সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি নির্মিত ‘সিংহাম অ্যাগেইন’। সুপার স্টার সালমান খান, অজয় দেবগন, রণবীর সিং, কারিনা কাপুরসহ এক ঝাঁক তারকা অভিনয় করেছেন এই ছবিতে।
এবার এই সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে শুটিং সেটের দুজন সহশিল্পীর গোপন কথা ফাঁস করে দিলেন অজয় দেবগন ও নির্মাতা রোহিত শেঠি। আর সেই দুজন হলেন— রণবীর সিং ও কারিনা কাপুর!
সেটে নাকি দারুণ মজা করতেন সবাই। কিন্তু অজয় দেবগন বলেন, ‘রণবীর সারা দিন সেটে বাজে বকতো। আর কারিনা কাপুর হচ্ছে গসিপ কুইন। ইন্ডাস্ট্রির সবার অন্দরমহলের খবর থাকে ওর কাছে। বিশ্বের সবার খবর আছে বেবোর কাছে। এটা কিন্তু ওর কাছ থেকে শেখার মতো বিষয়। আর সেটেই সেই পরচর্চার ঝুলি খুলে বসে বেবো।’
অজয়ের কথায় সায় দিয়ে পরিচালক রোহিত বলেন, ‘সেটে কলাকুশলী থেকে শিল্পী, সকলেই একেবারে গালা টাইম কাটিয়েছেন।’
একসঙ্গে এতজন তারকা, সেটে কোনো গোল বাঁধেনি, ভারতীয় গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে রোহিত শেঠি বলেন, ‘এতগুলো তারকাকে নিয়ে কাজ করা আসলেও খুব একটা কঠিন বিষয় নয়! কারণ সকলেই আসেন শুধু কাজটা ভালো করে করবেন বলে। আমার সেটে তারকাসুলভ হাবভাব দেখিয়ে কেউ বলেননি যে-“ওহ আমি তো স্টার!’”
রোহিত শেঠির ফ্রেমে এত তারকা যে, একজন বলে আমাকে দেখ, তো আরেকজন বলে আমাকে! তবে সবাই অনেক মজা করেই কাজ করেছেন বলে জানিয়েছেন দুজনই।
সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি নির্মিত ‘সিংহাম অ্যাগেইন’। সুপার স্টার সালমান খান, অজয় দেবগন, রণবীর সিং, কারিনা কাপুরসহ এক ঝাঁক তারকা অভিনয় করেছেন এই ছবিতে।
এবার এই সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে শুটিং সেটের দুজন সহশিল্পীর গোপন কথা ফাঁস করে দিলেন অজয় দেবগন ও নির্মাতা রোহিত শেঠি। আর সেই দুজন হলেন— রণবীর সিং ও কারিনা কাপুর!
সেটে নাকি দারুণ মজা করতেন সবাই। কিন্তু অজয় দেবগন বলেন, ‘রণবীর সারা দিন সেটে বাজে বকতো। আর কারিনা কাপুর হচ্ছে গসিপ কুইন। ইন্ডাস্ট্রির সবার অন্দরমহলের খবর থাকে ওর কাছে। বিশ্বের সবার খবর আছে বেবোর কাছে। এটা কিন্তু ওর কাছ থেকে শেখার মতো বিষয়। আর সেটেই সেই পরচর্চার ঝুলি খুলে বসে বেবো।’
অজয়ের কথায় সায় দিয়ে পরিচালক রোহিত বলেন, ‘সেটে কলাকুশলী থেকে শিল্পী, সকলেই একেবারে গালা টাইম কাটিয়েছেন।’
একসঙ্গে এতজন তারকা, সেটে কোনো গোল বাঁধেনি, ভারতীয় গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে রোহিত শেঠি বলেন, ‘এতগুলো তারকাকে নিয়ে কাজ করা আসলেও খুব একটা কঠিন বিষয় নয়! কারণ সকলেই আসেন শুধু কাজটা ভালো করে করবেন বলে। আমার সেটে তারকাসুলভ হাবভাব দেখিয়ে কেউ বলেননি যে-“ওহ আমি তো স্টার!’”
রোহিত শেঠির ফ্রেমে এত তারকা যে, একজন বলে আমাকে দেখ, তো আরেকজন বলে আমাকে! তবে সবাই অনেক মজা করেই কাজ করেছেন বলে জানিয়েছেন দুজনই।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১৩ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৮ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২১ ঘণ্টা আগে