Ajker Patrika

কমতি নেই ঈদ অনুষ্ঠানমালায়

বিনোদন প্রতিবেদক
কমতি নেই ঈদ অনুষ্ঠানমালায়

ঢাকা: ঈদের সময়গুলোতে দর্শক ধরে রাখতে বাহারি আয়োজন করে টিভি চ্যানেলগুলো। টিভি চ্যানেলের আয়োজনকে ছাপিয়ে গেছে বিভিন্ন অনলাইন মাধ্যমের ঈদ আয়োজন। তারকাবহুল সব প্রযোজনা নিয়ে প্রস্তুত একেকটি ওটিটি (ওভার দ্য টপ) ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও অ্যাপভিত্তিক বিনোদনমাধ্যমগুলো। ঈদ উৎসব ঘিরে দুই মাধ্যমেই প্রায় চার শ নাটক তৈরি হচ্ছে। করোনাভাইরাসের কারণে গত বছর দুই ঈদ আয়োজনে জৌলুশ না থাকলেও এবারের ঈদে বেশ পসরা সাজিয়ে বসেছে। যদিও করোনার সংক্রমণ কমাতে লকডাউনের ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু সে সময় স্বাস্থ্যবিধি মেনে শুটিং করায় কোনো বাধা ছিল না। এরপরেও অনেক অভিনয়শিল্পীই শুটিংয়ে অংশ নেননি। এঁদের মধ্যে কেউ কেউ আবার লকডাউন শিথিল হলে শুটিং শুরু করেছেন। প্রায় ২০০টির মতো নাটকের শুটিং বাতিল করা হয়েছিল। স্থগিত নাটকগুলোতে কাজ করার কথা ছিল শোবিজ অঙ্গনের পরিচিত মুখগুলোরই। সব তারকারই অনেক নাটকের শুটিং বন্ধ করতে হয়েছে। তবে তাতে অনুষ্ঠানমালায় কমতি নেই।

 ঈদে টিভি চ্যানেলগুলোতে মোশাররফ করিম অভিনীত নাটক প্রচারের আধিক্য দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের ঈদে সর্বাধিক নাটকে অভিনয় করেছেন এ অভিনেতা। এ পর্যন্ত একখণ্ড ও ধারাবাহিক মিলে তাঁর অভিনীত নাটকের সংখ্যা ১৬। হাতে রয়েছে আরও কয়েকটি। সেগুলোও প্রস্তুত হচ্ছে। বেশির ভাগ নাটকই প্রচার হবে টিভিতে। কয়েকটি ইন্টারনেট মাধ্যমেও প্রচার হবে বলে জানিয়েছেন মোশাররফ করিম। ঈদের নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত মনে হয় ১৬টি নাটকে কাজ করেছি। আরও কিছু নাটকে অভিনয়ের প্রস্তাব ছিল; কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি, লকডাউন, সময়স্বল্পতা এবং কিছুটা বিশ্রামের কারণেও সেগুলোতে কাজ করছি না। যেগুলোতে অভিনয় করেছি, প্রতিটি নাটকেই আমাকে নতুনরূপে দেখবেন দর্শক। লকডাউন শেষ হলে আবারও হয়তো কাজ করতে পারি।’ মোশাররফ করিম ছাড়াও আফরান নিশো, অপূর্ব, মেহজাবিন, তানজিন তিশা, তাওসিফ, জোভানদের পনেরোটির বেশি নাটক প্রচার হবে।

