কয়েক দিন আগে মেকআপ রুমের ধারণ করা এক ভিডিওতে সারা আলী খানের পেটের পোড়া দাগ দেখা যায়। একজন প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, ‘পুড়ে গেছে।’ সেই পোড়া ত্বক না ঢেকে, তা নিয়ে সংকোচ না করেই আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে হেঁটেছেন অভিনেত্রী। আর তাতেই সবার মন জিতলেন সারা আলী খান। নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন সাইফকন্যা।
‘ল্যাকমে ফ্যাশন উইক’-এ শো-স্টপার হয়ে নজর কাড়েন সারা। মুম্বাইয়ের জনপ্রিয় ডিজাইনার বরুণ চাক্কিলামের ডিজাইন করা পোশাকে এদিন র্যাম্পে হাঁটেন তিনি।
‘লেনোরা’র জমকালো লেহেঙ্গায় কনটেমপোরারি লুকে দেখা গেছে সারা আলীকে। আর হাঁটার সময় পোশাকের মাঝে সারার পেটের লম্বা পোড়া দাগ নজরে পড়ে।
র্যাম্পে হাঁটার অভিজ্ঞতা শেয়ার করে সংবাদ সংস্থা এএনআইকে সারা বলেন, ‘অনেক আনন্দ পেয়েছি, কিন্তু আমি বেশ নার্ভাসও ছিলাম। গত কয়েক দিন খুব ব্যস্ত ছিলাম, দুটি সিনেমার প্রচারে বিভিন্ন জায়গায় যেতে হয়েছিল। র্যাম্পে বেশ উপভোগ করেছি, অনেক ভালো লেগেছে।’
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দিন দশেক আগে পুড়ে যায় সারার পেটের একাংশ। পেটের ওপর গরম কফি পড়ে যায় তাঁর। তবে সেই দাগ ঢাকার বিশেষ চেষ্টা করেননি অভিনেত্রী, নায়িকা হওয়া সত্ত্বেও সেই নিয়ে কুণ্ঠা বোধ করেননি সারা।
সারা এখন ব্যস্ত আছেন তাঁর পরবর্তী সিনেমা ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ও ‘মার্ডার মোবারক’-এর প্রচার নিয়ে। এর মধ্যে মার্ডার মোবারক ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আর ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে নির্মিত হচ্ছে ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’। সিনেমাটিতে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে দেখা যাবে সারা আলী খানকে। এতে রাম মনোহর লোহিয়ার চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।
কয়েক দিন আগে মেকআপ রুমের ধারণ করা এক ভিডিওতে সারা আলী খানের পেটের পোড়া দাগ দেখা যায়। একজন প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, ‘পুড়ে গেছে।’ সেই পোড়া ত্বক না ঢেকে, তা নিয়ে সংকোচ না করেই আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে হেঁটেছেন অভিনেত্রী। আর তাতেই সবার মন জিতলেন সারা আলী খান। নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন সাইফকন্যা।
‘ল্যাকমে ফ্যাশন উইক’-এ শো-স্টপার হয়ে নজর কাড়েন সারা। মুম্বাইয়ের জনপ্রিয় ডিজাইনার বরুণ চাক্কিলামের ডিজাইন করা পোশাকে এদিন র্যাম্পে হাঁটেন তিনি।
‘লেনোরা’র জমকালো লেহেঙ্গায় কনটেমপোরারি লুকে দেখা গেছে সারা আলীকে। আর হাঁটার সময় পোশাকের মাঝে সারার পেটের লম্বা পোড়া দাগ নজরে পড়ে।
র্যাম্পে হাঁটার অভিজ্ঞতা শেয়ার করে সংবাদ সংস্থা এএনআইকে সারা বলেন, ‘অনেক আনন্দ পেয়েছি, কিন্তু আমি বেশ নার্ভাসও ছিলাম। গত কয়েক দিন খুব ব্যস্ত ছিলাম, দুটি সিনেমার প্রচারে বিভিন্ন জায়গায় যেতে হয়েছিল। র্যাম্পে বেশ উপভোগ করেছি, অনেক ভালো লেগেছে।’
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দিন দশেক আগে পুড়ে যায় সারার পেটের একাংশ। পেটের ওপর গরম কফি পড়ে যায় তাঁর। তবে সেই দাগ ঢাকার বিশেষ চেষ্টা করেননি অভিনেত্রী, নায়িকা হওয়া সত্ত্বেও সেই নিয়ে কুণ্ঠা বোধ করেননি সারা।
সারা এখন ব্যস্ত আছেন তাঁর পরবর্তী সিনেমা ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ও ‘মার্ডার মোবারক’-এর প্রচার নিয়ে। এর মধ্যে মার্ডার মোবারক ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আর ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে নির্মিত হচ্ছে ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’। সিনেমাটিতে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে দেখা যাবে সারা আলী খানকে। এতে রাম মনোহর লোহিয়ার চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৩ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে