সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘দেবদাস’ হয়ে দর্শককে কাঁদিয়েছিলেন শাহরুখ খান। ২০০২ সালের সেই সিনেমা নিয়ে আজও আলোচনা হয়। তারপর কেটে গেছে ২২টি বছর। দেবদাস তুমুল সাফল্য পেলেও কোনো অজানা কারণে আর বানসালির পরিচালনায় দেখা যায়নি শাহরুখকে। এত দিন পর আবার বানসালির ফ্রেমে ধরা দিতে চলেছেন কিং খান।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র পর নতুন সিনেমা বানাচ্ছেন বানসালি। এবারও তিনি বেছে নিয়েছেন আলিয়া ভাটকে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ নামের এ সিনেমায় আলিয়ার পাশে দেখা যাবে দুই নায়ককে—রণবীর কাপুর ও ভিকি কৌশল। এতেই একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখকে।
সম্প্রতি বানসালির সঙ্গে দেখা করেছেন বলিউড বাদশাহ। সেই সাক্ষাতেই লাভ অ্যান্ড ওয়ারের বিশেষ দৃশ্যে অভিনয়ের ব্যাপারে আলোচনা হয়েছে। শাহরুখের সবুজসংকেত পেলে ২০২৫ সালে সেই দৃশ্যের শুটিং হবে। জানা গেছে, সিনেমাটির দ্বিতীয়ার্ধে এক মোড় ঘোরানো দৃশ্যে দেখা যাবে শাহরুখকে। ওই দৃশ্যে কিং খানের সঙ্গে থাকবেন রণবীর কাপুর। ভারতীয় সংবাদমাধ্যমের এ খবর সত্যি হলে লাভ অ্যান্ড ওয়ার নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে, এ বিষয়ে সন্দেহ নেই।
ইতিমধ্যেই লাভ অ্যান্ড ওয়ারের শুটিং শুরু করেছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। আলিয়া ভাটও শিগগিরই যোগ দেবেন শুটিংয়ে। এ সিনেমা দিয়ে শুধু শাহরুখ নয়, রণবীরও দীর্ঘদিন পর কাজ করছেন বানসালির সঙ্গে। একসময় বানসালির সহকারী হিসেবে কাজ করেছেন রণবীর। এ পরিচালকের ‘সাওয়ারিয়া’ সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছিল তাঁকে।
সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘দেবদাস’ হয়ে দর্শককে কাঁদিয়েছিলেন শাহরুখ খান। ২০০২ সালের সেই সিনেমা নিয়ে আজও আলোচনা হয়। তারপর কেটে গেছে ২২টি বছর। দেবদাস তুমুল সাফল্য পেলেও কোনো অজানা কারণে আর বানসালির পরিচালনায় দেখা যায়নি শাহরুখকে। এত দিন পর আবার বানসালির ফ্রেমে ধরা দিতে চলেছেন কিং খান।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র পর নতুন সিনেমা বানাচ্ছেন বানসালি। এবারও তিনি বেছে নিয়েছেন আলিয়া ভাটকে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ নামের এ সিনেমায় আলিয়ার পাশে দেখা যাবে দুই নায়ককে—রণবীর কাপুর ও ভিকি কৌশল। এতেই একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখকে।
সম্প্রতি বানসালির সঙ্গে দেখা করেছেন বলিউড বাদশাহ। সেই সাক্ষাতেই লাভ অ্যান্ড ওয়ারের বিশেষ দৃশ্যে অভিনয়ের ব্যাপারে আলোচনা হয়েছে। শাহরুখের সবুজসংকেত পেলে ২০২৫ সালে সেই দৃশ্যের শুটিং হবে। জানা গেছে, সিনেমাটির দ্বিতীয়ার্ধে এক মোড় ঘোরানো দৃশ্যে দেখা যাবে শাহরুখকে। ওই দৃশ্যে কিং খানের সঙ্গে থাকবেন রণবীর কাপুর। ভারতীয় সংবাদমাধ্যমের এ খবর সত্যি হলে লাভ অ্যান্ড ওয়ার নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে, এ বিষয়ে সন্দেহ নেই।
ইতিমধ্যেই লাভ অ্যান্ড ওয়ারের শুটিং শুরু করেছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। আলিয়া ভাটও শিগগিরই যোগ দেবেন শুটিংয়ে। এ সিনেমা দিয়ে শুধু শাহরুখ নয়, রণবীরও দীর্ঘদিন পর কাজ করছেন বানসালির সঙ্গে। একসময় বানসালির সহকারী হিসেবে কাজ করেছেন রণবীর। এ পরিচালকের ‘সাওয়ারিয়া’ সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছিল তাঁকে।
লন্ডনে আয়োজিত বাংলা বইমেলার বিশেষ সংগীতানুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে যাচ্ছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ১৯ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে সাবিনা ইয়াসমীনের পাশাপাশি আরও গাইবেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’।
১১ ঘণ্টা আগেএকসময়ের সাজানো-গোছানো শহর বিরলপুর এখন মাদকের আখড়া। দিনদুপুরে খুন হয়। পুলিশ কিছুই করতে পারছে না। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর ব্যবসার আড়ালে রয়েছে অবৈধ ব্যবসা। হঠাৎ তার তিনজন লোক খুন হয়ে যায়। গোয়েন্দা মারুফ জামানের ওপর মামলার তদন্তভার দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন শারিব হাশমি। অভিনয় করেছেন ‘ফিল্মিস্তান’, ‘বিক্রম ভেদা’, ‘মিশন মজনু’, ‘তারলা’, ‘দ্য ডিপ্লোম্যাট’সহ বলিউডের অনেক সিনেমায়। নিজের পছন্দের তিনটি সিরিজের নাম জানালেন শারিব হাশমি, কেন প্রিয়—জানালেন সেটাও।
১১ ঘণ্টা আগে