 জানা যায়, গত বছর ঈদুল আজহাতেই সংকট অতটা দেখা যায়নি। এরপর পুরোদমে নাটকের শুটিং শুরু হয়। এই বছরও লকডাউনের আগে দুই শিফট শুটিং হয়েছে। ফলে চ্যানেলগুলোর হাতে বাছবিচার করে সেরাটা দেওয়া সম্ভব না হলেও তাদের চাহিদা মেটাতে পারবে। চ্যানেল আইয়ের বিপণন বিভাগের প্রধান ইবনে হাসান খান বলেন, ‘এত প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে ৮ দিনব্যাপী সাজিয়েছি অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানে থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে সম্পূর্ণ নতুন ১৫টি নাটক। নাটকগুলোর সম্প্রচার শুরু হবে ঈদের আগের দিন থেকে। নতুন ১০টি টেলিফিল্ম প্রচার হবে। নতুন ৭টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার করা হবে। এ ছাড়া ‘কৃষকের ঈদ আনন্দ’ টাইপের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানগুলো তো আছেই। আমাদের অনুষ্ঠানে কোনো কমতি দেখছি না।’

 বাংলাভিশন এবারের ঈদে ৩০টির মতো এক ঘণ্টার নাটক, ৫টি সাত পর্বের ধারাবাহিক এবং ডজনখানেক টেলিছবি প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। চ্যানেলটির অনুষ্ঠানপ্রধান তারেক আখন্দ বলেন, প্রতিযোগিতার এই বাজারে বিজ্ঞাপনদাতাদের যাঁদের নিয়ে আগ্রহ আছে, দর্শকদেরও বেশি আগ্রহ আছে, তাঁদেরকেই প্রাধান্য দিতে হয়। বাংলাভিশনে এবার যেসব নাটক প্রচারিত হবে, সেগুলোর অভিনয়শিল্পীরা হলেন সালাহউদ্দিন লাভলু, জাহিদ হাসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তাহসান, অপূর্ব, নিশো, সজল, আনিসুর রহমান মিলন, ইরফান সাজ্জাদ, তৌসিফ, জোভান। তারেক বলেন, ‘এসব শিল্পীর কারও নাটকের সংখ্যা বেশি, কারও কম। ঘুরেফিরে এসব শিল্পী আমাদের টেলিভিশনের পর্দায় থাকবেন।’

মোশাররফ করিম। ফাইল ছবিনাগরিক টেলিভিশন এবারের ঈদে ৪টি ৭ পর্বের নাটক এবং ১৪টি খণ্ডনাটক প্রচার করবে। চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘আমরা বিনোদনে ভরপুর থাকতে চাই। নাগরিক টিভি এবারও আয়োজন করেছে বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালা। এবারের আয়োজনে দর্শকেরা দেখবেন তারকা অভিনয়শিল্পীদের অভিনীত একগুচ্ছ একক নাটক। নাটকগুলোতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় তারকারা। বেশির ভাগ নাটক আমাদের নিজস্ব প্রযোজনায় নির্মিত হচ্ছে। এসব নাটকের অভিনয়শিল্পী যে শুধু আমাদের পছন্দের, তা কিন্তু নয়। দর্শক চাহিদার বিষয়টিও আমরা খেয়াল করি।’

তবে অনুষ্ঠানপ্রধানরা নতুন কিছু দেখাবেন বললেও বহু পুরোনো নাটকও দেখা যাবে টিভির পর্দায়। প্রচার আটকে থাকা সেসব নাটক জায়গা করে নিচ্ছে এবারের ঈদ অনুষ্ঠানমালায়। যেমন ঈদে নাগরিক টিভিতে থাকছে বিদ্যা সিনহা মিম অভিনীত নাটকও। সিনেমা নিয়ে পুরোপুরি ব্যস্ত এ চিত্রনায়িকার এই নাটকের শুটিং হয়েছে সাত বছর আগে। অপূর্ব-মেহজাবীন জুটির একটি নাটক দেখা যাবে, যার শুটিং হয়েছিল চার বছর আগে। কয়েকটি চ্যানেলই এমন নতুন-পুরোনো মিলে অনুষ্ঠানমালা সাজিয়েছে। সেক্ষেত্রে দর্শক আগে যা দেখেননি এমন অনুষ্ঠানই দেখবেন বলে বেশির ভাগ চ্যানেল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত