বছরটা শাহরুখময়, ‘পাঠান’, ‘জওয়ান’ এর পর চলতি বছরে তৃতীয়বারের মতো পর্দায় আসছেন বলিউড বাদশাহ। রাজ কুমার হিরানির পরিচালনায় প্রথমবারের মতো ‘ডানকি’তে দেখা যাবে তাঁকে। মুক্তির সপ্তাখানেক আগেই উন্মাদনার পারদ চড়েছে। এদিকে বিশ্বব্যাপী শাহরুখ খান ফ্যান ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা। ভারতের ২৪০টি শহরের সঙ্গে ভারতের বাইরে আরও ৫০ টির বেশি শহরে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করছে তারা।
টিম শাহরুখ খান ফ্যান ক্লাব সম্প্রতি এক্সে একটি বিশেষ ঘোষণা দেয়। সেখানে জানানো হয়, ভারত তো বটেই এর বাইরেও সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এক্সে তারা লিখেছে, ‘টিম শাহরুখ খান ফ্যান ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ‘‘ডানকি’’র বিশেষ শো। ভারতের ২৪০ টির বেশি শহর, বিদেশের ৫০ টির বেশি শহরে প্রদর্শিত হবে এটি। সব মিলিয়ে সপ্তাহান্তে পুরো বিশ্বে ৭৫০ এর বেশি শো দেখানো হবে ‘‘ডানকি’’র।’
এসআরকে বাংলাদেশ সিএফসির অ্যাডমিন কাজী শাহাদাত আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশা রাখছি ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির দিনই বাংলাদেশে ‘‘ডানকি’’ মুক্তি পাবে। সেভাবে আমরা ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘যদি ২১ তারিখ মুক্তি না পায়, তাহলে যেদিন মুক্তি পাবে সেদিনই আমরা বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে বিশেষ শোয়ের আয়োজন করব।’
উল্লেখ্য, বিশ্বব্যাপী আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। এতে শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তাঁর চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্ন পূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চান লন্ডন। এ সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।
বছরটা শাহরুখময়, ‘পাঠান’, ‘জওয়ান’ এর পর চলতি বছরে তৃতীয়বারের মতো পর্দায় আসছেন বলিউড বাদশাহ। রাজ কুমার হিরানির পরিচালনায় প্রথমবারের মতো ‘ডানকি’তে দেখা যাবে তাঁকে। মুক্তির সপ্তাখানেক আগেই উন্মাদনার পারদ চড়েছে। এদিকে বিশ্বব্যাপী শাহরুখ খান ফ্যান ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা। ভারতের ২৪০টি শহরের সঙ্গে ভারতের বাইরে আরও ৫০ টির বেশি শহরে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করছে তারা।
টিম শাহরুখ খান ফ্যান ক্লাব সম্প্রতি এক্সে একটি বিশেষ ঘোষণা দেয়। সেখানে জানানো হয়, ভারত তো বটেই এর বাইরেও সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এক্সে তারা লিখেছে, ‘টিম শাহরুখ খান ফ্যান ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ‘‘ডানকি’’র বিশেষ শো। ভারতের ২৪০ টির বেশি শহর, বিদেশের ৫০ টির বেশি শহরে প্রদর্শিত হবে এটি। সব মিলিয়ে সপ্তাহান্তে পুরো বিশ্বে ৭৫০ এর বেশি শো দেখানো হবে ‘‘ডানকি’’র।’
এসআরকে বাংলাদেশ সিএফসির অ্যাডমিন কাজী শাহাদাত আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশা রাখছি ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির দিনই বাংলাদেশে ‘‘ডানকি’’ মুক্তি পাবে। সেভাবে আমরা ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘যদি ২১ তারিখ মুক্তি না পায়, তাহলে যেদিন মুক্তি পাবে সেদিনই আমরা বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে বিশেষ শোয়ের আয়োজন করব।’
উল্লেখ্য, বিশ্বব্যাপী আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। এতে শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তাঁর চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্ন পূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চান লন্ডন। এ সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
২ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১১ ঘণ্টা আগে