো হয়। হাতজোড় করে প্রণাম করে বিদায় জানিয়েছেন বোন আশা ভোঁসলেও। এর পর অন্তিম যাত্রা শুরু হয়। সন্ধ্যা ৬টায় লতা মঙ্গেশকরকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে শেষ শ্রদ্ধা জানানো হয়। শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাই আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাড়িতে তাঁকে পতাকায় জড়িয়ে সম্মান দেওয়া হয়। পাশাপাশি তাঁর শ্রদ্ধায় সাজানো ছিল পুরো মুম্বাই শহরের রাজপথ। ফুল দিয়ে সাজানো বাড়ি, সকলে মিলে লতা মঙ্গেশকরের সঙ্গে ছিলেন শেষযাত্রায়, গাড়ির পিছু পিছু বহু মানুষ হাঁটতে শুরু করেন। একবার শেষ দর্শনের আশায় রাস্তার দুধারে ভিড় চোখে পড়ে এদিন। চোখের জলে ভেসেছে সকলেই।
শুধু ভারতে নয়, সারা বিশ্বে তাঁর কোটি কোটি ভক্ত। কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরের মৃত্যুর পর শিল্প, সাহিত্য, সিনেমা, খেলাধুলা জগতসহ সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন। ভারতে দুদিনের জাতীয় শোক পালন করা হবে এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাহ করা হবে।
লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে