Ajker Patrika

অনুপম খেরের অফিসে দুর্ধর্ষ চুরি

আপডেট : ২২ জুন ২০২৪, ১৩: ৩৯
অনুপম খেরের অফিসে দুর্ধর্ষ চুরি

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের অফিসে চুরির ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অফিসের তালা ভেঙে চোরেরা টাকাভর্তি সিন্দুক নিয়ে গেছে। সঙ্গে চুরি হয়েছে সিনেমার নেগেটিভ। গত বুধবার (১৯ জুন) রাতে অভিনেতার অফিসে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি জানালেন অভিনেতা নিজেই।

এক্স হ্যান্ডেলে অনুপম খের লিখেছেন, ‘গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে চুরি হয়েছে। দুজন চোর অফিসের দুটো দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুকটি (যা সম্ভবত তারা ভাঙতে পারেনি) তুলে নিয়ে গেছে এবং আমাদের কোম্পানির নির্মিত একটা সিনেমার নেগেটিভও নিয়ে গেছে। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে, সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গেছে।’

ভিডিওতে দেখা যাচ্ছে, অনুপমের অফিসের দরজার তালা ও লক—সবই ভাঙা। পুলিশ জানিয়েছে, দুই চোরকে সিন্দুকসহ অন্যান্য চুরির মালামাল নিয়ে অটোতে উঠতে দেখা গেছে।

উল্লেখ্য, অনুপম খেরকে কঙ্গনা রনৌত অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘ইমার্জেন্সি’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া ‘তন্বী দ্য গ্রেট’র হাত ধরে আবারও পরিচালনায় ফিরছেন অভিনেতা।

বলিউড অভিনেতা অনুপম খের২০০২ সালে ‘ওম জয় জগদীশ’ নামে একটি ফিচার ফিল্ম নির্মাণ করেছিলেন অনুপম খের। যাতে অভিনয় করেছিলেন ওয়াহিদা রহমান, অনিল কাপুর, অভিষেক বচ্চন, ফারদিন খান, উর্মিলা মাতন্ডকর, মহিমা চৌধুরী এবং তারা শর্মা। পরে ২০১২ সালে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও বানিয়েছিলেন তিনি। এরপর আর তাঁকে পরিচালনায় দেখা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...