বলিউড অভিনেতা সম্প্রতি অতিথি হয়ে গিয়েছিলেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা’ শো-তে। সেখানেই অভিনেতা অজয় দেবগন দাবি করেন তাঁর জন্যই অস্কার জিতেছে ‘আরআরআর’। অজয় পরিচালিত আসন্ন সিনেমা ‘ভোলা’র প্রচারে টাবু ও দীপক দোবরিয়ালের সঙ্গে ‘দ্য কপিল শর্মা’ শো-তে এসে এই কথা বলে সবাইকে চমকে দিয়েছেন অভিনেতা। যদিও মজা করেই কথাটি বলেছেন অজয়।
জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা’ শো-এর পরবর্তী পর্বের প্রমোতে দেখা গেছে, অস্কার জেতার জন্য অজয়কে অভিনন্দন জানাচ্ছেন অভিনেতা ও কমেডিয়ান কপিল শর্মা। আর এরপরেই অজয় বলেন, ‘‘আরআরআর’ অস্কার জিতেছে শুধুমাত্র আমার জন্য। তাহলে ভেবে দেখুন যে ওই গানে যদি আমি নাচতাম তাহলে ব্যাপারটা কী হতো! ” নিজের নাচের দুর্বলতাকে ব্যঙ্গ করে অজয়ের এই কথায় হাসিতে ফেটে পরেন টাবু, অর্চনা পুরান সিংসহ দর্শকেরা।
নাচ নিয়ে বরাবরই দুর্বলতা অজয়ের। তাই নিজেই নিজের নাচ নিয়ে রসিকতা করলেন তিনি। অজয়ের রসিকতা বেশ পছন্দ করেছেন তাঁর ভক্তরা। প্রমোর মন্তব্যের ঘরে অনেকেই অজয়ের ‘সেন্স অব হিউমার’-এর প্রশংসা করেছেন।
আগামী ৩০ মার্চ মুক্তি পেতে যাচ্ছে অজয় দেবগনের পরিচালিত চতুর্থ সিনেমা ‘ভোলা’। সিনেমাটিতে অজয়ের বিপরীতে অভিনয় করেছেন টাবু। ভোলা তামিল হিট ‘কাইতি’-সিনেমার অফিশিয়াল হিন্দি রিমেক। ছবিতে অজয়-টাবু ছাড়াও নতুন চরিত্রে ধরা দেবেন দীপক ডোবরিয়াল।
বলিউড অভিনেতা সম্প্রতি অতিথি হয়ে গিয়েছিলেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা’ শো-তে। সেখানেই অভিনেতা অজয় দেবগন দাবি করেন তাঁর জন্যই অস্কার জিতেছে ‘আরআরআর’। অজয় পরিচালিত আসন্ন সিনেমা ‘ভোলা’র প্রচারে টাবু ও দীপক দোবরিয়ালের সঙ্গে ‘দ্য কপিল শর্মা’ শো-তে এসে এই কথা বলে সবাইকে চমকে দিয়েছেন অভিনেতা। যদিও মজা করেই কথাটি বলেছেন অজয়।
জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা’ শো-এর পরবর্তী পর্বের প্রমোতে দেখা গেছে, অস্কার জেতার জন্য অজয়কে অভিনন্দন জানাচ্ছেন অভিনেতা ও কমেডিয়ান কপিল শর্মা। আর এরপরেই অজয় বলেন, ‘‘আরআরআর’ অস্কার জিতেছে শুধুমাত্র আমার জন্য। তাহলে ভেবে দেখুন যে ওই গানে যদি আমি নাচতাম তাহলে ব্যাপারটা কী হতো! ” নিজের নাচের দুর্বলতাকে ব্যঙ্গ করে অজয়ের এই কথায় হাসিতে ফেটে পরেন টাবু, অর্চনা পুরান সিংসহ দর্শকেরা।
নাচ নিয়ে বরাবরই দুর্বলতা অজয়ের। তাই নিজেই নিজের নাচ নিয়ে রসিকতা করলেন তিনি। অজয়ের রসিকতা বেশ পছন্দ করেছেন তাঁর ভক্তরা। প্রমোর মন্তব্যের ঘরে অনেকেই অজয়ের ‘সেন্স অব হিউমার’-এর প্রশংসা করেছেন।
আগামী ৩০ মার্চ মুক্তি পেতে যাচ্ছে অজয় দেবগনের পরিচালিত চতুর্থ সিনেমা ‘ভোলা’। সিনেমাটিতে অজয়ের বিপরীতে অভিনয় করেছেন টাবু। ভোলা তামিল হিট ‘কাইতি’-সিনেমার অফিশিয়াল হিন্দি রিমেক। ছবিতে অজয়-টাবু ছাড়াও নতুন চরিত্রে ধরা দেবেন দীপক ডোবরিয়াল।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
৬ মিনিট আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৪ মিনিট আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৭ মিনিট আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২১ মিনিট আগে