Ajker Patrika

দৃষ্টিহীন দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে অভিনব ব্যবস্থা ‘শ্রীকান্ত’ সিনেমার

দৃষ্টিহীন দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে অভিনব ব্যবস্থা ‘শ্রীকান্ত’ সিনেমার

চোখে দেখতে না পাওয়া বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী শ্রীকান্ত বোলার জীবনীভিত্তিক ছবি ‘শ্রীকান্ত’ মুক্তি পাবে আগামীকাল ১০ মে। ট্রেলার মুক্তি পাওয়ার পরই সিনেমাটি আলোড়ন সৃষ্টি করেছে। দর্শক থেকে সমালোচকদের প্রশংসায় ভেসেছে পুরো টিম। এবার ছবিটি মুক্তি নিয়ে নির্মাতারা নতুন উদ্যোগ নিয়েছে, যা প্রশংসার দাবি রাখে। সিনেমাটি যাতে দৃষ্টিপ্রতিবন্ধীরা উপভোগ করতে পারেন এর জন্য নতুন প্রযুক্তির সহায়তা নিচ্ছেন নির্মাতারা।

অনেকেই ভাবছে যে ছবিতে তো অডিও আছে। তাহলে এতে আর আলাদা কী করতে হবে! আসলে ছবিটি নিয়ে নির্মাতা এমন একটি পরীক্ষা করেছেন, যাতে অন্ধ দর্শকেরাও এই ছবিটি পুরোপুরি উপভোগ করতে পারেন। বলা হচ্ছে, নির্মাতারা এই ছবিটির সঙ্গে একটি অডিও প্রকাশ করছেন, যা দৃষ্টিহীন প্রতিবন্ধী দর্শকদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।

এই অডিও সংস্করণে, চলচ্চিত্রের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিবরণ বর্ণনা করা হবে। যাতে যারা দেখতে পাচ্ছেন না তারা বুঝতে পারেন যে এই মুহূর্তে পর্দায় কী ঘটছে।

এক্স এল নামের অ্যাপের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে, এই ধরনের দর্শকেরা বিনামূল্যে অডিও বর্ণনা শুনতে পাবেন। যেসব দর্শকেরা দেখতে পারছেন না, তাদের শুধু সহজে ডাউনলোড করতে হবে, যাতে তারাও শ্রীকান্ত বোলার অসাধারণ জার্নি বুঝতে পারেন। এর আগে ছবিটির ট্রেলার নিয়েও এই পরীক্ষা করা হয়েছিল।

‘শ্রীকান্ত’ সিনেমার দৃশ্যে রাজকুমার রাও। ছবি: সংগৃহীতসিনেমাটিতে শ্রীকান্ত বোলার চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। তিনি ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে—জ্যোতিকা, আলিয়া এফ এবং শরদ কেলকারকে। ‘শ্রীকান্ত’ পরিচালনা করেছেন তুষার হিরানন্দানি, আর ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার এবং নিধি পারমার হিরানন্দানি।

বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী শ্রীকান্ত বোলার জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। সারা পৃথিবী যখন তাঁকে দূরে ঠেলে দিয়েছে, তখন তিনি প্রমাণ করেছেন মনের জোর আর ইচ্ছে থাকলেই সব সম্ভব। জীবনের সমস্ত কঠিন লড়াই এক মুহূর্তে উতরে এগিয়ে গিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত