কয়েক দিন আগে মেকআপ রুমের ধারণ করা এক ভিডিওতে সারা আলী খানের পেটের পোড়া দাগ দেখা যায়। একজন প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, ‘পুড়ে গেছে।’ সেই পোড়া ত্বক না ঢেকে, তা নিয়ে সংকোচ না করেই আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে হেঁটেছেন অভিনেত্রী। আর তাতেই সবার মন জিতলেন সারা আলী খান। নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন সাইফকন্যা।
‘ল্যাকমে ফ্যাশন উইক’-এ শো-স্টপার হয়ে নজর কাড়েন সারা। মুম্বাইয়ের জনপ্রিয় ডিজাইনার বরুণ চাক্কিলামের ডিজাইন করা পোশাকে এদিন র্যাম্পে হাঁটেন তিনি।
‘লেনোরা’র জমকালো লেহেঙ্গায় কনটেমপোরারি লুকে দেখা গেছে সারা আলীকে। আর হাঁটার সময় পোশাকের মাঝে সারার পেটের লম্বা পোড়া দাগ নজরে পড়ে।
র্যাম্পে হাঁটার অভিজ্ঞতা শেয়ার করে সংবাদ সংস্থা এএনআইকে সারা বলেন, ‘অনেক আনন্দ পেয়েছি, কিন্তু আমি বেশ নার্ভাসও ছিলাম। গত কয়েক দিন খুব ব্যস্ত ছিলাম, দুটি সিনেমার প্রচারে বিভিন্ন জায়গায় যেতে হয়েছিল। র্যাম্পে বেশ উপভোগ করেছি, অনেক ভালো লেগেছে।’
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দিন দশেক আগে পুড়ে যায় সারার পেটের একাংশ। পেটের ওপর গরম কফি পড়ে যায় তাঁর। তবে সেই দাগ ঢাকার বিশেষ চেষ্টা করেননি অভিনেত্রী, নায়িকা হওয়া সত্ত্বেও সেই নিয়ে কুণ্ঠা বোধ করেননি সারা।
সারা এখন ব্যস্ত আছেন তাঁর পরবর্তী সিনেমা ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ও ‘মার্ডার মোবারক’-এর প্রচার নিয়ে। এর মধ্যে মার্ডার মোবারক ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আর ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে নির্মিত হচ্ছে ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’। সিনেমাটিতে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে দেখা যাবে সারা আলী খানকে। এতে রাম মনোহর লোহিয়ার চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।
কয়েক দিন আগে মেকআপ রুমের ধারণ করা এক ভিডিওতে সারা আলী খানের পেটের পোড়া দাগ দেখা যায়। একজন প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, ‘পুড়ে গেছে।’ সেই পোড়া ত্বক না ঢেকে, তা নিয়ে সংকোচ না করেই আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে হেঁটেছেন অভিনেত্রী। আর তাতেই সবার মন জিতলেন সারা আলী খান। নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন সাইফকন্যা।
‘ল্যাকমে ফ্যাশন উইক’-এ শো-স্টপার হয়ে নজর কাড়েন সারা। মুম্বাইয়ের জনপ্রিয় ডিজাইনার বরুণ চাক্কিলামের ডিজাইন করা পোশাকে এদিন র্যাম্পে হাঁটেন তিনি।
‘লেনোরা’র জমকালো লেহেঙ্গায় কনটেমপোরারি লুকে দেখা গেছে সারা আলীকে। আর হাঁটার সময় পোশাকের মাঝে সারার পেটের লম্বা পোড়া দাগ নজরে পড়ে।
র্যাম্পে হাঁটার অভিজ্ঞতা শেয়ার করে সংবাদ সংস্থা এএনআইকে সারা বলেন, ‘অনেক আনন্দ পেয়েছি, কিন্তু আমি বেশ নার্ভাসও ছিলাম। গত কয়েক দিন খুব ব্যস্ত ছিলাম, দুটি সিনেমার প্রচারে বিভিন্ন জায়গায় যেতে হয়েছিল। র্যাম্পে বেশ উপভোগ করেছি, অনেক ভালো লেগেছে।’
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দিন দশেক আগে পুড়ে যায় সারার পেটের একাংশ। পেটের ওপর গরম কফি পড়ে যায় তাঁর। তবে সেই দাগ ঢাকার বিশেষ চেষ্টা করেননি অভিনেত্রী, নায়িকা হওয়া সত্ত্বেও সেই নিয়ে কুণ্ঠা বোধ করেননি সারা।
সারা এখন ব্যস্ত আছেন তাঁর পরবর্তী সিনেমা ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ও ‘মার্ডার মোবারক’-এর প্রচার নিয়ে। এর মধ্যে মার্ডার মোবারক ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আর ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে নির্মিত হচ্ছে ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’। সিনেমাটিতে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে দেখা যাবে সারা আলী খানকে। এতে রাম মনোহর লোহিয়ার চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩১ মিনিট আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৮ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১২ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১ দিন আগে