বিচ্ছেদের পর কাজে মন দিয়েছেন নাগা চৈতন্য। ভারতের দক্ষিণে-পশ্চিমে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তেলুগু ছবি ‘থ্যাঙ্ক ইউ’। ভালো ব্যবসাও করেছে। এখন ব্যস্ত বলিউডে। ‘লাল সিং চাড্ডা’র প্রচার চলছে জোরকদমে। এই ছবিতে নাগাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
এর মাঝেই সঞ্জয় লীলা বানসালীর সঙ্গে দেখা করলেন নাগা। পরিচালকের অফিস থেকে নাগাকে বের হতে দেখা যায়। পরিচালকের পরের ছবিতে নাগাকে দেখা যাবে বলে গুঞ্জন, কেউ আবার মনে করছেন, সঞ্জয়ের নতুন ‘দেবদাস’ হচ্ছেন অভিনেতা।
এর আগে পরিচালকের দেবদাস ছিলেন বলিউডের ‘কিং খান’। পার্বতীর চরিত্রে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
১৯৫৩ সালে তেলুগু ভাষায় চৈতন্যর দাদা আক্কিনেনি নাগেশ্বর রাও অভিনীত ‘দেবাদাসু’ ব্যাপক সাড়া ফেলেছিল দক্ষিণে। এবার কি নাতির পালা? অনেকে বলেছেন, নাগাকে নিয়ে বানশালী সেই সিনেমার রিমেক করবেন।
কিছু দিনের মধ্যেই চৈতন্য নতুন এক প্যান ইন্ডিয়ান সিনেমার কাজ শুরু করবেন। এর আগে একাধিক বলিউডের ছবিতে অভিনয় করার অফার পেয়েও ফিরিয়েছিলেন নাগা। এর কারণও অবশ্য জানিয়েছেন নাগা চৈতন্য। কারণ হল ভাষা। নাগা বড় হয়েছেন চেন্নাইয়ে। পরবর্তী সময় হায়দরাবাদে থাকতে শুরু করেন। তাঁর ভাষায় দক্ষিণ ভারতীয় টান রয়েছে। যে কারণে হিন্দি তিনি বলতে পারেন না সেই অর্থে। বর্তমানে বেশ কিছু সিনেমা বলিউড ও দক্ষিণ ভারত মিলে তৈরি হয়েছে। দক্ষিণের তারকারা এখন চুটিয়ে কাজ করছেন বলিউডে। ফলে হিন্দি জানাটাও বাঞ্ছনীয় বলে মনে করছেন তারকারা। আর নাগাও নাকি ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করে বেশ ভালো হিন্দি শিখে ফেলেছেন।
বিচ্ছেদের পর কাজে মন দিয়েছেন নাগা চৈতন্য। ভারতের দক্ষিণে-পশ্চিমে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তেলুগু ছবি ‘থ্যাঙ্ক ইউ’। ভালো ব্যবসাও করেছে। এখন ব্যস্ত বলিউডে। ‘লাল সিং চাড্ডা’র প্রচার চলছে জোরকদমে। এই ছবিতে নাগাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
এর মাঝেই সঞ্জয় লীলা বানসালীর সঙ্গে দেখা করলেন নাগা। পরিচালকের অফিস থেকে নাগাকে বের হতে দেখা যায়। পরিচালকের পরের ছবিতে নাগাকে দেখা যাবে বলে গুঞ্জন, কেউ আবার মনে করছেন, সঞ্জয়ের নতুন ‘দেবদাস’ হচ্ছেন অভিনেতা।
এর আগে পরিচালকের দেবদাস ছিলেন বলিউডের ‘কিং খান’। পার্বতীর চরিত্রে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
১৯৫৩ সালে তেলুগু ভাষায় চৈতন্যর দাদা আক্কিনেনি নাগেশ্বর রাও অভিনীত ‘দেবাদাসু’ ব্যাপক সাড়া ফেলেছিল দক্ষিণে। এবার কি নাতির পালা? অনেকে বলেছেন, নাগাকে নিয়ে বানশালী সেই সিনেমার রিমেক করবেন।
কিছু দিনের মধ্যেই চৈতন্য নতুন এক প্যান ইন্ডিয়ান সিনেমার কাজ শুরু করবেন। এর আগে একাধিক বলিউডের ছবিতে অভিনয় করার অফার পেয়েও ফিরিয়েছিলেন নাগা। এর কারণও অবশ্য জানিয়েছেন নাগা চৈতন্য। কারণ হল ভাষা। নাগা বড় হয়েছেন চেন্নাইয়ে। পরবর্তী সময় হায়দরাবাদে থাকতে শুরু করেন। তাঁর ভাষায় দক্ষিণ ভারতীয় টান রয়েছে। যে কারণে হিন্দি তিনি বলতে পারেন না সেই অর্থে। বর্তমানে বেশ কিছু সিনেমা বলিউড ও দক্ষিণ ভারত মিলে তৈরি হয়েছে। দক্ষিণের তারকারা এখন চুটিয়ে কাজ করছেন বলিউডে। ফলে হিন্দি জানাটাও বাঞ্ছনীয় বলে মনে করছেন তারকারা। আর নাগাও নাকি ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করে বেশ ভালো হিন্দি শিখে ফেলেছেন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে