জমে উঠেছে ‘বিগ বস’ এর নতুন সিজন। এই সিজন শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই বিশাল কোটিয়ান ও আফসানার ঝগড়া, প্রতীক সেহেজপাল ও জয় ভানুশালির বাগবিতণ্ডা জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। মাঝে মাঝেই একে অপরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ছে বিগ বসের সদস্যরা। তাঁদের ঝামেলা মেটাতে পারেন একমাত্র এই শোয়ের সঞ্চালক সালমান খান। প্রতিযোগীদের মনোমালিন্য মিটিয়ে ‘বিগ বস‘ এর ঘরে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রতি শনিবার তিনি হাজির হন। সেই মতই শনিবার এসে চমকে দিলেন শমিতা শেঠিকে।
শনিবার এপিসোডের শুরুতেই প্রতীক সেহেজপালকে বকাবকি করেন সালমান। সম্প্রতি বিধি পাণ্ডেয়া যখন গোসল করছিলেন সেই সময়ই বাথরুমের লক ভেঙে ফেলেন প্রতীক। সেই নিয়েই ঝগড়া বাঁধে ঘরে। প্রতীকের পাশে দাঁড়ান নিশান্ত। তাতে দুজনের উপরেই চিৎকার করেন সালমান। প্রতীক ভুল করেছে এটা জেনেও কেন নিশান্ত তাঁর পাশে দাঁড়িয়েছেন, সেই প্রশ্ন তুলেছেন সালমান। এরপরই মুড বদলে হঠাৎই করণ কুন্দ্রাকে রাজ কুন্দ্রা বলে ডেকে বসেন ভাইজান। সালমানের এমন ডাকে চমকে যান শমিতা। তবে পরে হেসে ফেলেন নায়িকা।
একটি সাক্ষাৎকারে করণ জানিয়েছিলেন যে অনেকেই তাঁকে রাজ কুন্দ্রার আত্মীয় ভাবেন। তিনি বলেন, প্রথম প্রথম ব্যাপারটায় মজাই লাগত, কিন্তু পরবর্তীকালে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিছুদিন আগেই পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ। আপাতত জামিনে মুক্তি পেয়েছেন তিনি। রাজের গ্রেপ্তারের সময় বিতর্কের মুখে পড়েছিল শিল্পা শেঠিসহ তাঁর পরিবার।
একটি সাক্ষাৎকারে শমিতা জানিয়েছিলেন যে, রাজের গ্রেপ্তারির সময় বিগ বস ওটিটি তাঁকে বাঁচিয়ে দিয়েছে। না হলে সে সময় তাঁকেও বিতর্কের মুখে পড়তে হত।
জমে উঠেছে ‘বিগ বস’ এর নতুন সিজন। এই সিজন শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই বিশাল কোটিয়ান ও আফসানার ঝগড়া, প্রতীক সেহেজপাল ও জয় ভানুশালির বাগবিতণ্ডা জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। মাঝে মাঝেই একে অপরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ছে বিগ বসের সদস্যরা। তাঁদের ঝামেলা মেটাতে পারেন একমাত্র এই শোয়ের সঞ্চালক সালমান খান। প্রতিযোগীদের মনোমালিন্য মিটিয়ে ‘বিগ বস‘ এর ঘরে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রতি শনিবার তিনি হাজির হন। সেই মতই শনিবার এসে চমকে দিলেন শমিতা শেঠিকে।
শনিবার এপিসোডের শুরুতেই প্রতীক সেহেজপালকে বকাবকি করেন সালমান। সম্প্রতি বিধি পাণ্ডেয়া যখন গোসল করছিলেন সেই সময়ই বাথরুমের লক ভেঙে ফেলেন প্রতীক। সেই নিয়েই ঝগড়া বাঁধে ঘরে। প্রতীকের পাশে দাঁড়ান নিশান্ত। তাতে দুজনের উপরেই চিৎকার করেন সালমান। প্রতীক ভুল করেছে এটা জেনেও কেন নিশান্ত তাঁর পাশে দাঁড়িয়েছেন, সেই প্রশ্ন তুলেছেন সালমান। এরপরই মুড বদলে হঠাৎই করণ কুন্দ্রাকে রাজ কুন্দ্রা বলে ডেকে বসেন ভাইজান। সালমানের এমন ডাকে চমকে যান শমিতা। তবে পরে হেসে ফেলেন নায়িকা।
একটি সাক্ষাৎকারে করণ জানিয়েছিলেন যে অনেকেই তাঁকে রাজ কুন্দ্রার আত্মীয় ভাবেন। তিনি বলেন, প্রথম প্রথম ব্যাপারটায় মজাই লাগত, কিন্তু পরবর্তীকালে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিছুদিন আগেই পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ। আপাতত জামিনে মুক্তি পেয়েছেন তিনি। রাজের গ্রেপ্তারের সময় বিতর্কের মুখে পড়েছিল শিল্পা শেঠিসহ তাঁর পরিবার।
একটি সাক্ষাৎকারে শমিতা জানিয়েছিলেন যে, রাজের গ্রেপ্তারির সময় বিগ বস ওটিটি তাঁকে বাঁচিয়ে দিয়েছে। না হলে সে সময় তাঁকেও বিতর্কের মুখে পড়তে হত।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে